নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

সুন্দরী মুখের আড়ালে মৃত্যুর পরোয়ানা...........

১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:২৩


সব সুন্দরই সুন্দর নয় , মরনঘাতী ও হতে পারে ।
ভয়ঙ্কর সুন্দরতার আড়ালেও লুকানো থাকতে পারে মৃত্যুর পরোয়ানা ।

মেয়েটি যতো বেশী সুন্দরী তার খপ্পরে একবার পড়লে ছ্যাকা খাওয়ার সম্ভাবনাও ততো বেশী আর সেই ছ্যাকার ব্যথাটাও যে কতো বেশী ভয়ঙ্কর তা নিশ্চয়ই ভুলে জাননি !!!!
এই “সুন্দর” এর মুখোশের আড়ালে “ অসুন্দর” এর কতো যে আয়োজন, ভয়ঙ্কর সুন্দরতার আড়ালে লুকানো মৃত্যুর যে কতো হরেক পরোয়ানা ; তারই কেচ্ছা এখানে ।

রূপ দেইখা তার ভুইলোনা
ওরে পোড়ার মন,
কইরোনা রফা গোলেমালে
রূপের মোহে কোনও কালে;
অন্তরের বিষে যাইবে যে জীবন ............




-------------------------------------------------------------চোখ ধাঁধাঁনো ভাইরাস ।

অপরূপ আর ভয়ঙ্কর সব সুন্দরতার মাঝে অমঙ্গলের যে অশনি-সংকেত, কালবৈশাখীর আকাশ চিরে বিজলীর মতো আমাদের জীবনাকাশেও যে ঝিলিক দিয়ে যায় তারই অনুগল্প লিখতে বসেছি আমি। জীবন-মৃত্যুর মাঝখানে সুন্দর-অসুন্দর এর যতো টানাপোড়েন, তার দূতিয়ালীতে সদা ব্যস্ত সব সুন্দর-সুন্দরীদের কাহিনী --------------------

অনুজীব তথা ইনফেকটিভ এজেন্টগুলো মানুষের শরীরে সংক্রমন ঘটায়, এটা আমরা সবাই জানি। আপনার বুকের নিউমোনিয়া থেকে শুরু করে ত্বকে ফোঁড়া হওয়া সবই এই অনুজীব বা ইনফেকটিভ এজেন্টগুলোর কাজ । এইসব ছোটখাটো রোগ আপনার জীবনকে দূর্বিসহ করে তোলে নিঃসন্দেহে । তেমনি আবার ডায়রিয়া, কলেরায় আপনার লাইফের “ওয়ারেন্টি” কার্ডের মেয়াদ এক ঝটকায় উত্তীর্ণ হয়েও যেতে পারে ।

এইসব রোগগুলোকে আমরা জানি, চিনি । শুধু জানিনে এইসব হলিউড –বলিউড সুন্দরীদের কার কার কারনে আমাদের শরীরে ঘূণ পোকাদের এই বাসা ।

তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ ......

--------------------------------------------------রক্তের ভেতরে প্রবাহমান সর্বনাশ....

------------------------ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপের চোখে সর্বনাশীর রূপের ছটা....

-----------------------কাছ থেকে দেখা ক্রায়ো-ইলেক্ট্রোমাইক্রোগ্রাফে মরনঘাতী অপ্সরা....

উপরের ঐ অনিন্দ্য সুন্দর ছবিগুলো হলো এইচ-আই-ভি ভাইরাস এর । নামটি শোনেননি এমন কেউ হয়তো নেই এখানে । এই ভাইরাসের কারনে যে রোগটি হয় তার নামটিও কি বলে দিতে হবে ? এটা হলো “ বাঁচতে হলে জানতে হবে”র এইডস । সর্বনাশের আর এক নাম । আপনি এটাও জানেন যে, এইডস রোগটি হওয়া মানে ওপারের টিকিট প্রায় হাতে পেয়ে যাওয়া ।
ডাকসাইটে সুন্দরীদের পাল্লায় পড়লে এমনটাই হয় । তিলে তিলে মরন ................

-----------------------------------------------জীবন সায়াহ্ণে নিভু নিভু প্রদীপখানি ........


