নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিসার ঈদের জামা কেনা হয়ে গেছে । ছ’ সাত দিন এই মার্কেট সেই মার্কেট ঘুরার পর একটা জামাকে ওর মনে ধরেছে । একদম এক্সেপশনাল এবং লেইটেস্ট । নজরকাড়া ও অভিজাত । সে যেমনটি খুঁজছিল ঠিক তেমনটিই । দাম নিয়ে কোন সমস্যাই হয়নি । কখনো হয়ও না । মানি ডাজ নট ম্যাটার টু হার ড্যাডি ।
প্রবলেম হচ্ছে ওর পছন্দ । খু্বই ডেলিকেইট এ্যান্ড কমপ্লিকেইটেড । সহজে কোন কিছু পছন্দ হয় না ওর । বাবা-মার অতি আদরের একমাত্র মেয়েতো ।
জামাটির প্রাইস ফরটি টু থাউজেন্ড টাকা ।
বাসায় ফিরে জামাটা গায়ে চড়িয়ে আয়নার সামনে কয়েক পাক ঘুরে ট্রায়াল দিল সে । পারফেক্ট । আনডাওটেডলি ।
পরদিন কয়েকজন বান্ধবীদের সাথে কথা বলতে গিয়ে লিসা জানলো ওর জামাটির দাম অন্যদের জামার চাইতে আরো কম । ওদের সবার জামার প্রাইসই ফিফটি থাউজেন্ড প্লাস ।
ধপ্ করে নিভে গেল ওর মনের সব আনন্দ ।
বাসায় ফিরে জামাটা ফের হাতে নিল সে । উল্টে-পাল্টে দেখতে লাগলো ।
ড্যাম্ ইট । এতো বিচ্ছিরি ওর পছন্দ ! হাউ সিলি !
ছুঁড়ে ফেলে দিল সে ঘরের এক কোনে মাত্র একদিন পূর্বের প্রিয় পছন্দটিকে ।
মানি ম্যাটারস্ টু হার ।
অলদো ইট ডাজন্ট ম্যাটার টু হার ড্যাডি ।
©somewhere in net ltd.