নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিচিত্র চিন্তা

কল্পবিলাসী

FOZLUL MIRAZ

মুসলমান , বাংগালী , বাংলাদেশী।

FOZLUL MIRAZ › বিস্তারিত পোস্টঃ

ইদ মোবারক

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

ইদ মোবারক
ফজলুল মিরাজ

শত যানযট ফেরিয়ে,
হাজারো ঝামেলা এড়িয়ে
ঘরে ফেরার তাড়া,
ইদ যেন ইদ নয় পাড়া প্রতিবেশি ছাড়া।

দূর আকাশে ঐ দেখা যায় বাঁকা চাঁদের হাসি
ছড়িয়ে পড়ে মনে আর মুখে ( হৈ হৈ রৈ রৈ )
ইদ মোবারক ইদের খুশি , ইদ মোবারক ইদের খুশি।

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক।

ইদের আনন্দ শৈশবের নতুন জামার বায়না
আতরের সুবাস , রঙ্গিন বেলুন উড়ানো, বাজি ফুটানো
আর সেলামীর গননা।
কৈশরের বাধনহীন ঘুরে বেড়ানো ভুলাতো যায়না।
রাতজাগা আড্ডার চাঁদ রাত , পুরনো সব বন্ধুর মাতামাত।

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক।

মায়ের কদমবুচি করে নামাজে রওনা
পাড়াপ্রতিবেশি আর বাবার বুকে রাখা বুক
যেখানে লুকিয়ে থাকা জগতের শত সূখ।

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক।

ইদ মানে ইদের দিনে ঘুরে বেড়ানো ফুরফুরে মেজাজে
মেহমানদারী , খোজখবরী মজাদার খাবারের রসনা
পাড়া মহল্লায় ক্রীড়া প্রতিযোগিতা আর গান বাজনা।

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক।

নিজের খুশি বিলিয়ে দেয়া সবার মাঝে
সবার খুশি বয়ে নেয়া আপন কাজে।

ইদের খুশি থাকুক সবার মনে সারা বছর
নতুন উদ্দিপনা আনুক কাজে ইদের অবসর।

ইদের খুশির সামাজিক বন্ধন
দূর করে করুক দুঃখীর ক্রন্দন।

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.