![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুল-কলেজে পড়ার সময় কিছু কিছু বিষয়ে মনে প্রশ্ন তৈরী হতো। প্রশ্ন করেও
বসতাম চট করে। কিছু কিছু শিক্ষক প্রশ্ন শুনে খুব চটে যেতোন। কিছু সময় আবোল
তাবোল বুঝাতেন। আবোল তাবোলে সন্তুষ্ট না হলে, বকা ঝকা করতোন, কবে কোথায় কি
অন্যায় করেছিলাম সে গুলো খুজে বের করে তার জন্য তখন রাগ ঝাড়তেন। অথচ অন্য
কোন শিক্ষক আবার জলের মতো সহজ করে সে প্রশ্নের উত্তর বুঝিয়ে দিতেন। যদি না
বুঝতাম তিনি আবার অন্য ভাবে বুঝাতেন। আমি ভাবতাম এক শিক্ষকে প্রশ্ন করলে সে
ক্ষেপে যান, অন্য জন সে প্রশ্ন জলের মেতো সহজ করে বুঝিযে দেন কারনটা কি?
তখন না বুঝলেও এখন বুঝি। একজন প্রম্নের সাঠিক উত্তরটি জানতেন আর অন্যজন
জানতেন না তাই গোজামিল দিতেন, গোজামিলে সন্তুষ্ট হতাম না বিধায় রাগ
দেখাতেন, বাকাঝকা করতেন। আর এই থেকেই আমার একটা ধারনা পরিষ্কার হয়েছে যে
গোজামিলধারীরা প্রথমত- প্রশ্ন এড়িয়ে যান, দ্বিতীয়ত-আবোল তাবোল বুঝান,
তৃতিয়ত-গালাগালি করেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: ঠিক বলেছেন।
এমন অনেক শিক্ষক আছেন যারা কিছুই বুঝেনা ছাত্র/ছাত্রীদের কি বুঝাবে।
এতে ছাত্র/ছাত্রীদের জীবন ধ্বংসের দিকে।