আজি বসন্ত জাগ্রত দ্বারে ....................

------------------------------------------ভেরিসিলা যোষ্টার (বসন্ত) ভাইরাস । ইলেক্টোমাইক্রোগ্রাফ ।

------------------------------------বসন্ত ভাইরাসের ডিজিটাল ইলাষ্ট্রেশান ।

বসন্তে ফোঁটা ফুলের মতো এর রূপের ছটা । অথচ এটাও একটা বালা-মুসিবত । মুক্তোর মতো জ্বলজ্বলে এ মুসিবত আপনার শরীরেও ফুঁটিয়ে তুলবে টলটলে মুক্তোদানার কারুকাজ । তখন সত্যি সত্যিই “বসন্ত” জাগ্রত হবে আপনার দ্বারে .............

--------------------------------------------আজি বসন্ত জাগ্রত দ্বারে ........

ভেরিসিলা যোষ্টার ভাইরাসের এমন বসন্ত আয়োজনে আপনার ছোঁয়া থেকে দূরে সরে থাকবে আপনার সব আপনজন । ভেরিসিলা সুন্দরী জড়িয়ে থাকবে শুধু আপনাকে।

রঙ্গিয়া রঙ্গে আমি মজিয়াছি রে।
মজিয়াছি রে, আমি ডুবিয়াছি রে।।
হাটিয়া যাইতে খসিয়া যায় বন্ধে অঙ্গে, অঙ্গে।
হাছন রাজায় নাচন করে প্রেমেরি তরঙ্গে........
পাইলে কখন ছাড়িবে না, এই মনে পাঙ্গে রে।
( হাসন রাজা )
----------------------------------- আহা কি সুন্দর... মরি..মরি.............

----------------------------------- ইলেক্টোমাইক্রোগ্রাফিতে টোগা (ডেঙ্গু) ভাইরাস ............

------------------------------------------------------------ডেঙ্গু আক্রান্ত ........

হীরক দ্যুতি ছড়িয়ে যেন এক একটি ক্রিষ্টাল ............মিষ্ট্রাল ক্ষেপনাস্ত্রের মতো আপনার শরীরের হাড়মাংশকে পিষে দিয়ে যাবে । রাগে-দুঃখে আপনার শরীরের মেজাজ ১০৪ ডিগ্রী উত্তাপ ছড়াবে । চোখে মুখে ফেঁটে পড়তে চাইবে রক্ত । ড্যাং ড্যাং করে রাস্তাঘাট চষে বেড়াবেন ? হবেনা । কারন এই ক্রিষ্টাল সুন্দরী আপনাকে নিয়ে ততোক্ষনে বিছানায় চিৎপটাং । আপনাকে যে ডেঙ্গুতে ধরেছে ! ডেঙ্গু সুন্দরীর বাঁধনটা বেশী শক্ত হলে পরপারের বুড়ি ছুঁয়েও ফেলতে পারেন যে কোনও সময়।

সাতনরী হার দেবো
ফুলেরও বাহার দেবো .......



-----------------------------------------ইলেক্টোমাইক্রোগ্রাফিতে ইনফ্লুয়েঞ্জা / ফ্লু ভাইরাস.....

প্রিয়ার মরালী গ্রীবায় অলস পড়ে থাকা সোনার চেইনে ডায়মন্ডের লকেট । কিম্বা দেখতে ঠিক মাথার টিকলী । নজর কেড়ে নেবে সবারই । কেড়ে নেয়ার মতোই রূপের চটক তার । অথচ এই সুন্দরীকে বগলদাবা করলেই সেরেছে । হ্যাপা সামলাতে হবে অনেক । নাকের জল, চোখের জল এক করে ছেড়ে দেবে আপনার । ঘরভর্তি লোকের সামনেই লজ্জায় নাক-কান লাল হয়ে উঠবে । উষ্মায় নাক থেকে ফোঁস ফোঁস করে গরম বাতাসও ছাড়তে পারেন আপনি ।
এই গরমের দিনে আপনার কন্ঠলগ্ন হয়ে উঠতে আপনার চারপাশেই আছে সে । এই সুন্দরী প্রেমিকা একবার বাগে পেলে আপনার পকেট নয়, নাক খসিয়ে ছাড়বেই । এ হলো প্রেমের “ফ্লূ” রোগ ।

-----------------------------------------ফ্লু’র প্রেমে সর্ব অঙ্গ জরজর.........

