নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কমেন্ট সমাচার ----- :P

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪১


"সহমত ভাই" আমি কমেন্ট করা শিখতে চাই...
কোনদিন কেউ যেন বলতে না পারে...
"একমত আপুর" কমেন্ট জ্ঞান নাই...
ও "সহমত ভাই" ... !
"একমত আপু" তোমায় কমেন্ট করা শেখাতে চাই...
কোনদিন কেউ যেন বলতে না পারে...
তোমার কোন কমেন্ট জ্ঞান নাই...
"একমত আপু" ...!
কমেন্ট করলে সবাই খুশি হয়...
বলুন সবাই "আমীন" ... !
" নাইচ, সুন্দর, সুইট " এসব ছেড়ে ...
বলুন সবাই " ইয়াম্মীন" ... !
গঠনমূলক কমেন্ট করে তুমি - " সেরা পাঠক সেরা পাঠক হবে" ...
লেখক তখন মহাখুশী হবে... তোমার কাছে কিছু রিকুয়েস্ট ও যাবে ... !
গঠনমূলক কমেন্টে সেরা যারা, লেখার আসল পাঠক তারা...
এ কথাটি কমেন্ট করে মনে রেখো তাই... !
" ও একমত আপু" ... !
" স্যালুট বলো, গুজব বলো" ... তোমায় ভালোবাসি...
সকাল বিকাল, " কপি করা যাবে", "শেয়ার দিলাম ভাই"..বলতে...
তাই তো ছুটে আসি... !
" ক্যামনে পারেন ভাই" , " আপনার থেকে এটা আশা করি নাই" ...
যেমন আছি সারাজীবন তেমন থাকতে চাই... !
"পাশে আছি" , " পাশে থাকবো" ... যাবো না ফেলে...
একটি মায়ের দুটি মেয়ে/ ছেলে...
দুনিয়ার লোক জানবে সবাই মোরা দুটি বোন ভাই...
" ও সহমত ভাই" ...
( বলে ফেলুন গানটি কি... ? ) ;)

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মগে পেয়ে টগার বাবার কথা মনে পড়ে গেলো। হা হা।।।। ভালো।।।।।


সবাই কেমন সহমতের রোবট হয়ে যাচ্ছে।।।
ঠিক বলছে ঠিক ঠিক এই বলে চেঁচামেচি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা তাই তো এদের নিয়ে গান গাইলাম ! শুকরান!

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মাস্টার সাব, আমি নাম দস্তখত শিখতে চাই,
কেউ যেন কোনদিন বলতে না পারে আমার কোন বিদ্যা নাই।" অশিক্ষিত চলচ্চিত্রের গান।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম ঠিক বলেছেন! শুকরান!

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়া!

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

মোঃ হোসাইন খাঁন বলেছেন:
মজা পাইছি ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা শুকরান!

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: বেশ মজার।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

তারেক ফাহিম বলেছেন: ও সহমত ভাই।
মজা পাইছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪

শায়মা বলেছেন: একমত আপুনি আমার কাছে শিখবা!!!!!!!! :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওকে শায়মা ভাই...

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ তো লিখেছেন! চমৎকার উপস্থাপনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়া!! আসলে মজা করেই লিখেছি...

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১

জুন বলেছেন: সহমত B-)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কমেন্ট করে পাশে থাকুন !!

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩

রাকু হাসান বলেছেন: দরকার ছিলো এমন কিছুর B-) ..দেখেন জুন আপু এখানেই সহমত মেরে দিয়েছে B-) =p~
কিছুটা হলেও যদি পরিবর্তন হই । :-B

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক!! ঠিক বলেছেন! পরিবর্তন নিজ থেকে শুরু করতে হয়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.