![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
মাঝে মাঝে খুব ইচ্ছে হয়,পাশাপাশি রাখি ক্লাউন ও করাত।স'মিলের দাঁত
দিয়ে কাটা কাঠখণ্ডের মতো ক্লাউন গুলোও হোক খণ্ড-বিখণ্ড।দন্ডপ্রাপ্ত বৃক্ষ
ও প্রশাখাগুলো আবার দেখুক মুক্তির আলো। নিভিয়ে দেয়া নিয়ন বাতিগুলো
আবার জ্বলে উঠুক।লেদ মেশিনেই নির্ণিত হোক লোহার ভাগ্য। লৌহমানব-
লৌহমানবীরা, সমাবায়ী হাত তুলে দখল নিতে থাকুক এই অনাবাদী ভূমির।
শিশুদেরকে পতিত জমিগল্প শোনাবো বলে আমরা যারা লিখতে বসেছিলাম,
থেমে যাক তাদের কলমও। কম তো লেখা হয় নি!কম হয় নি, গল্প বলাও।
এবার শুরু হোক মেঘের মিসাইল প্রক্ষেপণ। তা না হলে আমরা যে ক্রমশঃ
ভুলে যাবো যুদ্ধের কৌশল।
॥ নিউইয়র্ক / ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ॥
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১
বোধহীন স্বপ্ন বলেছেন: এবার শুরু হোক মেঘের মিসাইল প্রক্ষেপণ। তা না হলে আমরা যে ক্রমশঃ
ভুলে যাবো যুদ্ধের কৌশল। ++++
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বোধহীন স্বপ্ন বলেছেন: এবার শুরু হোক মেঘের মিসাইল প্রক্ষেপণ। তা না হলে আমরা যে ক্রমশঃ
ভুলে যাবো যুদ্ধের কৌশল। ++++
৪| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৯:৫১
এহসান সাবির বলেছেন: নিভিয়ে দেয়া নিয়ন বাতিগুলো
আবার জ্বলে উঠুক।লেদ মেশিনেই নির্ণিত হোক লোহার ভাগ্য। লৌহমানব-
লৌহমানবীরা, সমাবায়ী হাত তুলে দখল নিতে থাকুক এই অনাবাদী ভূমির।
+++
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +