![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দুই তিন করে চার কুড়ি দশ
সংখ্যাই বেড়েছে শুধু এতোটুকু বাড়েনি বয়স।
স্মৃতির রঙিন মার্বেল গড়াচ্ছে উঠানে
আকাশে লাল নীল ঘুড়ি, বাগানে হলদে প্রজাপতি
সন্ধ্যাবাতি ধূপধুনা পূজার আরতি
ঈদের আনন্দ কোলাহল...
সবই তো জমার ঘরে, হয়তো সামান্য আছে ক্ষতি।
শৈশবের দিগন্ত ধূসর, কৈশোরের স্বপ্ন বহুদূর
তবুও তো সঙ্গীহীন বেণু তোলে সুর।
চতুর্দিকে প্রিয় মুখ, বিশ্বজুড়ে ছড়ানো স্বজন
কবিতা-ক্রিকেট-সন্দেশ
উৎসবের নিত্য আয়োজন...
গন্তব্যের দীর্ঘ পথে জীবনের প্রাপ্তি সম্পূরক।
সেঞ্চুরির অপেক্ষায় উদগ্রীব
গ্যালারিতে শুভাকাঙ্ক্ষী হাজারো দর্শক।
(মাসীমা বেণু দেবনাথের ৯০তম জন্মদিনে শুভ কামনা)
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩
ফরিদুর রহমান বলেছেন: আপনার মন্তব্য ও শুভ কামনার জন্য ধন্যবাদ।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫১
ঝর্না রহমান বলেছেন: পুরোনো বেণুতে অতীত স্মৃতির সুর তুলেছেন কবি। চমৎকার!
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
জাহাঙ্গীর.আলম বলেছেন:
মাসীমা'র জন্মদিনে শুভ কামনা ৷ ভাল থাকুক উনি বহুদিন ৷
চমৎকার পদ্যে শ্রদ্ধার অর্ঘ্য ৷