নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হেই ইউ প্রেমিক পুরুষ ...........

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৮



তোর মাঝে একটু বাবা বাবা ভাব থাকা চাই...
এত্ত এত্ত আদরের সাথে প্রয়োজনে শাসন করা চাই... !
রাগ করলে... রাগ ভাঙানোর জন্য আমার পছন্দের পুতুল এনে ...
মিছে মিছি কান ধরা চাই...... গাল টেনে দিয়ে সরি সরি বলা চাই... !
খেতে না চাইলে... ভুলিয়ে ভালিয়ে নিজ হাতে খাইয়ে দেয়া চাই...
বায়না গুলো বাবার মত কিছু পূরণ করা চাই...
ভুলিয়ে ভালিয়ে কিছু বায়না ঝুলিয়েও রাখা চাই... !
মন ভালো না থাকলে... ফুঁ দিয়ে মন ভালো করে দেয়া চাই...
বুকের কাছে আগলে নিয়ে পাশে আছিস এই আস্থাটুকু চাই... !
মাঝে মাঝে আঙ্গুলে আঙ্গুল রেখে সবুজ ঘাসে পাশাপাশি হাঁটা চাই...
রাস্তার পাশের টং দোকানের চা আর ফুচকাতে একসাথে হই হুল্লোড় করা চাই... !
অবুঝ হলে চিল্লাচিল্লি না করে বুঝদারের মত বোঝানো চাই...
বোঝানো শেষে পছন্দের চক্লেট আর কুলফি হাতে ধরিয়ে দেয়া চাই... !
ঘুম না আসলে ঘুম পাড়ানী গানে ঘুম পাড়ানো চাই...
ঠিক যেন ছোট্ট একটা বাচ্চি মায়াবতী এমনভাবে আগলে রাখা চাই...... !
আমি খিলখিল করে হেসে উঠলে তোর ও হাসা চাই...
মাঝে মাঝে আমাকে রাগিয়ে দিয়ে এটা সেটা বলে খ্যাপানো চাই... !
মাঝে মাঝে হাতে নেইলপলিশ দিয়ে দেয়া চাই......
শাড়ির কুঁচিটা কোমড়ে গুজে দিয়ে শাড়িটা পড়িয়ে দেয়া চাই...
কথা না শুনলে আদুরে ভয় দেখিয়ে বিটকেলে হাসি হাসা চাই...
মাঝে মাঝে আমিও তোকে ভয় দেখিয়ে মুচকি মুচকি হাসতে চাই... !
কখনো তুই বায়না করবি, শাসন করবি ... এটা ওটা কর, এটা ওটা করা চাই...
আমি বলবো- পারবো না... যা ইচ্ছে কর তাই... !
তুই হুট করে রেগে যাবি না... এটা সত্যি চাই...
ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে ...
ঠিকঠাকমত তোর প্রেমিক হওয়া চাই... !
হেই ইউউউ প্রেমিক পুরুষ...
বুঝলি তো---
তোর মাঝে একটু বাবা বাবা ভাব থাকা চাই............ !

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৩

জাহিদ অনিক বলেছেন:





ওরে বাবা !


কত আবদার !!



আপনার লেখাগুলোর শিরোনামগুলো মারদাঙ্গা টাইপ B-)



ধ্যাত্তেরিকা টাইপ প্রেম ! ধ্যাত্তেরিকা টাইপ সংসার !
হেই ইউ প্রেমিক পুরুষ ! ইয়ো ! ;)






১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক! বুঝলাম শিরোনাম মারদাঙ্গা টাইপ কিন্তু ভেতরে কি থাকে? আসলে এভাবে লিখতে মজা লাগে!

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এ দেখি প্রেমিক পুরুষ চেয়ে বিজ্ঞাপন! B:-/

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বোকা! বোকা! বিজ্ঞাপন হবে কেন? সে আছে বলেই না তারে এমন হতে বলেছি!

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কত আবদার রে! চাওয়ার শেষ নেই! :P

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কইলাম তো কিছু আবদার ঝুলিয়ে রাখাও চাই !! হে হে হে

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২১

আর্ফ জামান সুজন বলেছেন: ওরে বাবালে!!!! ভাল হয়েছে। ভাল লেগেছে।

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! শুকরান! ভালো থাকবেন!

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

প্রামানিক বলেছেন: =p~

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দাদা কি হইছে?

৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬

মিরোরডডল বলেছেন: lekha ta anek sweet
anek ador ador

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০

লোনার বলেছেন: কিছু কথা একান্ত ব্যক্তিগত থাকাই তো ভালো, তাই না?

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওমা!! এটাতে এমন কি গোপনীয়তা আছে যে তা গোপন রাখতে হবে ভাই?

৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৮

জীবন সাগর বলেছেন: খুব ভালো লাগলো দাবী গুলো...
কবিতায় ++++++

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান ! ভালো থাকবেন!

৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৬

উম্মে সায়মা বলেছেন: ওরে আল্লাহ এতো চাওয়া?
সম্ভব না। এতকিছু একসাথে সম্ভব না =p~

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্যাআআআআ ইচ্ছে থাকলে হয়ত সম্ভব!!

১০| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: প্রেমিক পুরুষ আপনার পছন্দেরই হোক।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমীন!

১১| ১৫ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:৫৮

মলাসইলমুইনা বলেছেন: এতো কিছু যার মধ্যে থাকবে সেতো মহামানব বা ফেরেস্তা...! আপনাকে কোনো হেল্প করা যাচ্ছে না এই সার্চে I আমি মহামানবদের কাউকে চিনি না I আদার ব্যাপারী কি ভাবেই বা চিনি ? গুদ লাক !

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আরে দেখে মনে হচ্ছে অনেক কিছু আসলে এগুলো তো খুব ছোট্ট ব্যাপার!

১২| ১৩ ই জুন, ২০২৪ দুপুর ১২:৩৭

Annata বলেছেন: Interesting story, https://pokeroguegame.io/ thanks so much for sharing it

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.