নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

চোরের দেশে ।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৫

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: চোরের দেশ না,আমার আপনার মতো কিছু মানুষ চোর।শ্রমিক কৃষক কার কি চুরি করেছে?

১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২২

মু, আমজাদ হোসেন বলেছেন: শ্রমিক কামচোর । সে কাজে ফাঁকি দেয়, মালিককে হয়রানি করে । আপনার যদি নির্মাণ শ্রমিক কিংবা অন্য কোন শ্রমিককে দিয়ে কাজ করানোর অভিজ্ঞতা থাকে, সেখানে অবশ্যই কিছু তিক্ততা পেয়েছেন । কৃষক ফসলে কৃত্রিম হরমোন প্রয়োগ করে । ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা কসম, সূযোগ পেলে রদ্দি মাল গছানো, ওজনে কম দেয়া, ভালোর সাথে মন্দ মেশানোর প্রতারণা—ইত্যাদি নানাবিধ অন্যায় কাজ করে থাকে । তিক্ত অভিজ্ঞতা জীবনে কম হলোনাতো ।

দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জ্বিত মানুষের দেশে আপনি কোন একটি বিশেষ শ্রেণির মানুষকে ফেরেশতা বলতে পারবেন না । আমি অন্তত বলি না ।

২| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: না এই দেশের সবাই চোর না।
আমি কোনো দিন চুরি করি নাই।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২০

মু, আমজাদ হোসেন বলেছেন: চোররা চুরীর কথা স্বীকার করে না, অথবা চুরীর সংজ্ঞাটাই ঠিকভাবে জানে না ।
We are all blind to our own vices.

৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৩

নেওয়াজ আলি বলেছেন:

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৭

Rajibrpsoft বলেছেন: ভালো লিখেছেন......হয়তো এই মানুষ গুলোর একদিন উদয় হবে ....নিজের পাখি যখন খাচায় বন্দি হবে

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
যখন দেশে একের পর এক চালচোর ধরা শুরু হয়েছে, তখনি কিছু কবিদের কবিগান শুরু ..

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৪

মু, আমজাদ হোসেন বলেছেন: সেইসব কবিগান দেখে তখুনি কিছু বোবার গাত্রদাহ শুরু....।

৬| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার কি মনে হয় আপনি চোর?যদি নাহয় তবে ভাববেন আপনার মত অনেক লোক আছে।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৭

মু, আমজাদ হোসেন বলেছেন: আমার মনে হয় এ দেশের সবাই কম-বেশী চোর । আমি আপনি আসমান থেকে নামা ফেরেশতা নই । নিজেদেরকে যারা ফেরেশতা ভাবে, তারা হচ্ছে সবচে বড় চোর । নীতিবাক্যের তুবড়ি তাদের মুখেই বেশী ফোটে ।

তবে হ্যাঁ, গরীবের চাল চুরির মতো নিকৃষ্ট চুরি হয়তো আমরা করি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.