![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের কিছু মুহূর্ত থাকে যা অম্লান হয়ে থাকে চিরকাল, ব্যস্ততার মাঝে এই ইটকাঠের শহর ছেড়ে যখনই আমরা প্রকৃতির কাছাকাছি যাই সেটা হোক সমুদ্র বা পাহাড় ,আমরা সাথে করে নিয়ে আসি কিছু মুহূর্ত, কিছু সুন্দর দৃশ্য, কিছু না ভোলা অভিজ্ঞতা
ব্যস্ততার মাঝে হয়তোবা ভ্রমণকাহিনী লিখা হয়ে উঠে না, কিন্তু মনের মাঝে থাকে এক একটি গল্প. আড্ডায় হোক, যখনই সুযোগ পাই তখনই শেয়ার করি বন্ধুদের সাথে ,যারা কখনো এইসব অঞ্চলে পা রাখে নি, নিয়ে যেতে ইচ্ছা করে সব বন্ধুদের .এসব দৃশ্য দেখার জন্য যদিও প্রতিকূল পরিবেশ এবং কঠোর পরিশ্রম হবে জেনে অনেকেই যেতে রাজি হয় না, তাই মাঝে মাঝে আমরা কিছু সহজ ট্যুর প্লান করি .তার মধ্যে সবচেয়ে পছন্দের হচ্ছে টাঙ্গুয়ার হাওর যেটি সুনামগঞ্জে অবস্থিত।
বাংলাদেশে অনেক হাওর থাকলেও এর ব্যাপারটা একটু আলাদা কারণ এটি রয়েছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার ঘেঁষে এবং এখানে একসাথে যেরকম নীল পানির নয়নাভিরাম দৃশ্য এবং সাথে পাওয়া যাবে দূর পাহাড়ে সাদা দাগ কাটা ঝরনার স্বাদ, এখানে ঘুমাতে একটু অসুবিধা হলেও খাওয়া-দাওয়া এবং রোমাঞ্চকর যাত্রার কোন কমতি নেই, নীল রঙের পানির নদী থেকে শুরু করে শিমুল বাগান উঁচু-নিচু টিলাএ ,নৌকা যাএা আনন্দ তো সাথে আছেই।
ছোট-বড় যে কারো জন্যই এই টাংগর হাওর ভ্রমণ সহজ এবং এখানে ফিজিক্যাল ফিটনেসের তেমন দরকার হয়না তেমন হাঁটার আরো প্রয়োজন হয় না তাই ভ্রমন পিপাসুদের জন্য এই টাঙ্গুয়ার হাওর একটি সহজ লোকেশন। রাতের জোছনা বিলাস সাথে গান আড্ডা এবং ট্রলারে রান্না করা জম্পেশ খিচুড়ি ,এক অন্য জগতে নিয়ে যায়. বিশেষ করে হাওড়ার শেষ বিকেল হয় অপূর্ব, এমনই নিস্তব্ধতার মাঝে প্রকৃতির ভিতর মিশে একাকার হয়ে যেতে ইচ্ছে করে, ইচ্ছে করে বক পাখির মত দু'হাত মেলে উড়ে বেড়াতে বাতাসের বুক চিরে, ইচ্ছে করে সুশীতল নীলাভ জলরাশি বুকে দাগ কেটে সাঁতার কাটতে।
©somewhere in net ltd.