চিন্তার কোনও কারন নেই । এইসব ছলনাময়ী মারনঘাতকদের হাত থেকে আপনাকে বাঁচাতে মা-বাবার মতো সারাক্ষন আপনাকে পাহারা দিয়ে রাখছে আপনার “ইমিউন সিষ্টেম” । আপনিও যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদেরকে, তবে আপনার এই পাহারাদারের হাত শক্তিশালী হয়ে এইসব আপাত সুন্দরের ভয়ঙ্কর খপ্পর থেকে বাঁচিয়ে দিতে পারে আপনাকে ।

দেখুন এখানে - ইমিউনিটির সাথে টিউনিং........

আপনাকে মরনফাঁদে ফেলায় যে সব সুন্দরীরা, তাদেরকে কি শৈল্পিক ভঙিমায় আপনার জীবন থেকে সরিয়ে দিয়ে আপনাকে ছ্যাকা খাওয়ার হাত থেকে আগলে রাখছে একটি ইমিউন কোষ ----
ইলেক্ট্রন মাইক্রোগ্রাফিতে একটি যক্ষার জীবানুকে গিলে ফেলছে একটি ইমিউন কোষ - ম্যাক্রোফেজ .....


কী বিচিত্র এই সৃষ্টিজগৎ আর প্রতি পরতে পরতে কী এর নান্দনিকতা !


চলবে………………………..


ছবির কৃতজ্ঞতা - ইন্টারনেট ।

মন্তব্য ১১২ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:৪১

কল্লোল পথিক বলেছেন:


সব সুন্দরের মাঝে লুকিয়ে আছে এক ভয়ংকর অসুন্দর!
পোস্টে++++++++++++++++

১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৩

আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,



তা্-ই থাকে । সুন্দর মুখের আড়ালে লুকিয়ে থাকে কর্দমাক্ত একটি মন ! ঠিকই বলেছেন ।

অসংখ্য ধন্যবাদ প্রথম প্লাস এবং লাইক দেয়াতে ।

২| ১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৬

অদৃশ্য বলেছেন:



ব্যাপারটা এমন যে অতি সুন্দরীর কাছাকাছি তো মৃত্যুর কাছাকাছি... কেননা হত্যা করবার জন্য তাদের অনেক মোক্ষম অস্ত্র আছে... দারুন সব ভাইরাসের চিত্রের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন চমৎকার উপস্থাপনার মাধ্যমে...

চাওয়া এটুকুই যে এমন সুন্দরীদের কাছাকাছি আমরা না যাই অথবা এসব সুন্দরীরা যেন কখনোই আমাদের কাছে না আসে...

শুভকামনা...

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৯

আহমেদ জী এস বলেছেন: অদৃশ্য ,



ছবিতেই পরিচয় করিয়ে দেয়া গেছে মাত্র । চোখে দেখে পরিচয় করিয়ে দিতে পারলুম না । কারন এসব সুন্দরীদের খালি চোখে দেখা যায় না ।
সুন্দরীদের আসতে কেন বাঁধা দেবেন ? :(
তবে হ্যাঁ...এসব সুন্দরীদের কাছে যেতে চাইলেও আপনি যেতে পারবেন না । কেন পারবেন না তা বলেছি পোস্টের এখানে -
দেখুন এখানে - ইমিউনিটির সাথে টিউনিং........

