![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের মামলার রায় শুনতে এসে তার ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, রায় তিনি আগেই জেনেছেন, ট্রাইব্যুনালে এসেছেন ‘তামাশা’ দেখতে। মঙ্গলবার সকাল ১০টা ৪৩ মিনিটে বিচারপতি একেএম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা শুরু হয়। এর আগে ট্রাইব্যুনালের বাইরে হুম্মান সাংবাদিকদের বলেন, “রায় গতকালই পইড়া ফালাইছি। আজ তামশা দ্যাখতে আইছি।” রায় আগে কীভাবে পড়লেন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকার এই পুত্র বলেন, “জাস্টিস কনসার্ন ডট অর্গ নামের একটা ওয়েবসাইটে।” একাত্তরে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির এই সংসদ সদস্যের বিরুদ্ধে। বাবার সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে হুম্মাম পাল্টা প্রশ্ন করেন, “আইজ পর্যন্ত দ্যাখছেন মুখ বন্ধ কইরা থাকতে?” রায় দেখতে কে কে এসেছেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফুল গুষ্টিসুদ্ধা চইলা আইছি”
সূত্র::::::::::::::::::::::::::::::::www.bideshbangla24.com
২| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৬
mukidahmad বলেছেন: jokon ray karjokor hobe tokon ki bolbe jikaile tho valo hoto
৩| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭
শ্রীঘর বলেছেন: একটু সেন্স খাটাইয়া চল। সারা দুনিয়ায় এত এত মানুষ থাকে তোর বাপেরই রাজাকার বানাইয়া ফাসি দিল, কেন আমার বাপেরে ত রাজাকার বানাইলো না।
তাছাড়া আমার বাপে মুসলিম লীগ করত। পরিস্থিতির কারনে সেও চাইত না দেশ স্বাধীন হউক। কিন্তু আমার বাপে ত আর পাকিগোর চামচাগিরি করে নাই। আমি খবর নিয়া দেখছি।
আমার বাবা ১৯৯৯ সালে মারা গেছে। মেজাজ খারাপ হইয়া গেছে দেইখ্খা মরা বাপেরে টাইন্না আনছি।
৪| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩
রাহুল বলেছেন: শ্রীঘর বলেছেন: একটু সেন্স খাটাইয়া চল। সারা দুনিয়ায় এত এত মানুষ থাকে তোর বাপেরই রাজাকার বানাইয়া ফাসি দিল, কেন আমার বাপেরে ত রাজাকার বানাইলো না।
সহমত।
৫| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
গরম কফি বলেছেন:
৬| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬
nurul amin বলেছেন: শেখ হাসিনারে গালি দিয়া ধরা খাইছে
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪০
রাজীব দে সরকার বলেছেন:
শুয়োরের বাচ্চা কে শুয়োরই বলা হয়