![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
ক্ষমা করে দিও রে ও প্রাণনাথ-বিনয় করি
তুমি আমায় ভুলে গেছ, আমি কেমনে পাশরি।
১।
মেঘের সাথে সূর্য যেমন করে লুকোচুরি
ফুলের গর্ব ভ্রমর জানি, যখন আসে ফিরি।
২।
কী যাতনায় রাতের তারা করে আহাজারি
বৃক্ষ জানে সেই বেদনা- সবুজ পাতায় ধরি।
৩।
কথা ছিল সাধনপুরে গাইবো নামের সারি
হলো না যে ভজন কীর্তন-হলো শুধু দেরী।
৪।
মাটির বুকে মিশবে দেহ থামবে বাহাদুরি
ফকির ইলিয়াস আর করবে না ভবের দোকানদারি।
২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৪
আমিনুর রহমান বলেছেন:
বেশ ! ভালো হয়েছে !!
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩
এহসান সাবির বলেছেন: বেশ।