নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইভেন আ ক্রিয়েটর ক্যান বি ক্রিয়েটেড

ফিরাখ রাইয়ান সুহান

রোজ আমি সকালে ঘুম থেকে উঠে,বাথরুমে চলে যাই ব্রাশ নিয়ে হাতে।দাঁত মেজে মুখ ধুই চোখে দেই পানি,নিজেকে আমি খুব বেশী নাহি জানি।চাবি নিয়ে কিচেনের তালাটাকে খুলি,পান্তার ডালা দিয়ে খিদেটাকে ভুলি।লাল্লারা লা লা লালাল্লারা,লারা লারা লাল্লারা লারা লারা লা (২)জানি আমি একদিন সব হবে সারা,হয়তো রবেনা কেউ আজ আছে যারা।চলে যাবে সব্বাই নিজ নিজ ভুমে,কখনো পড়বে মনে শুধু মওসুমে।রয়ে যাবো আমি একা যেমন ছিলাম,ধন্য হে পৃথিবী তোমাকে প্রণাম।লাল্লারা লা লা লালাল্লারা,লারা লারা লাল্লারা লারা লারা লা (২ (সংক্ষেপিত)

ফিরাখ রাইয়ান সুহান › বিস্তারিত পোস্টঃ

শান্তি

১৮ ই মে, ২০১৬ রাত ৩:৫২

নিঃস্বার্থ কাজগুলো মনে শান্তি আনে। আজ সকালে দাঁড়িয়ে কাজ করছিলাম আমার কর্মস্থলে। মনের ভেতর আগুন। একটা বিচিত্র মত আওয়াজ শুনে, কৌতুহলী হয়ে নীচে তাকিয়ে দেখি, একটা পায়রা অনেক কষ্টে হেঁটে আসছে আমার দিকে। গুম গুম আওয়াজ করছে গলার ভেতর থেকে। কেনো যেনো মনে হলো ওটা বলছে আমাকে সাহায্য করো। কি করবো রে সোনা? কাছে আয়। দেখলাম ওর দুপায়ে জড়িয়ে আছে মেয়েদের মাথার লম্বা চুল আর চুইংগাম। এর পর ঘন্টা খানেক অপারেশন করে ওকে মুক্তি দিলাম। শান্তি ! শান্তি ! আর শান্তিরে ! এ জিনিষ এখনো তাহলে আছে বৈকি? মনের আগুন নিভে গেলো। কি সুন্দর হেলে দুলে হেঁটে চলে গেলো। অদ্ভুত মায়া ভরা চোখ নিয়ে ফিরে ফিরে আমায় দেখলো! মায়ারে মায়া! এ জগত মায়ার খেলা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.