![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রলাপ
ফজলুল মিরাজ
প্রলাপ শব্দটির অভিধানিক অর্থ 'অর্থহীন কথা' বা অর্থহীন উক্তি , মিথ্যা বা ছলনা। তবে এ শব্দটি খুবই কম সময় একা একা আসে । যেমন পাগলের প্রলাপ , যিনি প্রলাপ বলেন তিনি একটি উপাদি পেয়ে যান। অন্যভাবে বলা যায় উপাদি প্রাপ্তরাই শব্দটির পূর্ণ দখল নিয়ে নিয়েছেন। নশ্বর মানব জীবনের সব কিছুই যে অর্থপুর্ন হতেই হবে তা যেমন প্রলাপ । আবার ঠিক তেমনি কারো কারো যুক্তিপূর্ণ কথা অন্যের কাছে প্রলাপ।
জীবনের সব কিছুতে অর্থ থাকতেই হবে তা যেমন সত্য নয় , তেমনি অনর্থক কাজ করা ও ঠিক নয় । ভাললাগা ক্ষনের জন্যই আমরা অর্থ এবং সময় ব্যায় করি । আবার ভাললাগা ক্ষণটাই অর্থপুর্ন । জীবনের অলংকার বলে যদি কিছু থাকে তা কি? ভাল চরিত্র , আনন্দময় বন্ধুবৎসল জীবন, অথবা অন্য কিছু যা আপনাকে সুখি করে ।
একজন লোকের প্রবাসে বসে দেশচিন্তা অনেকের কাছে প্রলাপ হতে পারে। সেই লোকটা বিখ্যাত কেউ হলে তিনি বেঁচে যান। কিন্তু আমার মত অখ্যাত দিন মজুর হলে তো কথাই নেই , সেটি উপাদি সহ প্রলাপ। উপাদি সহ কিছু প্রলাপই আমার আজকের আলোচ্য বিষয় । আমরা একটি কথা বলি যুগোপযোগী পদক্ষেপ । সেটা কি ? আজকে বসে চিন্তা করা ২০-৫০ বছর পরে বিশ্ব কোথায় যাবে। দেশ কোথায় যাবে। তার থেকে ভালো অবস্থানে যাবার জন্য আজ কি পদক্ষেপ নেয়া উচিত। তার জন্য উপদেষ্টারা বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেন। তাঁহাদের প্রতিভা বা যোগ্যতা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই । তাহারা রাষ্ট্রের ভালোর জন্যই কাজ করেন।
আমার আজকের প্রলাপ আমার একান্ত ব্যক্তিগত চিন্তা । আমি মনে করি এ পদক্ষেপ গুলো এখনই গ্রহন করলে যুগ যুগান্তর জাতি উপকৃত হবে।
প্রলাপ-১ ঃ গনতন্ত্রে না ভোটের শক্তিশালী বিধান - ব্যলটে না ভোটের বিধান। যদি বিজয়ী প্রার্থির ভোটের চেয়ে না ভোট বেশি হয় তবে উক্ত আসনে পুননির্বাচন । যাহারা উক্ত নির্বাচনে প্রার্থি ছিলেন তাহারা পুননির্বাচনে প্রার্থি হতে পারবেন না । নতুন প্রার্থি নিয়ে নতুন নির্বাচন। এতে জনগন অন্তত রাজনৈতিক দল গুলোর ইচ্ছে মত প্রার্থি বাছাইয়ের জবাব দিতে পারবে। রাজনৈতিক দলগুলো ও প্রার্থি বাছাইয়ে সচেতন হবে। এবং একদলীয় নির্বাচনে জনগনের জবাব দেবার সুযোগ থাকবে।
প্রলাপ-২ ঃ তথ্য প্রযুক্তিতে বিনিয়োগ - ন্যাশনাল ডাটা বেইসের আওতায় প্রত্যেক নাগরিককে অন্তভুক্তি । তাদের যোগ্যতা , শিক্ষা , চিকিৎসা , সম্পদ বিবরণী সহ , বেকার সনাক্ত করন। প্রত্যেক সরকারি অপিস এ ডাটা বেইস ব্যাবহার করে সিদ্ধান্ত নিতে পারবে। ডাটা বেইস পরিবর্তন , পরিমার্জন , পরিশোধন এক মাত্র তথ্য মন্ত্রনালয়ের থাকবে। এবং সরকারি পদস্থ কর্মকর্তারা পরিবর্তনের সুপারিশ করতে পারবেন, সমাজের উচ্চ পদস্থ লোকদের সুপারিশ করার এখতিয়ার দেয়া যেতে পারে। তেমনি বেকার দের সেচ্ছাসেবক মুলক কাজে বাধ্যতামুলক অংশগ্রহন , পরে যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে চাকুরি এবং বিদেশ যাত্রার সুযোগ প্রদান করা যেতে পারে। ঠিক তেমনি কেউ যদি দেশের সম্পদ ভাংচুর করে তার ভিডিও ফুটেজ পাওয়া যায় তা তার প্রোপাইলে অন্তভুক্তি এবং তার ক্ষতি পুরন দেয়া পর্যন্ত তাকে সেভাবে চাপে রাখা। তার সম্পদ থেকে তা আদায় করা বা তাকে সেচ্ছাস্রমে সে অর্থ আদায় করা।
প্রলাপ- ৩ ঃ জনসংখ্যা নিয়ন্ত্রনে কার্যকর পদক্ষেপ- জনসংখ্যা আমাদের সম্পদ । এ সম্পদ কার্যকরি তখন ই যখন তা দক্ষ এবং সুস্থ । পিতা মাতার যদি সন্তান পালনের সামর্থ না থাকে সে সন্তান শিশু বয়সে ভিটামিনের অভাবে ভিবিন্ন প্রকার ব্যাধিতে আক্রান্ত হয় তখন সে রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তাই প্রথম দুই সন্তানের জন্য সরকারের কোন ব্যাধবাধকতা না রেখে
৩য় সন্তান -- ১০০০০ টাকা
৪র্থ সন্তান -- ২০০০০ টাকা
৫ম সন্তান -- ৩০০০০ টাকা
৬ষ্ট সন্তান -- ৪০০০০ টাকা
৭ম সন্তান --৫০০০০ টাকা
৮ম সন্তান -- ৬০০০০ টাকা
৯ম সন্তান -- ৮০০০০ টাকা
১০ম সন্তান -- ১০০০০০ টাকা।
সরকারি কোষাগারে জমা দেয়া। একটি প্রাণকে পৃথিবীতে সেই আনবে যার সামর্থ আছে । আর রাষ্ট্র অতিরিক্ত জনসংখ্যার দায় মেটাতে সামর্থ হবে।
সিদ্ধান্ত নেবার দায়িত্ব রাষ্ট্রের । আমরা যারা দেশকে ভালবাসি তারা স্বপ্ন দেখবোই । আমাদের প্রলাপ চলবে উপাদি সহ অথবা উপাদি ছাড়া।
©somewhere in net ltd.