নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধৈর্য্য ধর, আসবে চোখে
ভালোবাসার ঘুম,
আসবো কাছে, বাসবো ভালো
দেবো, আবেগ ভরা চুম।
তোমার মতো আমিও যে পথ পান্তে চেয়ে
গুনছি রাত আর রাত,
কবে পাবো তোমায় কাছে,
হবে আলোকিত প্রভাত।
আসবো কাছে, বাসবো ভালো
দেবো, আবেগ ভরা চুম।
ভালোবাসি তোমায় ওগো
রাখ হৃদয়ে বিশ্বাস,
তুমিই আমার চোখের মনি,
জীবনের নি:শ্বাস।
আসবো কাছে, বাসবো ভালো
দেবো, আবেগ ভরা চুম।
বি:দ্র: ঢুকিচেপা ব্লগারের একটি কবিতার মন্তব্য করতে এই কবিতাটি লেখার চেষ্টা করেছি...
২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৭
ফুয়াদের বাপ বলেছেন: ধন্যবাদ নতুনের ঐকাতানে বেড়িয়ে যাবার জন্য।
২| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩১
মিরোরডডল বলেছেন:
ফুবা, কবিতাটা অনেক সুন্দর হয়েছে ।
ভালো করেছেন পোষ্ট করে । কালেকশনে থেকে যাবে ।
২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৭
ফুয়াদের বাপ বলেছেন: প্রশংসায় সম্মানিত অনুভূব করছি...ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১৭
ঢুকিচেপা বলেছেন: খুব ভাল করেছেন। কবিতাটি সত্যিই সুন্দর হয়েছে।
ফুয়াদের জন্য নাবিস্কো বিস্কুট দিয়ে গেলাম