নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেম আমার রব, সে-ই আমার সব।

ধর্ম আমার প্রেম, প্রেম আমার ধর্ম।

ইভা_110

প্রেম আমার রব, সে-ই আমার সব।ধর্ম আমার প্রেম, প্রেম আমার ধর্ম।

ইভা_110 › বিস্তারিত পোস্টঃ

সিরিয়া উপকূলে রাশিয়ার গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১

সিরিয়ার উপকূলে রাশিয়া তার সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে। বলা হচ্ছে- ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরের মধ্যবর্তী অঞ্চলে গত কয়েক দশকের মধ্যে এত বড় সামরিক মহড়া আর হয়নি।



সিরিয়াতে যখন প্রচণ্ড সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চলছে তখন দামেস্কের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এ মহড়া শুরুর করল।



২০১৩ সালের যুদ্ধ প্রশিক্ষণ পরিকল্পনার পাশাপাশি রাশিয়ার সামুদ্রিক অভিযানের সময় দূরবর্তী বিভিন্ন নৌবহরে কম্পিউটার সিস্টেমের কার্যকারিতা যাচাই করাও এ মহড়ার অন্যতম প্রধান উদ্দেশ্য।



আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত মহড়া চলবে এবং এতে এন্টি-সাবমেরিন যুদ্ধ মিশন, ক্ষেপণাস্ত্র এবং গোলা বর্ষণসহ ৬০টির বেশি মহড়া অনুষ্ঠিত হবে।



রাশিয়ার কৃষ্ণসাগর, উত্তর ও বাল্টিক নৌবহর, কৌশলগত বোমারু, ট্যাক্টিক্যাল বিমান, বিমান প্রতিরক্ষা ইউনিট, প্যারাট্রুপার এবং নৌপদাতিক বাহিনী এ মহড়ায় অংশ নিচ্ছে। কিছু মহড়া ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হবে। এ এলাকা সিরিয়ার একেবারেই কাছাকাছি।



সিরিয়ায় ততপর বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা যখন দামেস্ক সরকারের বিরুদ্ধে সহিংসতা বাড়িয়ে দিয়েছে তখন এ মহড়া অনুষ্ঠিত হওয়ায় এর বিশেষ তাতপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে। মহড়ায় চারটি বিশাল ল্যান্ডিং শিপ এবং বহুসংখ্যক সাহায্যকারী জাহাজ রয়েছে। এগুলোর সাহায্যে রুশ সেনা ও এস্কর্ট মিশনের যান সমুদ্র উপকূলে সহজেই নামতে পারবে।

Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪

যান্ত্রিক দৃক বলেছেন: তাতে আপনার কি? আপনে ধর্ম চর্চা করেন!!!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২

ইভা_110 বলেছেন: মহাশয় ! আমার কি সেটা আমি বুঝি । কিন্তু আপনি বেহায়ার মত এভাবে কৈফিয়াত নেয়ার কে ? আপনি কার ভাড়া খাটেন । এত অসভ্য কেন ?
এখানে স্বাধীন অভিমত ব্যক্ত + নিজেস্ব চিন্তার আলোকে মত বিনিময়ের স্থান তাই প্রত্যেকেই নিজের ভাল লাগার বিষয়টি এখানে উপস্থাপন করতে পারে। আপনার কোন সমস্যা ?!!!!!

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০

যান্ত্রিক দৃক বলেছেন: "এখানে স্বাধীন অভিমত ব্যক্ত + নিজেস্ব চিন্তার আলোকে মত বিনিময়ের স্থান" আপু এইখানে কোন স্বাধীন অভিমত ব্যক্ত করেন নাই, শুধুই এক ঘরের খবর আরেক ঘরে নিয়ে গেসেন। কোন সমস্যা নাই!!!! আপনি চালাইয়া যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.