নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

বিদ্যুতের দাম বৃদ্ধি বনাম বোকা জনগন

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০

বিদ্যুতের দাম বৃদ্ধি বনাম বোকা জনগন
=========================

বিদ্যুতের দাম বাড়ছে-
বাড়বে-
বাড়তেই থাকবে-
পারলে ঠেকা।
তুই জনগন বলদ-বোকা
তোর ঘাড়েতে বন্দুক রেখে
করবো শিকার-
করবো মাস্তি-মজা
আমি বঙ্গ দেশের রঙ্গ রাজা।

তুই জনগন বলদ-বোকা
তোর নয়নে রঙীন স্বপ্ন
স্বচ্ছলতার ফালতু ফানুস
আহারে!
কী বোকারে! কী বোকা তুই!!
স্বপ্ন দেখিস নতুন ভোরের
উদরপূর্তি ভাত।
কি জানি কস-
"ভাত দে হারামজাদা,নইলে মানচিত্র খাবো"
খাইলে খা-
যা ভাগ-
আমার পেটে যে টাকার ক্ষুধা-
দেখস না!
তুই কি শালা মানুষ!

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

নাহল তরকারি বলেছেন: তেল নিয়ে সারা বিশ্বে রাজনীতি চলছে।

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১

ফুয়াদের বাপ বলেছেন: তা চলছে, দাম বৃদ্ধিতে গরীব মাইনষের মরন দশা...

২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: জনগনবান্ধব সরকার না হলে সব কিছুর দাম বাড়ে। বাড়তেই থাকে।

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৫

ফুয়াদের বাপ বলেছেন: জনসংখ্যায় ভাড়াক্রান্ত একটা দেশ, মেগা প্রকল্পের চাইতে বেশি জরুরী পেটের ক্ষুধা নিবারন। বিদ্যুতের দাম বৃদ্ধি মানে প্রতিটি পন্যর দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া। মধ্যেবিত্ত সঞ্চয় ভেঙে খুঁড়িয়ে চলছে, গরীবের দশা ভিখারী।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: জনগণের বিষয়টি সরকারের বিবেচনায় থাকা দরকার।

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

ফুয়াদের বাপ বলেছেন: বোকা জনগন উঁ-শব্দও বলতে পারে না। মেনে নেওয়া ছাড়া কোন উপায় নেই গোলাম হোসেন-দের।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্যাসের দাম বাড়বে তেলের দাম বাড়বে
মানুষের দাম কমবে
:(
সুন্দর হয়েছে

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪০

ফুয়াদের বাপ বলেছেন: দেশ অধিক ঋনে ভাড়াক্রান্ত সরকার চাইলেই নিত্যপন্য ভর্তুকি দিতে পারে না। আর ভর্তুকি কমাতে গিয়ে বিদ্যুত/তেল/গ্যাসের দাম যে বৃদ্ধি পাচ্ছে তাতে তো মধ্যবিত্ত/গরীবের অবস্থা কাহিল।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

মানচিত্র চিবিয়ে খেতে বহু মজা।

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৩

ফুয়াদের বাপ বলেছেন: পেটের ক্ষুধা নিবারনে অপরাধগুলো অনেকটা মানচিত্র চিবিয়ে খাবার মতোই মনে হয়...

৬| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যেমন জনগণ তেমন সরকার তাই কিছু করার নেই বলার নেই ........... সব কিছুর দাম বাড়িয়ে বাড়িয়ে জনগণের ধৈর্য পরীক্ষা করা হচ্ছে ।

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৫

ফুয়াদের বাপ বলেছেন: দলাদলির যাঁতাকলে আমজনতা। সরকার যে দলেরই হোক গরীব জনতার স্বপ্ন থাকে যেনো সরকার তাদের পেটে-ভাতে সুখে রাখে।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪৬

হাসান জামাল গোলাপ বলেছেন: আমাদের অসীম ধৈর্য্য।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪২

ফুয়াদের বাপ বলেছেন: জুজুর ভয়ে ধৈর্য্য ধারন করতে বাধ্য স্বাধারন আমজনতা।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৪

খন্দকার সাইফুর রহমান আরিফ বলেছেন: আমরা সর্বংসহা জাতি আমাদের ঘারে পাহাড় চাপিয়ে দিলেও আমরা টেনে নিয়ে যাবো পেছন দিয়ে যে গু বের হয়ে যাচ্ছে তার কোন তোয়াক্কাই করবো না। বরং হিসাব মেলাবো কি কারনে এই হাগু, ফলাফল জটিল রোগের কারণে আসলে পাহাড় কোন ব্যাপারই না। হা হা হা। অনেক ভালো লাগলো পড়ে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪১

ফুয়াদের বাপ বলেছেন: যথার্থ বলেছেন...

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১১

নেওয়াজ আলি বলেছেন: আরো নাকি বাড়বে আরো কবিতা পড়তে রেডি হচ্ছি।..... সরকার দরকার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.