নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলো - বলতো বল্টু মুখে দেওয়া থার্মোমিটার আর বোগলে দেওয়া থার্মোমিটারের মধ্যে পার্থক্য কি?
- ছাত্র কিছুক্ষন ভেবে বলল, স্যার পার্থক্য টেষ্টে।
২) বল্টু তার বন্ধু পল্টুকে জিজ্ঞেস করলো - বলতো কি এমন জিনিস যা পুরুষরা বানায় ঠিকই কিন্তু তার ভেতর ঢুকার অনুমতি পুরুষদের নেই?
- পল্টু ভ্রু কুঁচকে-মাথা চুলকে-মুখ ভেচকে বলে, "মহিলা টয়লেট"।
৩) দুই ফেরেস্তা আনন্দে উদ্বেলিত এক মহিলাকে চেংদোলা করে বেহেস্তের দিকে নিয়ে যাচ্ছে। মহিলা আনন্দে আত্বহারা হয়ে ফেরেস্তাদের বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছে -
মহিলা - ও ফেরেস্তা ভাই বলেননা, আমারে কই লইয়া যাইতাছেন?
ফেরেস্তা - দুনিয়াতে ভালো কাজ করছেন তাই বেহেস্তে নিয়া যাইতাছি
মহিলা - ও ভাই ফেরেস্তা, বেহেস্তে কি ভালো ভালো খাওন পাওয়া যাইবো?
ফেরেস্তা - হুম, মন যা খেতে চাইবে তাই পাবেন
মহিলা - ভাইগো, দুনিয়াতো থাকতে রঙ-তামাশা করছিনা...
ফেরেস্তা - প্রশ্ন শেষ না হতেই উত্তর দিল - এখানে অবাধে নাচ-গান-যৌনতা যা ইচ্ছে করেতে পারবেন।
যৌনতার কথা শুনে কিছুটা লাজুক হয়ে গেল মহিলা, তাও লজ্জার সব বাধ ভেঙে জিজ্ঞেস করেই ফেলল -
মহিলা - বেহেস্তে আমার স্বামী কে হইবো?
ফেরেস্তা - দুনিয়াতে আপনার শেষ স্বামী যে ছিল সেই বেহেস্তে আপনার স্বামী হবে।
মহিলা এবার ঝাড়া দিয়ে নিজেকে ফেরেস্তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে চিৎকার দিয়ে বলল, "আবারো হেই মন্টুর বাপ!"
১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৩
ফুয়াদের বাপ বলেছেন: নতুন ব্লগ বাড়িতে ঢু মেরে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ। চেষ্টা থাকবে স্বচ্ছতার সাথে সুন্দর লেখনীতে ব্লগে থাকতে।
২| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: কৌতুক আমার খুব পছন্দ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগে স্বাগতম।
সুন্দর হয়েছে জোকস। চলতে থাকুক লিখালিখি।