![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই নোংরা থিওরির উপরেই তো চলে এসব সুন্দ্রী প্রতিযোগিতা !
প্রচলিত কথা এটা!! হয়ত সত্যি ও বটে...... !
বাইক রাইডার এভ্রিল এর ছবিটা ভাইরাল হওয়ার পর তাকে দেখে বেশ ভালো লেগেছিলো,
ক্রাশ খাওয়ার মতই!
কিন্তু সুন্দ্রী প্রতিযোগিতায় যা হলো তা মোটেও ভালো লাগেনি!
বিছানা টেস্ট আর ভাইটাল স্ট্যাটিসটিক্স মাপের নামে সুন্দ্রী প্রতিযোগিতায় যে গোপন টেস্ট চলে ( প্রচলিত আছে কথাটা )
সেই নোংরামীর বাইরে আর একটা স্পষ্ট নোংরামী লাইভে সবাই দেখলো!
হাউ কুড ইয়ার!! হাউ কুড?
চোখের পলকে কিভাবে পাল্টে গেলো রেজাল্টের ইতিহাস !!
একজন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলো আর একজনের মুখে হাসির ফোয়ারা ছুটলো!!
এসব প্রতিযোগিতায় ভুল হওয়াও হয়ত একটা রেওয়াজ... কিন্তু এভাবে...?
বোঝা বড় দায় আসলেই কি ঘটেছে সেথায়.........
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হো ভাই তাই তো শুনি------------
২| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১
এডওয়ার্ড মায়া বলেছেন: আসল ঘটনা কি ছিল ??
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই তো জানার বাইরে------------
৩| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১
সাইফুল১৩৪০৫ বলেছেন: কলার বোন ফিট তো সুন্দরী প্রতিযোগীতায় হিট।
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইটা তো মাথার উপ্রে দিয়া গেলো------------
৪| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: এই ইভেন্ট যারা অরগানাইজ করে অন্তরা তারা বাংলাদেশের বহুত বড় মাফিয়া। এতো কিছুর পরও এই ইভেন্টই আগামী বছর এই প্রতিযোগীতা অরগানাইজ করবে।
সব টাকা আর গিভ এন্ড টেক এর খেলা।
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এত কিছু তো আমাদের জানার বাইরে থাকে ভাই............ হু শেষের কথাই হয়ত ঠিক---
৫| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এইসব প্রতিযোগীতা ফোগিতা ভালো কোন কালচার নয় । নিজের সৌন্দর্য খুলে অন্যকে দেখানো ঠিক না
০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই---- তবুও তা চলছে............।
৬| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এইসব প্রতিযোগীতার কুফল মানুষ আর কতদিন পর বুঝবে?
০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কে জানে? .........।।
৭| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯
শায়মা বলেছেন: আমার কাছে মনে হয়েছে এই মেয়েটাই সেরা হবার জন্য উপযুক্ত ছিলো। যদিও তার কথা বলার স্টাইল বা ঢং টা আমার পছন্দ হয়নি। তার আরও ঢঙ্গী বাট স্মার্ট হওয়া উচিৎ ছিলো!
০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মেয়েটা কেন যে তোমার কাছ থেকে ঢং শিখে নেয়নি... .........
৮| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বলেছেন: আমার কাছে মনে হয়েছে এই মেয়েটাই সেরা হবার জন্য উপযুক্ত ছিলো। যদিও তার কথা বলার স্টাইল বা ঢং টা আমার পছন্দ হয়নি। তার আরও ঢঙ্গী বাট স্মার্ট হওয়া উচিৎ ছিলো!
০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেই তো ভাইয়া, মেয়েটা কেন শায়মা বাচ্চুমণির কাছ থেকে ঢং শিখে নেয় নি...
৯| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬
নীরদ অর্ণব বলেছেন: আমিও একদিন সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করবো।
০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমাগো তা দেখতে ডাইকেন.........
১০| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: মারিও পুজোর বই পড়ে মিডিয়ার অন্ধকার জগতের আদ্যোপান্ত জেনেছি। সেই সময়ই এতোটা নোংরা ছিল এখন তো আরও খারাপই হবার কথা।
১১| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিছানায় ফিট তো সুন্দ্রী প্রতিযোগিতায় হিট............