![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে সাকিবের দুর্দান্ত পারফর্মে রাজস্থানের সাথে হারা খেলা ড্র করেছিল কেকেআর। যদিও সুপার ওভারে হেরে গিয়েছিলো...
...আমরা বাংলাদেশিরা যখন সাকিবের তারিফে মত্ত ছিলাম তখন "ইন্ডিয়া ক্রিকেট নামে কলকাতা ভিত্তিক একটা পেজ সাকিবকে অশ্লীল ভাষায় গালি দেয়ার অজুহাত দাঁড় করেছিল 'জেতা ম্যাচ নাকি সাকিব ড্র করে ফেলছে ! :/
তখন চুপ ছিলাম,
আজকে আর চুপ থাকার মত মুড নাই মুড থাকার মত কারণ-ও নাই ! বেশি দূর নয় গত ম্যাচেই ফিরুন না.. তথাকথিত বিশ্বসেরা বোলার (আসলেও হয়তো তাই) সুনিল নারায়ণও যখন চার ওভার বল করে ৯+ ইকোনমি রেটে রান দিয়েছিল ৩৮ তখন আমাদের সাকিব চার ওভারে মাত্র ১৩ রান দিলো ! আইপিএলের মত ব্যাটসম্যান নিয়ন্ত্রিত টুর্নামেন্টে চার ওভার বল করে কোন চার-ছয় না খাওয়াটাও একটা ইম্পসেবল ব্যাপার...
আমি হলফ করে বলতে পারি সাকিব এই মূহুর্তে কেকেআরের যেকোন অলরাউন্ডার থেকে সেরা। তবু কেন বার বার অবহেলিত ??
বাংলাদেশি বলে কোন প্রব্লেম নাই তো... !?
২| ১৩ ই মে, ২০১৪ সকাল ৯:৩৬
ফোজাইল ইমন বলেছেন: হাসাইলেন ভাও, চুপচাপ মাইর দিলেন
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ ভোর ৫:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বুঝতে হবে টি২০ খেলা চার ছক্কার খেলা। এক বোলার তার নির্ধারিত ৪ ওভারে ১৩ রানে ১ উইকেট নিলে খেলায় আর কি মজা থাকে। তাই সুষ্ঠ খেলার পরিবেশের জন্য সাকিবরে বাদ দিসে।