![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
তুমি অনেক কিছুই ব্যাখ্যা করতে পারো।'জল'কে কেউ কেউ কেন 'পানি' বলে,
'গোরস্থান' কে 'কবরস্থান'- কিংবা 'খোদা হাফেজ'কে 'আল্লাহ হাফেজ'।কেন কেউ
কেউ মাঝে মাঝে 'তস্কর' কে 'লস্কর' বানিয়ে বাজারে সেরে নিতে পারে মামুলি বেচাকেনা।'বাতাসা' খেতে গিয়ে যারা 'বাতাস' খেয়ে তৃপ্ত হয়ে নগরে ফিরেছিল
আমি তাদের গন্তব্য চিনি। জানি কীভাবে তারা সেরে নিয়েছে মাটির সাথে শেষ
মোলাকাত।কাদায় পা ডুবে যেতে পারে-এই ভয়ে যারা কাঁধে তুলে নিয়েছে পা,
আমি তাদেরকে প্রতিবন্ধী বলতেই পারি।অথবা পাঠশালায় গিয়েও যারা পড়েনি
চন্দ্র-সূর্যের জন্মইতিহাস, তাদেরকে বলতেই পারি অন্ধ। আমি তোমাকে আপাতত:
'ব্যাখ্যক' হিসেবেই অভিহিত করতে চাই।কারণ এ পেশায় আমাদের কিছু সুদক্ষ তালিবাজ প্রয়োজন।
॥ নিউইয়র্ক / ৮ এপ্রিল ২০১৪ ॥
২| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪
আনোয়ার কামাল বলেছেন: ভালো লাগলো পোষ্টটি।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
উদাস কিশোর বলেছেন: বেশ লাগলো