![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন সময়ে তোলা ছাদ বন্ধুদের ছবি ...
তৃষ্ণাত্ব কাক তার জন্য রেখে দেয়া পানি খেতে এসেছে...
আমি একে বলি রেইনবো প্রজাপতি
ভয়ে লুকিয়ে থাকা বিল্লি--
বাক বাকুম পায়রা
চাঁদ মামা
আর আমার ছাদ বাগানের গাছপালা...
এখন আছে লেবু, পাটশাক, মরিচ, শসা, ঢেঁড়স সহ আরো অনেক গাছ...
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আচ্ছা দিমুনে-----!
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: সব থেকে ভালো লেগেছে, পাখিদের জন্য ছাদে পানি রাখাটা। স্যালুট আপনাকে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমি প্রতিদিন এই পাত্রে পানি রেখে দেই এদের জন্য---! শুকরান!
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন:
নেন, আমিই দিলাম
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি না কমেন্টে পিকচার দিতে পারি না নইলে দিতাম!!
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
স্রাঞ্জি সে বলেছেন:
সব ছবিই প্রশংসনীয়। কিন্তু একটা কথা, ছবিগুলো আরো সুন্দর হলে ভাল হত।
কিছু ছবির জন্য ++++
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক তাই! তবে সামুতে ছবি দিতে আসএল মাথা গরম হয়ে যায়, লোড নিতে সময় লাগে বলে আবার কিছু উলটাপালটা হয় নিজের কারনে মানে যেটা দিতে চেয়েছি সেটা না দিয়ে অন্যটা এসে যায়-- সেই গোলমালে কয়েকবার এডিট করতে হয়েছে এরপর ও -- ! যাক গা! আমার অনেক ছবি ব্লগ আছে দেখে নিয়েন আশা করছি মুগ্ধ হবেন!
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম ছাদ আর গাছপালা থাকলে ভাল সময় কাটে...
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এখানে আসলে মন ও ভালো হয়!!!
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার পাকা হাতের তোলা
ছবিগুলোর জন্য্ আপনাকে
অসংখ্য ধন্যবাদ
সবই কি আপনার ছাদে আছে?
পেয়ারাটা দারুন আকর্ষিত করে!
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জি ভাইয়া সব আমার ছাদ বাগানের! ধন্যবাদ! আর পেয়ারাটা কিন্তু থাই পেয়ারা!
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০
আখেনাটেন বলেছেন: ছাদের উপর গাছপালা দেখলে ভালো লাগে।
সুন্দর বাগান বানিয়েছেন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমার মন ভালো করার জায়গা এটা!!
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,
ছাদবন্ধুরা মোটামুটি হলেও ছাদবাগানের বন্ধু গাছপালারা বেশ সুন্দর । বিশেষ করে কুমড়া ফুলের ছবি দু'টো দারুন ।
আর একটি বিশেষ আছে অবশ্য - তা হলো "হাতের অঙ্গুঠি" ফুল ....
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক ওটা শসা ফুল ! আর অঙ্গুঠির ফুল আমার খুব পছন্দের মানে ঘাস ফুল আমার জান!! ইচ্ছে করে বিছানা বানাই!
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
ইব্রাহীম আই কে বলেছেন: ছাদের বাগানটা অনেক সুন্দর হইসে, কিন্তু ছবিগুলো আরো ভালো হতে পারত।
যদিও আমি ছবি ভালো তুলতে পারিনা
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু আসলে হুটহাট তুলি তো তাই কিছু ছবি এমন হয়ে যায় আবার যা দিতে চেয়েছি তা না দিয়ে অন্যটা এসে গেছে
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭
সনেট কবি বলেছেন: সুন্দর+
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান ভাইয়া!!
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান ভাইয়া!!
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
লায়নহার্ট বলেছেন: {অসহায় বিড়াল}
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কঁচি ঢেড়শ !!
আহ্বান জানাচ্ছে
কাাচা খাবার জন্য।
শৈশবে অনেক খেয়েছি !!
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম হইছি, চা দেন