নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখী ও সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাই

সুন্দর এক সুখী সমাজ গঠনের ডাক দিয়ে যাই

েরজাউল ফারুক

Heal the World, Make it a better place.... For you and for me and the entire human race....

েরজাউল ফারুক › বিস্তারিত পোস্টঃ

ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ

০১ লা নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৯

ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এ মনোরম প্রকৃতিশোভিত পরিবেশে অবস্থিত। ঢাকা শহরের কোলাহল, দূষণ ও যানজট মুক্ত পরিবেশে সিগন্যাল গেটের সাথেই এর অবস্থান।







ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক কলেজ সেনাবাহিনীর সিগন্যাল ব্রিগেডের অধীনে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিগন্যাল ব্রিগেডের কমান্ডার। বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা। প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ লে. কর্ণেল জায়েদুল ইসলাম।



অবস্থান:

ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ সিগন্যাল গেটের কাছে অবস্থিত। এর উত্তরে আর্মি MES কোয়ার্টার এবং মানিকদি, দক্ষিণে আর্মি মেস সি ও CMH. পুর্বে সিগন্যাল গেট ও জিয়া কলোনী এবং পশ্চিমে মাটিকাটা। নীচের ছবিতে ক্লিক করে ঢাকা ক্যান্ট গার্লস কলেজ Wikimapia তে দেখা যাবে।

এখানে ক্লিক করুন।









ইতিহাস:

ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ যাত্রা শুরু করে ২০০৫ সালে। এর শিক্ষা কার্যক্রম শুরু হয়ে ২০০৬ সালের জানুয়ারী মাসে স্কুল শাখার কার্যক্রমের মধ্য দিয়ে । একই বছর জুলাই মাসে কলেজ শাখা যাত্রা শুরু করে।

বিস্তারিত এখানে।





শিক্ষা কার্যক্রম:

প্রতিষ্ঠানটিতে নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা দেয়া হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা এই দুইটি গ্রুপ আছে। নার্সারী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত English Version চালু আছে। English Version ধীরে ধীরে SSC পর্যন্ত করা হবে।

শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত ক্লাসরুম ছাড়াও এ প্রতিষ্ঠানের একটি সমৃদ্ধ লাইব্রেরী, শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব এবং বিষয় ভিত্তিক নিজস্ব ল্যাবরেটরী আছে।

প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১৫০০ ছাত্রী আছে। তাদের শিক্ষাদানের জন্য আছেন ৬৩ জন শিক্ষক। এছাড়াও কর্মচারী আছেন ৫৪ জন।



সহশিক্ষা কার্যক্রম:

সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিতে ডিবেট ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ক্লাব, সাংস্কৃতিক সংগঠন রয়েছে। প্রায় ৫০০ আসন বিশিষ্ট একটি নিজস্ব অডিটরিয়ামে বিভিন্ন সময় অনুষ্ঠান আয়োজন করা হয়।

কয়েকটি অনুষ্ঠানে ছবি ও বর্ণণা দেখতে এখানে ক্লিক করুন



ফলাফল:

প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল প্রদর্শণ করে আসছে।

বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন



প্রতিষ্ঠানের ওয়েবসাইট:

ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে। ওয়েব এ্যাড্রেস

http://www.dcgpsc.edu.bd. এখান থেকেই ওয়েবসাইটে ঢুকতে চাইলে ক্লিক করুন -

Dhaka Cantt Girls' Public School & College



মাত্র ৫ বছরের যাত্রাপথে ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ ঢাকা শহরের অন্যতর সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষার্থী এরং শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দিন দিন আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।







মন্তব্য ৬ টি রেটিং +২/-১

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৭

পাখা বলেছেন:

ইহা হয় একটা এডভার্ডাইসমেন্ট... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা নভেম্বর, ২০১০ সকাল ১০:৪২

েরজাউল ফারুক বলেছেন: তা ঠিক। ধন্যবাদ

২| ০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৭

অক্টোপাস বলেছেন: আপনার তথ্যমূলক লেখার জন্য ধন্যবাদ।

এই যে আমাদেরও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এখানে দেখেন:D :D

০২ রা নভেম্বর, ২০১০ সকাল ১০:৪৩

েরজাউল ফারুক বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ২:০৮

নগর সংগীত বলেছেন: স্কুলরে মান-সম্মান আর থাকলনা। মাইনাস

০২ রা নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৩

েরজাউল ফারুক বলেছেন: মাইনাস কেনরে ভাই! আমি কোন শত্রুতা তো করিনি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.