![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
আরও কিছু বৃক্ষ নতজানু হয়ে দেখুক- তাদের শিকড়েই পোতা আছে
শহীদ মুক্তিযোদ্ধার খুলি । আরও কিছু চাঁদ অবনত হয়ে নেমে আসুক
মাটিতে। এবং দেখুক তার চাইতে কোনো অংশেই কম উজ্জ্বল নয়,
বীরাঙ্গনা প্রিয়ভাষিনীর হাসি। আরও দেখুক এই প্রতিবেশী নদী-
যার বক্ষে একদিন ভেসেছিল লাখো শিশু- তরুণ- বৃদ্ধ মানুষের লাশ।
আরও কিছু পাতা ঢেকে দিক আমাদের জাতীয় কলংক। যে আমরা,
এতোদিন আলবদরের বিচার করতে পারিনি- যে আমরা ভোট দিয়ে
ক্ষমতায় বসিয়েছিলাম চিহ্নিত রাজাকার- আর তাদের গাড়ীতেই
উড়িয়ে দিয়েছিলাম লাল সবুজের গর্বিত পতাকা, সেই আমাদেরই
কলংক মোচনে এগিয়ে আসুক আরও একটি সর্বগ্রাসী বন্যা- মহামারি।
আরও কিছু পলিমাটি আমাদের পাঁজর স্পর্শ করুক। আরও কিছু কলম
শির উঁচু করে লিখুক- এই দেশ রাজাকারের তালুক নয়,
এই দেশ মুক্তিযোদ্ধার
এইদেশ মুক্তিযোদ্ধার
এ ই দে শ মুক্তিযোদ্ধার ॥
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০
প্রোফেসর শঙ্কু বলেছেন: এই দেশ মুক্তিযোদ্ধার
এইদেশ মুক্তিযোদ্ধার
এ ই দে শ মুক্তিযোদ্ধার।।
সব সময়।