নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষি কাজ করি

কৃষি কাজ করি

বাংলা কৃষক

কৃষি কাজ করি

বাংলা কৃষক › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার দালাল যা বললেন

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭





বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে না, সোমবার বিসিবির এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজায়ি।



মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিজ টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি টুইট করেন মালালা।



টুইটে বাংলাদেশ ও পাকিস্তানকে ট্যাগ করে লেখা হয়, “পাকিস্তানে ক্রিকেট সফর বাতিল করেছে বাংলাদেশ, আফসোস! বাঘের মতো না, এটা তো বিড়ালের মতো আচরণ হলো।”



তবে টুইট করার কিছুক্ষণের মধ্যে মালালার অনুসরণকারীদের কিছু বিরূপ মন্তব্য আসতে থাকে, যাতে সফর বাতিল হওয়ার জন্য পাকিস্তানই দায়ী বলে মত প্রকাশ করেন মন্তব্যকারীরা। এর কিছু সময় পর টুইটটি মুছে ফেলা হয়।



উল্লেখ্য, নারীশিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে অক্টোবর মাসে পাকিস্তানে তালেবানদের হাতে গুলিবিদ্ধ হন মালালা। বর্তমানে তিনি যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টাইম ম্যাগাজিন তাকে ২০১২ সালের দ্বিতীয় সেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে।



বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে না, সোমবার বিসিবির এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজায়ি।



মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিজ টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি টুইট করেন মালালা।



টুইটে বাংলাদেশ ও পাকিস্তানকে ট্যাগ করে লেখা হয়, “পাকিস্তানে ক্রিকেট সফর বাতিল করেছে বাংলাদেশ, আফসোস! বাঘের মতো না, এটা তো বিড়ালের মতো আচরণ হলো।”



তবে টুইট করার কিছুক্ষণের মধ্যে মালালার অনুসরণকারীদের কিছু বিরূপ মন্তব্য আসতে থাকে, যাতে সফর বাতিল হওয়ার জন্য পাকিস্তানই দায়ী বলে মত প্রকাশ করেন মন্তব্যকারীরা। এর কিছু সময় পর টুইটটি মুছে ফেলা হয়।



উল্লেখ্য, নারীশিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে অক্টোবর মাসে পাকিস্তানে তালেবানদের হাতে গুলিবিদ্ধ হন মালালা। বর্তমানে তিনি যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টাইম ম্যাগাজিন তাকে ২০১২ সালের দ্বিতীয় সেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬

অর্ফিয়াস বলেছেন: এই শয়তানের পেছনে বড় কোন শক্তি আছে। আমি শিওর।

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬

বাংলা কৃষক বলেছেন:

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: মালামার দেশ প্রেম প্রকাশ পেয়েছে কথাটিতে। তবে তাকে যেহেতু সারা বিশ্ব সম্মান করে তার উচিৎ ছিল এমন কসেন্ট করা যেটা সত্যি নিরপেক্ষ।
বাংলাদেশ অবশ্যই তাদের ছেলেদের নিরাপত্তা দেখবে। আর পাকিস্তান কেমন নিরাপদ তার উদাহরন তো মালামাই!

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

এস বাসার বলেছেন: এখানে এসব লিখে কি হবে? তারচেয়ে বেটার টুইটারে গিয়ে মালালাকে মনের মাধুরী মিশিয়ে পাকিদের নিরাপত্তা নিয়ে টুইট মারেন

মালালার টুইটার একাউন্ট

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

দেশপ্রেমিক পোলা বলেছেন: হে হে হে, পাকিস্থানের ছাগল গুলো যে কতটা মাথামোটা তার প্রমান মালালার এই টুইট। ওরা বোমা মারবে আর আমাদের বাঘরা জেনে শুনেও বোমার দিকে এগিয়ে যাবে। কত সুন্দর উপমা বাঘের। বাঘতো এমনই হয়। তাইলে তুই এখনো দেশে আসিস নি কেন? ছাগী পাকিস্থানে একা একা ঘুরে বেড়াতে ভয় পাস কেন?? তুই তো তাহলে ইন্দুরের মেয়ে ছাও।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

