![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
বাঁকপ্রহরী [] ফকির ইলিয়াস
...........................................................
দাঁড়িয়েছো নিঝুম ! যেখানে দাঁড়িয়ে ছিলে
ঠিক সেখানেই থাকো । সেতু পার হয়ে আমি
আসছি,তোমাকে জড়িয়ে দেবো রোদের
রেশমে,বিনীত দুপুরের নদীতে ভাসিয়ে সব
খুচরো স্মৃতিপরাগ।
দাঁড়িয়েছো নিঝুম ! আমি ও একদিন ছিলাম
এই বাঁকের প্রহরী । রাতের পর রাত,শুধুই
চেয়ে চেয়ে দেখতাম নৌকোদের চলাচল।বাতি
জ্বালিয়ে ঢেউগুলোর বিনম্র প্রস্থান।
আবার দেখা হবে। দেখা হতেই হয়। কারণ ঋতু
এবং রতি- ই চক্রবাকে, মানুষের নমস্য প্রলয় ।
@
২| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল।
মুগ্ধ ভাল লাগা।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২১
নজসু বলেছেন: সত্যি কবি পৃথিবী তো গোলাকার।
দেখা হবেই হবে।
কবিতায় মুগ্ধতা।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৯
স্রাঞ্জি সে বলেছেন:
ছবিটা দারুণ দেখাচ্ছে। এটা কি আপনার আঁকা। নাকি কোথাও কুড়িয়ে পাওয়া।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩
সাগর শরীফ বলেছেন: ভাল লাগল।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১
সেজুতি_শিপু বলেছেন: ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫০
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আপনার কবিতা পড়ে দিন শুরু করলাম।