নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষি কাজ করি

কৃষি কাজ করি

বাংলা কৃষক

কৃষি কাজ করি

বাংলা কৃষক › বিস্তারিত পোস্টঃ

তামশা দ্যাখতে আইছি: সাকাপুত্র হুকা

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০

সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের মামলার রায় শুনতে এসে তার ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, রায় তিনি আগেই জেনেছেন, ট্রাইব্যুনালে এসেছেন ‘তামাশা’ দেখতে।



মঙ্গলবার সকাল ১০টা ৪৩ মিনিটে বিচারপতি একেএম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা শুরু হয়।



এর আগে ট্রাইব্যুনালের বাইরে হুম্মান সাংবাদিকদের বলেন, “রায় গতকালই পইড়া ফালাইছি। আজ তামশা দ্যাখতে আইছি।”



রায় আগে কীভাবে পড়লেন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকার এই পুত্র বলেন, “জাস্টিস কনসার্ন ডট অর্গ নামের একটা ওয়েবসাইটে।”



একাত্তরে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির এই সংসদ সদস্যের বিরুদ্ধে।



বাবার সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে হুম্মাম পাল্টা প্রশ্ন করেন, “আইজ পর্যন্ত দ্যাখছেন মুখ বন্ধ কইরা থাকতে?”



রায় দেখতে কে কে এসেছেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফুল গুষ্টিসুদ্ধা চইলা আইছি”

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯

হেডস্যার বলেছেন:
পোলা দেখি বাপের লাহান বাঞ্চোত..... :D

২| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯

নিজাম বলেছেন: বাপ কা বেটা . . . . . । পারিবারিক ঐতিহ্য আছে না!!

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

রাহুল বলেছেন: ফকা-> সাকা-> হুকা
রসুনের হোগা সব এক জায়গায়,ভালা ওইবো কেমতে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.