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
শুভেচ্ছান্তে ।

৩| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:১০

সুজন চন্দ্র পাল বলেছেন: আমি যে বিরহে পরে গেলাম, ওষুধ বাতায়ে দেন গো কবিরাজ। :``>>

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৫

আহমেদ জী এস বলেছেন: সুজন চন্দ্র পাল ,



কার বিরহে পড়লেন আবার ?
আর ঔষধ ? এতো সোজা । এর জন্যে কবিরাজ লাগেনা ।
যে সুন্দরীর বিরহে সুজন বালক হয়েছেন তাকে জাপটে ধরে বলুন --- "আ .. গলে লাগ যা...." । ;)
দেখবেন প্রেমে গদগদ হয়ে সে আপনাকে নিয়ে একদম বিছানায় ল্যাপ্টালেপ্টি । B-)) :`>

৪| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি ভয়াবহ!! #:-S

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৬

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,



ভয়াবহ কেন ?
কি সুন্দর সব প্রানময় ছবি দিয়ে গেলুম , যা চোখের আঁশনাই মেটাতে ঢের বেশী চটকদার । তবুও মন ভরলোনা ? :((

৫| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৬

আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: ছবিগুলো অসাধারণ সুন্দর। কিন্তু এত ভয়ংকর,,,,,, !!!!!!!

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪২

আহমেদ জী এস বলেছেন: আলোকিত-পৃথিবীর-সন্ধানে ,




এ হলো প্রকৃতির আর এক খেলা । যতো সুন্দর ততো বেশী ভয়ঙ্কর । আবার যতো অসুন্দর ততো বেশী আপনার ।
আলোকিত-পৃথিবীর-সন্ধানে নেমেছেন। খেয়াল করে দেখলে দেখবেন, ব্যালান্স করা সব কিছু ।

৬| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৮

বিজন রয় বলেছেন: ভয়ংকর সুন্দর বা অসুন্দর।

এটি একটি অগ্নিসন্দর্ভ!!
++++

১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,



ভয়ংকর সুন্দর বা অসুন্দর, দুটোই । যখন এইসব সুন্দরীরা শরীরের অন্দর মহলের বাইরে আছে কেবল তখনই তারা ভয়ংকর সুন্দর । আর যখন গৃহপ্রবেশ করেই ফেলবে তখনই তারা সবচেয়ে ভয়ংকর অসুন্দর ।

মন্তব্যে হাযারো ধন্যবাদ ।

৭| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১:১৬

আরণ্যক রাখাল বলেছেন: কি হরিলাম, কি পড়িলাম, কি শুনিলাম!!
জবাব নেই আপনার

১৪ ই জুন, ২০১৬ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ,



খুব খারাপ কিছু একটা শুনেছেন । আর পড়েছেন যে , সব সুন্দর চেহারাই প্রিয় নয় ।
বাণী এটাই --- গোলাপেরও থাকে কাঁটা । তাই বুঝেশুনে সুন্দর সুন্দর ফুল তুলে করায়ত্ব করতে হয় । নইলে ধরাশায়ী হতেই হয় ।

আর কি হরিলেন ? কিছুই হরেন নাই । ভ্যাকসিন এর তাবিজ নেছেন ? ওইডা লইয়া লন, হেলে যতো সুন্দরীই হউক আপনেরে কাইত কর্তে ফাইত্তো ন ..... :P

৮| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১:৩২

কাবিল বলেছেন: সুন্দরী ভয়াবহ
চলতে থাকুক

১৪ ই জুন, ২০১৬ রাত ৯:৩৮

আহমেদ জী এস বলেছেন: কাবিল ,



বাহ্‌ ... বেশ বলেছেন - সুন্দরী ভয়াবহ !


সাথেই থাকুন । ধন্যবাদের সাথে ..................

৯| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৩

পুলহ বলেছেন: ফ্লু ভাইরাসটা বেশি সুন্দর দেখতে....
ইমিউনিটির সাথে টিউনিং........ টাও পড়া হয়েছে
চলুক। ভালো একটা সিরিজই হবে আশা রাখি!
প্লাস

১৪ ই জুন, ২০১৬ রাত ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: পুলহ ,



হা...........হা...............ফ্লু ভাইরাসটা তো ভালো লাগতেই হবে ! সাতনরী হারের লকেটখানি যে । আমাদের সব জুয়েলার্সের শোকেসে এমনটারই বাহার দেখবেন । এটাই হয়তো চোখে লেগে আছে । আবার এও হতে পারে, কারো মাথার টিকলীটাকে দেখেছেন ! #:-S
ঘরের কারো কথাবাদ দিলুম .......... :`>

