![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা শুন্য।যার বসবাস চতুর্মাত্রিক জগতে।যার শুরু শুন্য থেকে,শেষ শুন্যে।ঠ
রাস্তার সেই নির্জন মোড়ে বিষাক্ত বাতাসে গল্পের ডানাগুলো নীল হয়ে গেছে।ঝরে পড়েছে ঝুল বারান্দায় বাদুরের মতো ঝুলে থাকা শেষ বিকেলটাও।সময় বেঁধেছে নতুন বসতি।নতুন উদ্যামে উড়ছে ঘূর্নিময় তারুন্যের পতাকা।
প্রতি সন্ধার প্রদিপ নিভে যায়,অভিশপ্ত প্রেতের ফুৎকারে।নরম বালিশের নিচে ডুকরে কেঁদে উঠে,রাতে নিঃস্তব্দতা।চা'য়ের লিকারে গরম খবর মিশিয়ে আর আড্ডা জমে না বকুল মামার দোকানটাতে।
ভোঁতা সুচের আঘাতে ফুসফুসের অ্যালভিওলাসগুলো বেলুনের মতো ফুটে ফুটে দীর্ঘশ্বাস ছাড়ে।আঙ্গুলের ফাঁকে ম্রিয়মান সূর্য মাথা নুইয়ে প্রনাম করে অন্ধকারের কুৎসিত পা'য়ে। হিংস্র নেকড়ের দল বিষাক্ত দাঁতের ফলা দিয়ে চষে বেড়ায় নরম মাংসের স্বাদ।শান্তিকামী শামুকের দল মিছিল করে মস্তকহীন পাখিদের আত্মহুতির কষ্টে।ক্ষুদার্থ পিপড়ারা ফেরোমন ছড়িয়ে দেয়,চিঠির নীল খামে ভরে।
মেঘাদ্রীকা,আলমারীর শেলফের তলায় লুকিয়ে রাখা আলাদীনের প্রদিপ যেদিন তুমি বের করবে,বিষন্ন টেলিগ্রাম তারের উপর বসে থাকা একা পাখিটাও সেদিন চমকে চোঁখের জল ফেলবে,ভেজাবে তোঁষকের নিচে ফেলে রাখা অনুভূতির পান্ডুলিপিকে।
০২ রা জুন, ২০১৬ রাত ১০:১৯
ঈশান আহম্মেদ বলেছেন: অনেক ধন্যবাদ অমি ভাই।
২| ০২ রা জুন, ২০১৬ রাত ৯:৫২
গেম চেঞ্জার বলেছেন: অনুভূতির দারুণ প্রকাশ!!
০২ রা জুন, ২০১৬ রাত ১০:২০
ঈশান আহম্মেদ বলেছেন: অনেক ধন্যবাদ গেমু ভাই। ভালো থাকবেন।
৩| ০২ রা জুন, ২০১৬ রাত ১০:০৪
সাহসী সন্তান বলেছেন: অনুভূতির প্রকাশ খুব সুন্দর হয়েছে। পোস্টটার মধ্যে কবিতার মত একটা আবহ বিরাজ করছে, যেটা পোস্ট পাঠে আরো বেশি সহযোগীতা করছে। তবে আমার মতে, এটা যদি কবিতার মত করে পোস্ট করতেন তাহলে বোধ হয় আরো ভাল হতো।
কিন্তু তার পরেও ভাল লেগেছে! আপনার লেখার হাত বেশ ভাল। লিখতে থাকুন এভাবেই আপনার অনুভূতি গুলো। আমরাও মনযোগ দিয়ে পড়বো!
০২ রা জুন, ২০১৬ রাত ১০:২৫
ঈশান আহম্মেদ বলেছেন: প্রথমের আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার ভালো লেগেছে তাতে আমি ধন্য।আমি কনফিইজে আছি যে এটা কবিতা না এমনি অনুভূতির প্রকাশ। আর দোয়া করবেন যেন আপনাদের মতো লিখতে পারি।
৪| ০২ রা জুন, ২০১৬ রাত ১০:৫৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: রুপক বেশ!
