![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> জার্মানী ৭ গোলে ব্রাজিল কে হারানোতে- সেভেন আপ উপাধি দেয়- টিনার লোকজন!
আহ্ কি নোংরামিটাই না করেছে তারা এবার এবং গত কয়েক বছর ধরে!
> টিনা এবার ৩ গোল খাওয়াতে তাদের থ্রি-পিস উপাধি দেয় জিলের লোকজন! আহা সেও কি নোংরামী!!
অথচ খ্যাপানো এক জিনিস আর নোংরামী আলাদা জিনিস!
>> টিনা/ জিলকে নিয়ে ট্রল্বাজী করে- উভয়পক্ষের লোকজন! এমন কি মারামারি, কাটাকাটি হয়!
তাও হয়- এই বাংলাদেশে! ওসব দেশে নয়! এত নোংরামী আর কেউ করে না!
কোন জার্মান ভক্ত নোংরামী করেছে- এই প্রমান কেউ দিতে পারবে না!
>>> আর কাল জার্মানী হেরে যাওয়াতে ট্রল্বাজীও করে টিন/ জিলের লোকজন!
এতদিন ধরে গায়ে জ্বলুনি ছিলো- কাল যেন জার্মানী হেরে গিয়ে তাদের- চুলাকনীর বাবা মলম লাগিয়ে দিয়েছে!
জার্মানী ভক্তদের এবং জার্মানদের আলাদা একটা বৈশিষ্ট আছে! এরা চিল মাইন্ডের!
এরা নোংরামী করে না! অভিনয় করে না! লাত্থালাত্থি করে না!
এদের পার্সোনালিটির সাথে টিন/ জিলার উগ্রামিপনা করা ভক্তদের যায় না-- কিছুতেই না!!
কাল অনেকেই জার্মানীদের অহংকারের কথা বলেছে--অথচ এই ৪ বছরে আমি তাদের অহংকার দেখিনি!
দেখিনি মুলারের কোন ক্লেইম! কাল কোরিয়াকে স্বাগত জানিয়েছে জার্মান!!
খেলাতে হার-জিত থাকবে! বিপরীত দলকে চ্যাতানো ও থাকবে! কিন্তু নোংরামী- সেটা কাম্য নয়!
জিল/ টিনার ভক্তদের সেই জ্ঞান এখনো হয়নি! আদৌও হবে কি না সন্দেহ আছে!
এর বাইরে আমাদের সংবাদপত্রের লিড নিউজে দেশের খবরের আগে ভিন্ন দেশের খেলার খবর লিড করে !
অথচ খোদ ব্রাজিলের পত্রিকায় খেলার পেজে তাদের নিউজ হয়েছে!
আমাদের দেশে- আমাদের দেশের ফুটবল নিয়ে চিন্তা ভাবনা নেই!
কিভাবে তাদের উন্নতি করা যায় সেই ভাবনা নেই! আছে ভিন্ন দেশ নিয়ে মাতামাতি/ হাতাহাতি!
অবাক হতে হয়!
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এ কি ছবি ভাই!!!
২| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ২:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাহ্!
রাগে তো ভুল মলম দিয়ে ফেলেছি!!
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা দুঃখে দিছেন!!
৩| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ২:৪২
পদ্মপুকুর বলেছেন: ভাই, আপনি কি কাউকে দেখেছেন যে রোবট বা মেশিনকে ভালোবাসে?
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যেমন?
৪| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৩:১০
নতুন বলেছেন: দেশে বিনেদনের অভাব... হতাশা তাই এই সব বিষয় পেলে সবাই ব্যস্ত হয়ে পরে।
বাড়াবাড়ি টা চোখে পড়ার মতন...
কথায় বলেনা --- নেই কাজ তো খই ভাজ...তাই আমরা এই সব জিনিস নিয়ে ব্যস্ত...
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই দেখছি! অথচ বিনোদন মানেই লিমিট ক্রস করা নয় ভাই! কিন্তু এরা বোঝে না!!
৫| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৬
সিগন্যাস বলেছেন: "নতুন" এর মন্তব্যের সাথে সহমত।আমাদের পর্যাপ্ত বিনোদন মাধ্যমের অভাব।তাই যা দেখি তাতেই ডুবে যায়।আজ যদি বাংলাদেশে ভয়ানক ভূমিকম্প হয় তাহলে সবাই বিশ্বকাপ ফেলে ভূমিকম্প নিয়ে ব্যস্ত হয়ে যাবে।আমাদের উপর আল্লাহর "গজব" নামক বস্তুটা পড়ুক
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এক্সাক্টলি তাই!!
৬| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন:
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইটা দিয়া কি বুঝিবো?
৭| ২৯ শে জুন, ২০১৮ ভোর ৫:৫২
গোধুলী বেলা বলেছেন: কথাগুল সুন্দর। আমিও তাই জানতাম জার্মানি সাপোর্টারস রা ভদ্র। কিন্তু ফেসবুক ফ্রেন্ড লিস্টের কয়েক জনের উগ্র আচরন দেখেতা এখন আর ভদ্র বলা দায় হয়ে পরছে।
আপনিও তো ব্রাজিল কে জিল আর আর্জেন্টিনা কে টিনা বানায় দিলেন। এইটা কোন ধরনের ভদ্রতা?
আপনার নাম ঈস্পিতা থেকে পতা/স্পিতা বানায় দিলে বেপারটা কেমন হয়ে গেলনা?
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৮ দুপুর ২:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের দেশের ফুটবল নিয়ে চিন্তা ভাবনা নেই!কিভাবে তাদের উন্নতি করা যায় সেই ভাবনা নেই! আছেভিন্ন দেশ নিয়ে মাতামাতি/ হাতাহাতি!


এসব লুলাদের ধরে থাপড়ানো দরকার!