নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক সব স্বপ্ন নিজের সাথে গড়ি, ফিরে পেতে নিজেকে...... আবার।

নিক পাইনাই

নিক পাইনাই › বিস্তারিত পোস্টঃ

জন্মদিন অথবা বিয়ে? কিংবা অন্য কোনও অনুষ্ঠানের জন্য কেক অর্ডার করছেন? চলুন দেখে আসি কিছু এক্সট্রা-অরডিনারি কেক এর ডিজাইন।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:২৫

সবাই কেমন আছেন? আশাকরি ভালই... :)

অনেকদিন হল ব্যাস্ততার কারণে কোনও পোস্ট দেয়া হয়নি, কিন্তু প্রতিদিনই ব্লগে ঢু মেরেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রকমারি ডিজাইন এর কিছু কেক। এগুলোর যে কোনও একটা কেক যদি কোনও অনুষ্ঠানে রাখতে পারেন, I can bet any money অতিথিরা সারা জীবনেও আপনার কেক এর কথা ভুলতে পারবেনা।

চলুন শুরু করি কেক দেখা। প্রথমেই আমার পছন্দের কেক টি :#)



১। মিনিওন কেক



আই লাভু মিনিওন:P:P



২। হ্যান্ডব্যাগ কেক





৩। এরোপ্লেন কেক





৪। আপ :):)



আমার আরেকটা পছন্দের কেক।:D



৫। মাছ কেক



মুখের ভেটকি টা অছাম ছালা :P:P:P



৬। অ্যাকশান সিনেমা ওয়েডিং কেক :-/:P



এইটা কিন্তু চরম creative :)



৭। গুপ্তধন কেক :)





৮। ফিদেল কাস্ত্র





৯। ইলেকট্রিক গিটার কেক :|



এইটা বাচ্চু মামুর ফেভারিট :P:P



১০। ড্রাগন কেক





১১। Heart cake :-/:-/



ডরাইলে ডরান গিয়া। ইহাই অ্যানাটমিক্যাল্লি কারেক্ট হৃদয়। :|



১২। Star Wars কেক





১৩। ক্যামেরা কেক



ফটোগ্রাফার ভাই-বোনেরা মাথায় রাইখেন :D



১৪। হরিন কেক



সুন্দর না?



১৫। Alice in Wonderland



এইটাও খুব সুন্দর :):):)



১৬। সেলাই মেশিন কেক :)





১৭। ঝড়ের মধ্যে আটকাইয়া যাওয়া একটা জাহাজ কেক :P:P:P



ঢেউ উঠেছে উথাল পাথাল অন্তরের নীল দরিয়ায়...:P:PB-)B-)/:)



১৮। অক্টোপাস কেক :|



খাইতে মজা হইলেই হয় X((B-)



আজ এই পর্যন্তই তাহলে। আপনার কোন কেক টা বেশি ভালো লাগলো, কমেন্টের ঘরে জানাবেন।

Bye Bye :)

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৭

সমস্যাটা কী? বলেছেন: দারুণ সব পিকচার ! আমার কাছে স্পেসশিপ আর কেকের উপর আক্রমনের ওইটাই সবচেয়ে ভাল লাগছে ! ;)

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৮

নিক পাইনাই বলেছেন: ধইন্নবাদ। :)

২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১

অগ্নির বলেছেন: হার্ট কেকটা বানানো ইজি ! বানাইয়া একজনরে খাইতে দিমু চিন্তা করছি ! :D

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৭

নিক পাইনাই বলেছেন: ভাইজান, কারে খাওাইবেন? ;) ;)

৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৭

নিকষ বলেছেন: একটা দেইখাও খাওয়ার ইচ্ছা হইল না।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৯

নিক পাইনাই বলেছেন: কি জন্য ভ্রাতা? আপনার কি ক্ষুধামন্দা রোগ আছে?

৪| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২১

রাজু মাষ্টার বলেছেন: +++++

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৫

নিক পাইনাই বলেছেন: ধন্যবাদ।

৫| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০১

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: অসাধারণ ! :)

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৫

নিক পাইনাই বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬

নিক পাইনাই বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল।

৬| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৭

আম্মানসুরা বলেছেন: এই কেক কি বাংলাদেশে তৈরি হয়? নাকি নেট থেকে নেয়া।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬

নিক পাইনাই বলেছেন: আশাকরি বাংলাদেশেও তৈরি হয়। খুঁজে দেখতে পারেন।

৭| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, খুব চমৎকার ||

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৭

নিক পাইনাই বলেছেন: ধন্যবাদ।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৭

নিক পাইনাই বলেছেন: ধন্যবাদ।

৮| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩১

আতা2010 বলেছেন: যেসব হিন্দু জমিদাররা মুসলিম রাজা-বাদশাহদের ক্যাশিয়ার কিংবা ট্যাক্স আদায়কারী কর্মচারী ছিলো তারাই ছিলো পলাশী ষড়যন্ত্রের হোতা।


Click This Link

৯| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৭

নিক পাইনাই বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

খাটাস বলেছেন: অসাধারণ ! প্লাস।
অক্টোপাস কেক দেখে আগের গুলো খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে। :-& :-& B-)) B-))

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৭

নিক পাইনাই বলেছেন: :#) :#) :!> :-P :> :-/ X(( :P

১১| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬

এম এম কামাল ৭৭ বলেছেন:
সুন্দর। মানুষের চিন্তা শক্তির কোন সীমা নাই..............

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৮

নিক পাইনাই বলেছেন: ঠিক বলেছেন। :D

১২| ৩০ শে মে, ২০১৪ সকাল ১১:৪৩

সাজিদ উল হক আবির বলেছেন: সাউনড ক্লাউডে আপনার শেয়ার করা মিক্সিংগুলো শুনলাম। বেশ ভালো লাগলো, পাকা হাতের কাজ। আপনি বোধয় দীর্ঘদিন ধরে মিক্সিং করে আসছেন ,তাই না ?

ভালো থাকুন, শুভ কামনা রইল!

২৭ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৪৮

নিক পাইনাই বলেছেন: অনেক ধন্যবাদ, আমার মিউজিক আপনার ভালো লেগেছে শুনে আমি সত্যিই পুলকিত। শখের বশে মাঝে মাঝে কাজ গুলো করি, অতটা সময় হয় না। দেখুন, আজকে কতদিন পর সামু তে এলাম। ভাইয়া, যোগাযোগ রাখবেন, এই অ্যামেচার মিউজিশিয়ানের সাথে।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৩

খেলাঘর বলেছেন:


খালেদা জিয়ার জন্মদিনের জন্য একটা ডিজাইন দেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.