০৩ রা জুন, ২০১৬ ভোর ৫:৫৯
ঈশান আহম্মেদ বলেছেন: অনেক ধন্যবাদ শঙ্কুভাই। ভালো থাকবেন চিরন্তন।
৫| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:০৯
পুলহ বলেছেন: আমার কাছে দুর্বোধ্য লেগেছে খানিকটা। তবে কিছু কিছু রূপক খুব চমৎকার (বাদুড়ের মত ঝুলে থাকা বিকেল, এলভিওলাসগুলো ফুটে যাওয়া, নেকড়ের হিংস্রতা কিংবা অভিশপ্ত প্রেতের ফুতকারে নিভে যাওয়া সন্ধ্যাপ্রদীপ..... খুব চমৎকার প্রকাশ
শুভকামনা লেখক! ভালো থাকবেন
০৩ রা জুন, ২০১৬ ভোর ৬:০৩
ঈশান আহম্মেদ বলেছেন: পুলহভাই,আপনার মন্তব্য বরাবরই চমৎকার হয়। প্রথমেই ধন্যবাদ জানাই আপনার চমৎকার মন্তব্যের।
এতো সহজ লেখাটাও আপনার কাছে দুর্বধ্য লেগেছে?বলেন কি? রুপক গুলা আপনার ভালো লেগেছে বলে ভালো লাগছে। আপনিও ভালো থাকবেন চিরন্তন।
৬| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৫১
মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন: খুব উৎসাহ নিয়ে পড়লাম,ভাষাটা দারুন লেগেছে ,শুভ কামনা
০৪ ঠা জুন, ২০১৬ ভোর ৫:১৮
ঈশান আহম্মেদ বলেছেন: অনেক ধন্যবাদ ফারুক ভাই।ভালো থাকবেন।
৭| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:০৪
আহলান বলেছেন: সাহিত্য এমনই হয় ...!
০৪ ঠা জুন, ২০১৬ ভোর ৫:২০
ঈশান আহম্মেদ বলেছেন: অনেক ধন্যবাদ অহলান ভাই। ভালো থাকবেন চিরন্তন।
৮| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২২
শামছুল ইসলাম বলেছেন: মন খারাপ করে দেওয়া কবিতা।
বকুল মামার দোকানের আড্ডার মতো অনেক আড্ডার কথা মনে পড়ছেঃ
//প্রতি সন্ধার প্রদিপ নিভে যায়,অভিশপ্ত প্রেতের ফুৎকারে।নরম বালিশের নিচে ডুকরে কেঁদে উঠে,রাতে নিঃস্তব্দতা।চা'য়ের লিকারে গরম খবর মিশিয়ে আর আড্ডা জমে না বকুল মামার দোকানটাতে।//
পুলহ ভাইয়ের মত আমিও বলতে চাই, অনেক কিছুই বুঝিনি, যেটুকু বুঝেছি, খুব ভাল লেগেছে।
কাব্যিক একটা ভাব মনটাকে আচ্ছন্ন করেছে।
ভাল থাকুন কবি। সবসময়।
০৪ ঠা জুন, ২০১৬ ভোর ৫:২৪
ঈশান আহম্মেদ বলেছেন: আপনার মন খারাপ করে দিছে?তাহলে আমি সার্থক।আমার আবার মানুষের মন খারাপ করতে ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য।বোঝেন নি বলে খারাপ লাগলে।খুব কঠিন তো না। ভালো থাকবেন অল টাইম।
৯| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৫১
বিজন রয় বলেছেন: কবিতা পড়লে যেমন আগে হয় এই লেখাটি পড়ে তেমন হলো আমার।
অনেক ভাললাগা।
++++
০৪ ঠা জুন, ২০১৬ ভোর ৫:২৭
ঈশান আহম্মেদ বলেছেন: তাই নাকি?তাহলে কি পোস্টটা ইডিট করে কবিতা বানিয়ে ফেলবো?