চেষ্টা করছি , সাথেই থাকুন । শুভেচ্ছান্তে ।

১০| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৩১

সাহসী সন্তান বলেছেন: জী এস ভাই, সুন্দর এতটা ভয়াবহ হয় বলেই বোধ হয় আমরা সব সময় সেই সুন্দরের পিছু পিছু ছুটি! পোস্ট পড়ে আমি স্তব্ধ, বাক রুদ্ধ! অনেক আগে "মৃত্যু উপত্যকা" নিয়ে একটা বইতে পড়েছিলাম! সেইটা পড়ে মনে হয়েছিল, মৃত্যুও বোধ হয় মাঝে-মাঝে মানুষের কাছে সুন্দর হয়ে ধরা দেয়! আজ আপনার পোস্ট পড়ে ঠিক সেই রকমই অনুভূতি হচ্ছে! :(

চমৎকার পোস্টে অনেক অনেক ভাল লাগা! শুভ কামনা রইলো!

১৪ ই জুন, ২০১৬ রাত ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,




প্রকৃতিগত কারনেই আমাদের সুন্দরীদের পেছনেই ছুটতে হয় । অসুন্দরের পেছনে নয় ।
তবে এখানে যে সুন্দরীদের কথা বলা হয়েছে, তাদের পেছনে আমরা কিছুতেই ছুটছিনে বরং " ১০০গজ দূরে থাকুন " ট্রাকের পেছনে এমন সাবধান বাণীর মতোই আমরাও ১০০ মাইল দূরে থাকতে চাই । কিন্তু পারিনে সব সময় । উল্টো তারাই আমাদের পেছনে পেছনে ছুটে শয্যাশায়ী করে ফেলে । :(

সব সময় সাথে থাকার জন্যে অযুত ধন্যবাদ ।
শুভকামনা রইলো আপনার জন্যেও ।

১১| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৩

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ইহা একটি ছদ্মবেশী হরর পোস্ট। পোস্টে ডাবল মাইনাচ

১৪ ই জুন, ২০১৬ রাত ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: বৈশাখের আমরণ নিদাঘ ,




ইহা কোনও অবস্থাতেই "হরর" পোস্ট নহে বরং " জরুর" পোস্ট । এইখানে সুন্দরের আড়ালে লুকাইয়া থাকা হররকে চিনাইয়া দে্ওয়া হইয়াছে যাহাতে বদ- পোলাপাইন সুন্দরীদের দেখিয়াই ঝাপাইয়া না পড়ে । জেন-রসির কথামতো তাহারা যেন গোল্লায় না যায় । ;) :D
দুইটা মাইনাচ চিহ্ণ একটার উর্ফে আর একটা আড়াআড়ি কইররা দিয়েন । #:-S

১২| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩০

শায়মা বলেছেন: এই পোস্ট দেখে কোনদিকে দৌড় দেবো ভাবছিলাম ভাইয়া!!!!!! সুন্দর যত সুন্দরই হোক এই ভয়ংকর সব সুন্দর দেখলে সাথে সাথেই আমার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। :(

কিছুদিন আগে ফুপির গায়ে এক সাইডে দেখলাম কিছু অদ্ভুৎ মুক্তাবিন্দু। সেটা দেখেই আমি প্রথমে চিৎকার ! এই সব কি! কই যেন শুনেছিলাম হারপিস জস্টার! সাথে সাথে মনে পড়ে গেলো! আমি বললাম ফুপি সর্বনাশ ! শিঘরী ডক্টর!!!! ঔষধ এ্যাম্বুলেন্স! মনে মনে বললাম আমার থেকে দূরে থাকো!!!!!!!! আমি ভুই পাই! :(( যদিও স্বার্থপরের মত কথা তবে সত্যি কি ভীষণ ভয় পেয়েছিলাম আমি। সেই অসহনীর ব্যাথা নিয়ে ফুপি ডক্টরের কাছে গেলো। চিকিৎসা হলো ভালোই ভালোই সব কিছু মিটে গেলো তবে আমি তত দিনে হার্পিস জস্টার বিশেষজ্ঞ!

