| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইভা_110
প্রেম আমার রব, সে-ই আমার সব।ধর্ম আমার প্রেম, প্রেম আমার ধর্ম।
সিরিয়ার উপকূলে রাশিয়া তার সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে। বলা হচ্ছে- ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরের মধ্যবর্তী অঞ্চলে গত কয়েক দশকের মধ্যে এত বড় সামরিক মহড়া আর হয়নি।
সিরিয়াতে যখন প্রচণ্ড সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চলছে তখন দামেস্কের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এ মহড়া শুরুর করল।
২০১৩ সালের যুদ্ধ প্রশিক্ষণ পরিকল্পনার পাশাপাশি রাশিয়ার সামুদ্রিক অভিযানের সময় দূরবর্তী বিভিন্ন নৌবহরে কম্পিউটার সিস্টেমের কার্যকারিতা যাচাই করাও এ মহড়ার অন্যতম প্রধান উদ্দেশ্য।
আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত মহড়া চলবে এবং এতে এন্টি-সাবমেরিন যুদ্ধ মিশন, ক্ষেপণাস্ত্র এবং গোলা বর্ষণসহ ৬০টির বেশি মহড়া অনুষ্ঠিত হবে।
রাশিয়ার কৃষ্ণসাগর, উত্তর ও বাল্টিক নৌবহর, কৌশলগত বোমারু, ট্যাক্টিক্যাল বিমান, বিমান প্রতিরক্ষা ইউনিট, প্যারাট্রুপার এবং নৌপদাতিক বাহিনী এ মহড়ায় অংশ নিচ্ছে। কিছু মহড়া ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হবে। এ এলাকা সিরিয়ার একেবারেই কাছাকাছি।
সিরিয়ায় ততপর বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা যখন দামেস্ক সরকারের বিরুদ্ধে সহিংসতা বাড়িয়ে দিয়েছে তখন এ মহড়া অনুষ্ঠিত হওয়ায় এর বিশেষ তাতপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে। মহড়ায় চারটি বিশাল ল্যান্ডিং শিপ এবং বহুসংখ্যক সাহায্যকারী জাহাজ রয়েছে। এগুলোর সাহায্যে রুশ সেনা ও এস্কর্ট মিশনের যান সমুদ্র উপকূলে সহজেই নামতে পারবে।
Click This Link
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২
ইভা_110 বলেছেন: মহাশয় ! আমার কি সেটা আমি বুঝি । কিন্তু আপনি বেহায়ার মত এভাবে কৈফিয়াত নেয়ার কে ? আপনি কার ভাড়া খাটেন । এত অসভ্য কেন ?
এখানে স্বাধীন অভিমত ব্যক্ত + নিজেস্ব চিন্তার আলোকে মত বিনিময়ের স্থান তাই প্রত্যেকেই নিজের ভাল লাগার বিষয়টি এখানে উপস্থাপন করতে পারে। আপনার কোন সমস্যা ?!!!!!
২|
২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০
যান্ত্রিক দৃক বলেছেন: "এখানে স্বাধীন অভিমত ব্যক্ত + নিজেস্ব চিন্তার আলোকে মত বিনিময়ের স্থান" আপু এইখানে কোন স্বাধীন অভিমত ব্যক্ত করেন নাই, শুধুই এক ঘরের খবর আরেক ঘরে নিয়ে গেসেন। কোন সমস্যা নাই!!!! আপনি চালাইয়া যান।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪
যান্ত্রিক দৃক বলেছেন: তাতে আপনার কি? আপনে ধর্ম চর্চা করেন!!!