নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কটল্যান্ডের সাথে অপ্রত্যাশিত হার ভালে চিন্তার ভাঁজ। ওমান-স্কটল্যান্ড সমান পজেটিভ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। ওমান তাদের প্রথম ম্যাচ যেমন ভালো খেলল আর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ যেমন বাজে খেলল এমনটাই যদি আজ ওমান-বাংলাদেশের খেলা হয় তবে হাতে হারিক্যান আজই নিতে হতে পারে।
আজকের খেলায় স্কটল্যান্ড যদি পাপুয়া নিউগিনির সাথে জিতে যায় তবে তাদের পয়েন্ট হবে ৪
আজকের খেলায় ওমান যদি বাংলাদেশের সাথে জিতে যায় তবে তাদের পয়েন্ট হবে ৪
বাংলাদেশ শেষ ম্যাচ খেলার আগেই দেশে প্রত্যাবর্তনের টিকেট কাটতে পারেন।
আশা করি বাংলাদেশ বাকী দুই ম্যাচই (ওমান+পাপুয়া নিউগিনি) জিতবে এবং পয়েন্ট হবে ৪, তবুও একটা হিসাব থেকে যাবে -
আজকের খেলায় স্কটল্যান্ড যদি পাপুয়া নিউগিনির সাথে জিতে যায় তবে স্কটল্যান্ডের পয়েন্ট হবে ৪
স্কটল্যান্ড আর ওমানের ম্যাচে যদি ওমান জিতে তবে ওমানের পয়েন্ট হবে ৪
তার মানে তিন দলের (বাংলাদেশ-স্কটল্যান্ড-ওমান) সমান পয়েন্ট হবে ৪, তখন নেট রানরেটে যেই দুই দল এগিয়ে থাকবে তারা যাবে টি-টোয়েন্টির টপ ১২ মূল পর্বে।
২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৪০
ফুয়াদের বাপ বলেছেন: তার আর পর নাই ভাই। মাহমুদুল্লাহর অগোছালো নেতৃত্ব আর লিটন ভাইয়ের মনখারাপের ঢেউয়ে ভেসে গেছে প্রথম রাউন্ডের ঘুরে দাঁড়ানোর সফলতা...
প্রিয় খান ভাইকে আন্তরিক শুভেচ্ছা আমার ব্লগবাড়িতে বেড়াতে আসার জন্য।
২| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: অত:পর বাংলাদেশ মূল পর্বে এসে প্রথম ম্যাচেই ধরাশায়ী।
২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০১
ফুয়াদের বাপ বলেছেন: হুম, প্রথম পর্বের প্রথম ম্যাচে ধাক্কা অত:পর দরিয়া পার। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেও জিতা ম্যাচ হেরেছে ভুল ক্যাপ্টেন্সি আর ক্যাচ মিস এর কারনে। শারজার ঐ মাঠে ১৭০ রান অনেক বড় স্কোর (আইপিএলের ম্যাচগুলো পর্যালোচনায়)। এতো রান করেও জিততে না পারা পীড়া দায়ক।
আশাবাদী বাকী ম্যাচগুলোতে ঘুড়ে দাঁড়াবে প্রিয় লাল-সবুজ।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৮
রোকনুজ্জামান খান বলেছেন: তারপরঃ-