হিউম্যান স্পাইডি বলেছেন: মালালা কি নামে ডাকল তাতে কিছু আসে যায় না । আমাদের মাথায় থাকতে হবে ও পাকস্তানি । গোবরে পদ্মফুল ফুটতেই পারে । তবে সে ফুলে গোবরের গন্ধ পাওয়াটা অস্বাভাবিক কিছু না ।"

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

জাহিদুল হাসান বলেছেন: মালালা ফাকিস্তানী আর্মির একটা প্রপাগান্ডা মেশিন, যাতে ফুয়েল সরবরাহ করে সেদেশের সৈরশাশক গোষ্টি আর আমেরিকান দালালরা। এইকথা আমি তখনই বলেছিলাম যখন মালালা গুলি খাওয়ার ১ ঘন্টা সময়ের মধ্যে সেনাবাহিনি প্রধান তাকে দেখতে যান। যাই মেয়ে স্কুলে যাওয়ার সুযোগ পায় না তালেবানদের অত্যাচারে, লেখাপড়া জানে না, ঠিকমত উর্দুও জানে না, সে ইংরেজী কবিতা আওড়ায়। পাকিস্তানী আর্মির বন্দনায় তার গানটা দেখলেই সহজেই বুঝা যায় তার "দেশপ্রেম"।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

লিঙ্কনহুসাইন বলেছেন: পাকিরা কোন দিন মানুষ হবেনা ,তার প্রমান এই মালালা

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

আহসান২০২০ বলেছেন: শালি হয় কি!!! হেতি তো দেখা যাইতেছি ডাইরেক্ট পাকিস্তানি। নিজেরই নিরাপত্তা পাস না বেটি আরেকজনের পাছায় নাক ঘষা-ঘষি করস।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

জানকিরান বলেছেন: মালালা হল আমেরিকার দালাল এইটা তো প্রমানিত। আর ও যা টুইট করছে তা আবেগের বষে করে ফেলছে। তবে পাকিস্তান যে একটা সন্ত্রাসী রাস্ট্র তা মালালার স্বীকার করার দরকার ছিল।

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

অজানামন বলেছেন: মালালার মত ফুকি বাংলাদেশ নিয়ে কমেন্ট করে ! হেতি একটা ঠাপ খাইয়া ইংল্যান্ডে যাইয়া বইসা আছে আর ফুকিস্থানে ফেরত আসতেছেনা।নিজের দেশে মালালারা নিরাপদ নাহ আর আমরা না গেলে বিলাই ! হোয়াট এ জোক !

১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

জনী_দা _ফাজিল বলেছেন: খানকি মাগী নিজে ই ত ঘর ছাড়া আবার কয় কি ?

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

মারসেনারি বলেছেন: @এম . এম ওবায়দুর রহমান, ব্লগ জীবনের প্রথম গালিটা আপনাকেই দেই, তুই একটা পাকি জারজ X( X( X( X( X( X( X( X( X( X(

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

ইনামুর রহমান তালীম বলেছেন: জাহিদুল হাসান বলেছেন: মালালা ফাকিস্তানী আর্মির একটা প্রপাগান্ডা মেশিন, যাতে ফুয়েল সরবরাহ করে সেদেশের সৈরশাশক গোষ্টি আর আমেরিকান দালালরা। এইকথা আমি তখনই বলেছিলাম যখন মালালা গুলি খাওয়ার ১ ঘন্টা সময়ের মধ্যে সেনাবাহিনি প্রধান তাকে দেখতে যান। যাই মেয়ে স্কুলে যাওয়ার সুযোগ পায় না তালেবানদের অত্যাচারে, লেখাপড়া জানে না, ঠিকমত উর্দুও জানে না, সে ইংরেজী কবিতা আওড়ায়। পাকিস্তানী আর্মির বন্দনায় তার গানটা দেখলেই সহজেই বুঝা যায় তার "দেশপ্রে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.