এরপর আমার একদিন গরমে একটু আলার্জী হলো আমি তো কেন্দে কেটে শেষ! মাই গড আমারও হয়েছে! ফুপিকে বললাম তোমার জন্য এমন হলো ! পরদিন সকালে উঠে দেখলাম সেটা হাওয়া!
আলার্জীর জীবানু কেমন কে জানে তবে শয়তান মিঃ জস্টারকে ভ্যাকসিনে রোধ করে দেওয়া যায় শুনেছি। কিন্তু আমি তো ভ্যাকসিনও ভয় পাই! :( :( :(

১৪ ই জুন, ২০১৬ রাত ১১:১০

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



এই সেরেছে ! ফুলন দেবী ভয়ঙ্কর সব সুন্দরীদের দেখেই ঝুলে গেলো ? ফুল এ্যাবাউট টার্ণ ? :(

হার্পিস জস্টার বিশেষজ্ঞ ? তা হার্পিস লেবিয়ালিস নিয়ে কি বলবেন ? ওটা তো আপনারও হয়েছে এবং হবে । আবার বলে বসবেন না যে , এ ব্যাপারে আপনি বিশেষ অজ্ঞ ! :D

এলার্জীর কোনও শয়তান মিঃ ভাইরাস নাই । নাই ব্যাকটেরীয়াও । নাই আর কোনও জীবানুও ! এটা শুনে আবার বাচ্চা মেয়ের মতো হাত-পা ছড়িয়ে " এলার্জীর জীবানু দেখুম ... এলার্জীর জীবানু আইন্না দ্যাও...." বলে ভেউ ভেউ করে কেন্দে কেটে একশা করে ফেলবেন না যেন । লোকে মন্দ বলবে !!!!!! :(( :`>

যাকগে , এসব সুন্দরীদের কাছ থেকে ১০০ হাত দূরে থাকুন । ভাবার কিচ্ছু নাইক্কা । যেদিকেই দৌঁড় দিননা কেন ঝেঁড়ে দৌঁড় দিন । আপনি স্ত্রী লিঙ্গ বলে ওরা কিন্তু মোটেও ছাড় দেবেনা ! B:-/


১৩| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!

জীবনকে নিরানন্দ করতে সব সুন্দরীদের যে ভয়াবহ রুপ সন্দর্শন করালেন.. তাতেতো পিলে চমকে গেল!

হায় রুপের ঝলক! মজলেই সর্বনাশ!

নদীর জল ঘোলাই ভাল ;)

সুস্থ সুন্দর নিরোগ দেহে যতটা দিনআয়ু থাকে বেঁচে থাকাও একটি শ্রেষ্ঠ নেয়ামত!

কী বিচিত্র এই সুন্দরীতমা পোষ্ট আর প্রতি পরতে পরতে কী এর নান্দনিকতা ! ;)

++++++++++++++

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



এর পরে পিলে শুধু চমকাবেই না, রাগে ফুলেও উঠবে যদি আপনি হেপাটাইটিস সুন্দরীর রূপ দর্শন করেন । :P !
সাথেই থাকুন , দেখবেন রূপের ঝলকই না শুধু , পড়বেনা চোখেরও পলক ।
হা............নদীর জল ঘোলাই তো ভাল ! আঙুরফল টক যে ! :||

আর সবাই সুস্থ সুন্দর নিরোগ দেহে দিনাতিপাত করুক , এমনটাই প্রার্থনা ।

কী চমৎকার এই মন্তব্য আর পরতে পরতে কী তার আন্তরিকতার আভাস .................

১৪| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৮

জেন রসি বলেছেন: কি দরকার ছিল???

