![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই চাইলেই............
আশ্বিনা দুপুরটা তোর নামে দলিল করে দেবো...... !
তুমুল বর্ষণের মত ভালোবাসা দিয়ে...
বুকের ভেতরের খরা কাটিয়ে দেবো...... !
ছোট্ট ছোট্ট সুখানুভতি দিয়ে...
জমে থাকা হাহাকারগুলোকে ছারখার করে দেবো... !
অপেক্ষার প্রহরগুলির গুষ্টি কিলাবো......
রাগ/ অভিমান/ ভুলগুলোকে নিকুচি করে ফুঁ দিয়ে উড়িয়ে দেবো... !
ধ্যত্তেরিকা-- বলেই আবার যাত্রা শুরু করবো...
জানি তুই----- হু... ...
তুই শাঁকচুন্নি আর কটকটিতে ডুবে থাকা ফাত্রা...
চাইলেই আমি উস্কে দিতে পারি কষ্ট কষ্ট সুখের মাত্রা... !
আবারো আমাদের দেখা হবে ...
টং দোকানের এক বেঞ্চে বসে...
একে অপরের দিকে না তাকিয়ে কথা হবে...
চা খাওয়া নিয়ে হাসাহসি হবে...
মিষ্টি বেশি বলে কিছু মেজাজ খারাপ হবে...
বিল দিয়ে যা... বিল দিয়ে যা... বলে তোর চিল্লানি শোনা যাবে...
পিছু ফিরে একটা অবাক করা দৃষ্টি আমার হবে......
ধ্যাত্তেরিকা টাইপের একটা প্রেম হবে......
সুখ সুখ কষ্টগুলো আবারো এলোমেলো করে দিবে......... !
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি হিন্দি ভালোই বলতে পারি, বুঝতেও পারি কিন্তু এটা বুঝতেছি না কেন ? ভ্যাআআ
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঋতুর পরিবর্তনটা ভালই টের পাওয়া যাচ্ছে। বসন্তের প্রেম শরতেই বাঁধভাঙ্গা জোয়ারের মত প্লাবিত করে দিচ্ছে। আহ! প্রেম!
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাঁধ ভাঙ্গা ভালবাসা কি শরত/ বসন্ত আর হেমন্ত মানে... ? সে চলতেই থাকে...
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৮
মানিজার বলেছেন: আপনার কি পেম নাই ?
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: থাকবে না কেন? পইড়া এই বুঝলেন?
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হিন্দি লাইন দুটো আমিও বুঝতে পারিনি নাশা শীশে মে আঙ্গড়ায়ী লেনে লাগা ....... মে সাগর খনকনে লাগা
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও না
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
মানিজার বলেছেন: পইড়া বুঝলাম আপনে পেম চান । কথা হইল এইটা খারাপ কিছু না ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বুঝলাম কি বুঝেছেন!
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: তুই শাঁকচুন্নি আর কটকটিতে ডুবে থাকা ফাত্রা...
চাইলেই আমি উস্কে দিতে পারি কষ্ট কষ্ট সুখের মাত্রা... !
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৬
জাহিদ অনিক বলেছেন: অপেক্ষার প্রহরগুলির গুষ্টি কিলাবো...... এই লাইনে কবিতার নামের সার্থকতা পেলাম, ধ্যাত্তেরিকা টাইপের একটা প্রেম বটে !
সুন্দর ছিল, ধ্যাত্তেরিকা টাইপের প্রেম
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়াজি.........।। ভালো থাকবেন.........।।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার এতু রোমান্টিক পাগ্লু লেখা পড়ে ভেবেই নিয়েছিলাম আপনার রিজিষ্টার করা পাগ্লু আছে।
যখন জানলাম আপনি আমার মত সিংগেল খুব খুশি হইয়েছি।
(ইহা অফ টপিকে ব্যাক্তিগত কমেন্টস কেউ ভুল করে পইড়েন না)
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক এখানেই তো লেখার সার্থকতা ... একটা ধাঁধাঁ --- পাগ্লু নামক ধাঁধাঁ ... আহা!! শেষে কি কইলেন বুঝলুম না ঠিক -- ভ্যাআ আ
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
ধ্রুবক আলো বলেছেন: সুখ সুখ কষ্টগুলো আবারো এলোমেলো না হোক। কবিতা ভালো লেগেছে। ++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
শুকরান শুকরান----------- তেমনটাই যেন হয়--
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধ্যাত্তেরিকা !
ইশশশশশশ..... শারদীয় অকাল বোধন ঘটিয়েই ছাড়বে দেখছি!
রোমন্টিক কাব্যে ভাল লাগা
++++
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক কিছু একটা তো করতেই হবে---! শুকরান ভাইয়াজি
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
ধ্যাত্তেরিকা প্রেম কাব্য পড়ে নুসরাত ফারাহ আলীর দুটি কলি মনে এল...
নেশা সিসে মে আংগরায়ি নেলে লাগা...
বাজম রিন্দার মে সাগর খানকে লাগা...