![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই আমার দিনাজপুরের চিকন চালের ভাত...
ভালোবাসায় হারিয়ে তোকে বারবার করবো কাত...
তুই আমার প্রিয় পাটের শাক...
ত্যাড়িব্যাড়ি করলেই ফাটিয়ে দেবো তোর বোঁচকা নাক...
তুই আমার পছন্দের ঢেঁড়স ভাজি...
ইচ্ছে হলেই যখন তখন তোর ভালোবাসার রঙে সাজি...
তুই আমার একমাত্র পছন্দের মাছ ইলিশ...
ঝগড়াঝাঁটি করলেই ছুড়ে মারবো বালিশ...
তুই আমার সবজি ডাল...
শয়তানী করলেই আমিও দেবো নতুন নতুন চাল...
তুই আমার টমেটো কুঁচিতে ভাজা ডিম...
আমার কথামত না চললে বকে বকে তোর মাথা করে দেবো ঝিমঝিম...
তুই আমার কুড়মুড়ে খাসির মাথা...
শাঁকচুন্নিদের সাথে লটরপটর করলে আমিও দিবো তোকে ব্যাথা...
তুই আমার টমেটো/ মটরশুঁটি দিয়ে রান্না করা দেশি মুরগির রান...
কটকটিদের দিকে তাকালে খুন করে নিয়ে নেবো তোর জান...
তুই আমার গরুর ভুনা ভুনা কলিজা...
ভদ্র-সদ্র হয়ে থাকতে না পারলে- জাহান্নামে যা...
তুই আমার নানান স্বাদের ভর্তা...
ভালোবেসে যদি মরণ দিস, মেনে নেবো তোকে কর্তা...
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এরকম অনেক মজার কবতে আছে তো ভাই আমার ব্লগে ---- একটু ভয় না দেখালে লাইনে আইবো না তো পাগ্লাটা---
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হইছে?
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১০
কাশফুল মন (আহমদ) বলেছেন: হাহা, সব খাবার তাকে বানিয়ে দিলেন
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পিকচার আভি ভি বাকি হ্যায়--- মানে আরো আসতেছে ভাই
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮
জাহিদ অনিক বলেছেন: হা হা হা হা দারুণ
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বোঁচকা নাক তো আগে থেকেই বোঁচা, ওটাকে আর কী ফাটাবেন?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আরো বোঁচকা থ্যাবড়া বানাই দিমুউউউউ
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ রইল পাগ্লুটা লাইনে আসুক, (নয় তো পাগ্লুর কপাল ফাটার আশঙ্কা)
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আইবো আইবো ---
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
তুই আমার দিনাজপুরের চিকন চালের ভাত...
ভালোবাসায় হারিয়ে তোকে বারবার করবো কাত...
তুই আমার প্রিয় পাটের শাক...
ত্যাড়িব্যাড়ি করলেই ফাটিয়ে দেবো তোর বোঁচকা নাক...
_____________ কি ব্যাপার, কি হলো কি ভায়া... এতো চাপাচাপি করলে তো বেচারা পাটের কাঠি হয়ে যাবে.... দিনাজপুরের চালে এতো তেজ বাপরে...
আর কটকটিদের কোন আহাম্মক তাকাবে, যে থ্রেট দিলেন.... এত কন্ডিশনের পরে কর্তা পাবেন কিনা জানি না তবে কবিতার বিজ্ঞাপনে সবাই লাইনে দাঁড়াবে.....
ভীষণ মজার কবিতায় আমিও একটু মজা করলাম........
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক দিনাজপুরের চালে কেরামতি আছে হু---- একটু আধটু হুমকি ধামকি না দিএল কি চলে ডানা ? তা লাইনে কে কে আইছে একটু শুনি... ?
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কবিতা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়াজি
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা খানাপিনার ছবি বাঁধ দিয়ে মজার মজার কবিতা !
এরকম ভালোবাসা কে চাইবে, যদি ঘুষি খেয়ে নাক চ্যাপ্টা করতে হয়!!!
ভয় লাগতাছে......