মানুষ আবার বেশী সুন্দরের মুখোমুখি দাঁড়াতে পারেনা। দাঁড়ালেই ছ্যাঁকা কনফার্ম!!! ;)

কেউ যেন এসব সুন্দরীর পাল্লায় পরে গোল্লায় না যায় সেই কামনা করছি। :)

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



নাহ.. কোনও দরকার ছিলোনা ! সুন্দরের মুখোমুখি দাঁড়ালেই ছ্যাঁকা কনফার্ম, এটা নতুন কিছু নয় । তাই এলান করারও দরকার ছিলোনা । জানে সবাই, আই মীন ; সবার অভিজ্ঞতা এটা । :-*

আবার সুন্দরীর পাল্লায় পরে গোল্লায় যেন না যায় পুলাপান, সেই কামনা যখন করছেন তখন তো এরকম এলান করা ফর্জ হয়ে পড়ে । :( :P

১৫| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫২

আরমিন বলেছেন:
কী বিচিত্র এই সৃষ্টিজগৎ আর প্রতি পরতে পরতে কী এর নান্দনিকতা !

ভয়ংকর রকমের বিচিত্র!

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

আহমেদ জী এস বলেছেন: আরমিন ,



আসলেও প্রকৃতি যে কতো বিচিত্র, কতো রঙে নিজেকে সাজিয়ে রেখেছে নিজের ভেতর , তা খুঁজে-পেতে দেখতে হয় । সাথে আবার দেখার চোখটিও থাকা চাই ।

মন্তব্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

১৬| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৭

বিদ্রোহী সিপাহী বলেছেন: এমন সুন্দরের মুখে ঝাঁটা (তবুও ঘুরে ফিরে দেখতে মন চায়!!!)
তবে আপনার পোষ্টে+++++++++...

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী সিপাহী ,



আমার অনেক পোস্টে করা আপনার আগের মন্তব্যগুলোর মতোই এই মন্তব্যটিও উৎসাহমূলক । ধন্যবাদের সাথে গৃহীত হলো মন্তব্যটি ।
শুভেচ্ছান্তে ।

১৭| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: কঠিন পোস্ট! মাথা তো আউলাইয়া গেলো!

১৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




সাধু মানুষ, এইসব সুন্দরী রূপসীদের দেখলে তো মাথা "আউলাইয়া" যাবারই কথা । তাই গেছে আপনার !!!!! ;)
সাথে থাকার জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

১৮| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সরস ভাষায় ভয়াবহ তথ্যের সমাহার। সাথে জীবানু গুলোর ছবি দেখে ( ওরা যতই সুন্দরী হোক ) আমার কিন্তু প্রেম করার ইচ্ছা নেই মোটেই।
ধন্যবাদ ভাই আহমেদ জী এস।

১৫ ই জুন, ২০১৬ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ,



আমার কিন্তু প্রেম করার ইচ্ছা নেই মোটেই। তার মানে একটু একটু আছে ! :-P

অনেকদিন পরে দেখলুম । ভালো আছেন তো আপনি ?
শুভেচ্ছা জানবেন ।

১৯| ১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:

কী সব সুন্দরীদের কথা বললেন, শুনেই তো গায়ের লোম খাড়া হয়ে গেলো ।
বাঁচতে হলে জানা জরুরী ।দারুণ পোস্ট, কাব্যের মাঝে সচেতনতা ।

১৫ ই জুন, ২০১৬ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




বাঁচতে হলে জানতে হবে ........... ;) এর বিকল্প নেই ।
যাদের দেখলেন তাদের দেখে গায়ের লোম খাড়া হলে চলবেনা , চেতনাকে ঝাঁকি দিতে হবে । বলতে হবে, এইসব সুন্দরীদের হাত থেকে বাঁচাও হে মাবুদ...........। B-))

অনেকদিন পর এলেন । দেখে ভালো লাগলো ।

২০| ১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

শেয়াল বলেছেন: একেই বলে সুন্দর ! যে সুন্দর সাংঘাতিক কিছু নয়, সেটা যে সুন্দরই না ।

১৫ ই জুন, ২০১৬ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: শেয়াল ,




এটাকেই বলে মন্তব্য । মন্তব্য হো তো এ্যায়সা ...... চমৎকার !
একদম ঠিক বলেছেন ।

২১| ১৪ ই জুন, ২০১৬ রাত ১০:১৬

মনিরা সুলতানা বলেছেন: আমার তো ভয়াবহ ই মনে হইল :-&

১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,




ভয়াবহ-ই তো !
শিরোনামটি খেয়াল করুন - সুন্দরী মুখের আড়ালে মৃত্যুর পরোয়ানা...........
মৃত্যু পরোয়ানা.তো সব সময়ই ভয়াবহ ।