অল্প কথা চমৎকার বলেছেন।অনেক ধন্যবাদ আপনাকে।শুভ কামনা।ভালো থাকবেন চিরন্তন।
১০| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:১৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
খুব চমৎকার লেগেছে।
হাত খুলে, মন খুলে লিখে গেছেন একেবারে। এভাবেই লিখতে হয়।
কোন নিয়মে আবদ্ধ করে লিখা হয় না। শুভকামনা আপনাকে......।
০৫ ই জুন, ২০১৬ ভোর ৫:২৮
ঈশান আহম্মেদ বলেছেন: হ্যা,ঠিক বলেছেন ভাই। কোন নিয়মে আবদ্ধ করে লিখা হয় না।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।দোয়া করবেন যেন আপনাদের মতো লিখতে পারি।ভালো থাকবেন চিরন্তন।
১১| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:০৮
কালনী নদী বলেছেন: অসাধারণ অনুভুতি লিপি! অসংখ্য ভালো লাগা জানবেন কবি।
০৮ ই জুন, ২০১৬ রাত ৩:০৪
ঈশান আহম্মেদ বলেছেন: আমি কবি না ভাইয়া।প্লিজ কবি কইয়া লজ্জা দিয়েন না।
অনেক অনেক ধন্যবাদ।ভালা লাগা জানলাম।ভালো থাকবেন।শুভ কামনা।
১২| ০৭ ই জুন, ২০১৬ রাত ৯:৪৭
জেন রসি বলেছেন: চমৎকার হয়েছে।
++
০৮ ই জুন, ২০১৬ রাত ৩:০৬
ঈশান আহম্মেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জেন রসি ভাইয়া।ভালো থাকবেন।শুভ কামনা।
১৩| ০৯ ই জুন, ২০১৬ সকাল ৯:০১
নীলপরি বলেছেন: মেঘাদ্রীকা,আলমারীর শেলফের তলায় লুকিয়ে রাখা আলাদীনের প্রদিপ যেদিন তুমি বের করবে,বিষন্ন টেলিগ্রাম তারের উপর বসে থাকা একা পাখিটাও সেদিন চমকে চোঁখের জল ফেলবে,ভেজাবে তোঁষকের নিচে ফেলে রাখা অনুভূতির পান্ডুলিপিকে।
অপূর্ব লাগলো অনুভূতির উপস্থাপনা । ++
১০ ই জুন, ২০১৬ সকাল ৭:৪০
ঈশান আহম্মেদ বলেছেন: চমৎকার মন্তব্য ও প্লাচের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।ভালো থাকবেন।শুভ কামনা।
১৪| ১১ ই জুন, ২০১৬ দুপুর ২:০৪
শায়মা বলেছেন: মেঘাদ্রীকা,আলমারীর শেলফের তলায় লুকিয়ে রাখা আলাদীনের প্রদিপ যেদিন তুমি বের করবে,বিষন্ন টেলিগ্রাম তারের উপর বসে থাকা একা পাখিটাও সেদিন চমকে চোঁখের জল ফেলবে,ভেজাবে তোঁষকের নিচে ফেলে রাখা অনুভূতির পান্ডুলিপিকে।
আলাদীনের যাদু প্রদীপে মেঘাদ্রিকার হাতের পরশে ঘুম ভেঙ্গে জেগে উঠুক একশো মানিক জ্বলা রাত্রী। আকাশ থেকে নামুক অঝর তারারা। সে তারায় ভেসে যাক ডুবে যাক দিগবিদিগ! অনুভুতির পান্ডুলিপিরা হয়ে যায় ভালোবাসার কবিতার বই!
১২ ই জুন, ২০১৬ রাত ৮:০৫
ঈশান আহম্মেদ বলেছেন: হা হা হা... চমৎকার বলেছেন।আমি যে কেন আপনার মত পারি না।
সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু স্পেশালী আপনার কবিতার জন্য।আমার ব্লগে স্বাগতম।ভালো থাকুন চিরন্তন।
ভালোবাসার কবিতার বইগুলো জেগে থাকুক বিনিদ্র রজনী প্রেমিকার ঘুম জড়ানো চোঁখে,ঠোটে,মুখে গালে।
১৫| ১২ ই জুন, ২০১৬ রাত ৮:২৮
শায়মা বলেছেন:
১৮ ই জুন, ২০১৬ রাত ৩:৫৭
ঈশান আহম্মেদ বলেছেন:
১৬| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:৩২
শায়মা বলেছেন: আরও কিছু কাব্য লেখো ভাইয়া !
আমরা পড়ি!!!!!!!
১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:১৯
ঈশান আহম্মেদ বলেছেন: আচ্ছা আপু,দেখি।সময় করে লেখা যায় কি না।
১৭| ১৯ শে জুন, ২০১৬ রাত ২:৩৪
ব্লগ সার্চম্যান বলেছেন: বেশ ভালো লাগল ।
১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:২১
ঈশান আহম্মেদ বলেছেন: ধন্যবাদ সার্চম্যান ভাইয়া।ভালো থাকবেন।শুভ কামনা।
১৮| ২৪ শে জুন, ২০১৬ রাত ১১:২৮
উদাসী স্বপ্ন বলেছেন: অদ্ভু সব ফ্যান্টাসীর অনুরনন
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৬ রাত ৯:২৩
অমিত অমি বলেছেন: বেশ!