![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ একজন হাঁটছেন ঘরে , চারপাশ নীরব , শুধু মাএ নুপুরের শব্দ । কেউ নুপূর পায়েই হাঁটছেন .
আমি ভাবলাম , হতে পারে এটা আমার ভুল ধারনা ।
কিন্তু কেমন জানি ভয় ভয় লাগছে । শব্দ যেন একবার দূরে যাচ্ছে । একবার কাছে আসছে .
ভয় ধীরে ধীর বারতে থাকলো ।
আমি বা পাশে হাত বারিয়ে আমার বোন কে ডাকতে লাগলাম ।
সে তো মহা ঘুম । অনেক খন পর টের পেয়ে লাফ দিয়ে উঠে বসলো ।সাথে আমি ও .
হঠাৎ সব আবার স্তব্দ হয়ে গেল । আমি তাকে বললাম শব্দের কথা ,আর কিছুখনের মধ্যে সুন্দর, হাল্কা তীব্র গন্ধে ঘর ভরে গেল । আমরা দুজন ই চুপ হয়ে গেলাম । কিছু বুঝে উঠার আগে বাহিরে ছাদের গেটে কেউ শব্দ করল , মনে হল কোনো বাচ্চা আটকে পরেছে ছাদে , সে জোড়ে দে ড়ে শব্দ করছে । কিন্ত তা তো সম্ভব না । এখন সময় রাত ২.৩০ !! কেউ তো ছাদে থাকবে না .
আমরা দুই জন খুব জরোসরো হয়ে বসলাম । ভয়ে শরীরে কাটা দিয়ে উঠছে কিন্ত আমরা বুঝতেও পারছি না কি করব !
খানিক ক্ষন পর দরজার শব্দ বন্ধ হয়ে গেল । গন্ধ তীব্র হতে লাগলো. আমি সাহস করে, বোনের হাত ধরে উঠে ঘর থেকে বাহিরে বের হলাম। ধীরে ধীরে সামনে যাওয়ার পর দেখি বাহিরের ঘরের দোলনা নোরছে , কিন্ত কোনো বাতাস নাই । হাত দিয়ে দোলনা থামাতে গিয়ে দেখি সেখানে কেমন এক শীতল স্পর্শ অনুভব করলাম মনে হলো কেউ বসা . আমার শরীরে কেমন স্পর্শ লাগলো . আমি চিৎকার করতেই , বাসার কারেন্টও চলে গেলো। আমার বোনের হাত ও আমি ধরে রাখতে পারলাম না । আমার শুধু মনে হলো বাহিরের ঘরে আমি আর কোনো অশরীরী আত্মা ।
আর একবার সপশ পেতেই মনে হয় আমি জ্ঞান হারিয়েছি ।
যখন জ্ঞান ফিরে তখন দেখি , আম্মু মাথায় পানি ঢালছে , আমার অনেক জ্বড় . বোন সামনে বসা ।
সে জিজ্ঞেস করছে - আপু তুমি বাহিরে ছিলে কেনো?
আমার খুব অবাক লাগলো তার কথা শুনে . বললাম - তুমি কই ছিলে ?
-আমি তো কাল , আম্মুর সাথে ছিলাম . তোমার ঘরে অনেক গরম ছিলো তো , তাই ।
©somewhere in net ltd.