![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসঙ্গত প্রেম
ফজলুল মিরাজ
ভালবাসার চোখে রাখব বলে চোখ
জনম ধরে জমাট কথায় ভরে আছে বুক
সেই কথাটা বলব তোমায় একটু হেলে ঢুলে
হৃদয় থেকে প্রেমের সুভাস দেব তোমায় ঢেলে।
আদর দেব আলতো আলতো
অনেক কথার চলে
তুমি হবে প্রেমমুগ্ধ
আসমান জমিন ভুলে।
প্রেমের নেশায় মধুর নেশায়
দিনকে করব রাত
অমন প্রেমের রসায়নে
ধরনি হবে মাত ।
সেই প্রেমেরই কাব্য যখন
জানবে জনে জনে
শুরু হবে প্রেমযুদ্ধ
মনের সাথে মনে।
শহর গঞ্জ গ্রামের শত
লুকিয়ে থাকা প্রেম
আসবে চলে দিনের আলোয়
জপে আল্লাহর নাম।
আর কি হবে তোমায় আমায়
জানবে নাকো কেউ
তোমায় খুশি করতে দেহ
মনে বইবে ঢেউ।
অতপরঃ
প্রেম অসঙ্গত থাকবে না।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৮
FOZLUL MIRAZ বলেছেন: ধন্যবাদ অপূর্ন রায়হান।