২২| ১৪ ই জুন, ২০১৬ রাত ১০:৪৭

কালনী নদী বলেছেন: শেয়ালের সাথে একমত -- একেই বলে সুন্দর ! যে সুন্দর সাংঘাতিক কিছু নয়, সেটা যে সুন্দরই না ।

এইটা কি দেখাইলেন ভাই এমনিতেই বর্তমানে অনেক ঝামেলায় আছি। ধইন্যাপাতা।।।

১৬ ই জুন, ২০১৬ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,




এটা তো দেখালুম এ জন্যে যে , এমনিতেই ঝামেলায় আছেন তার উপর নতুন করে অচেনা সুন্দরীদের পাল্লায় পড়ে আপনার ঝামেলা যেনো আর না বাড়ে । :P

২৩| ১৪ ই জুন, ২০১৬ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: এ জন্য সুন্দর দেখলেই মজতে নেই। কিন্তু আবেগ বলে কথা!! সুন্দরী দেখলে মাথা ঠিক রাখাও তো দায়!!!

১৬ ই জুন, ২০১৬ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,



তিন তিনটি বাক্যের সবক'টাই অতি খাটি কথা ।
সে জন্যেই তো সাবধান করা ........... মাথা যেনো ঠিক থাকে ।

২৪| ১৫ ই জুন, ২০১৬ রাত ৩:২০

কালনী নদী বলেছেন: You wud better write a article about orchid than any more anti womenist objects! hasan raja decleared himself as nothing.

১৬ ই জুন, ২০১৬ রাত ৯:১৫

আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,



হাসনরাজা মহাপুরুষ । মহাপুরুষরাই কেবল বলতে পারেন যে তারা আসলে কিছুই নন ! আমাদের মতো মানসিকতার লোকজনের ইগো আকাশছোঁয়া । আমরা যে অনেক কিছু তা প্রমানেই ব্যস্ত সারাক্ষন । কস্মিনকালেও বলবোনা যে , আমি আসলে তেমন কিছুই নই !
আর অর্কিড সম্পর্কে ? ওটা না হলেও এটা আছে দেখুন , অর্কিডের কাছাকাছি ----
ব্যাঙের ছাতা .......

লেখার মতো লেখার অনেক কিছুই আছে এ পৃথিবীতে । লিখবো সময় মতো । হুটহাট করে লেখার মতো প্রতিভা আমার নেই । লিখতে গেলে ভাবতে হয় , সময় লাগে। কি করি বলুন..............!!!!!!!!

২৫| ১৫ ই জুন, ২০১৬ রাত ৩:২৭

কালনী নদী বলেছেন: according to your bio- truth never dies! because its already dead. tell me for whom hiv virus spreading up? while she's concern her customer by her own comdom! but u see in love skip it up and take ur chances of opportunities. . .

১৬ ই জুন, ২০১৬ রাত ১০:৫৪

আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,




এখানে ভাইরাস নিয়ে লিখেছি । ভাইরাস কেমন অনুজীব, জানেন তো ? লিভিং এ্যান্ড নন-লিভিংয়ের মাঝামাঝি একটা অবস্থা । যখন ভাইরাস প্রানীকোষে প্রবেশ করে তখনই তারা জীবিত ( লিভিং ) হয়ে ওঠে । আবার যখন প্রানীকোষের বাইরে থাকে তখন আবার এরাই মৃত (নন-লিভিং) । ভাইরাস কখনও মরেনা !
সত্যও তাই । মরেনা কখনও । আপনার এ মূহুর্তে হয়তো কিছু ঘটনার কারনে মনে হতে পারে "সত্য" মারা গেছে কিন্তু ইতিহাসের পরতে পরতে (কোষে কোষে) ঘটনাটিকে ঢুকিয়ে দিন দেখবেন সত্যটাই আবার মাথা তুলে দাঁড়িয়েছে ।

এইচআইভি কি করে ছড়ায় ? এতো এতো টাকা খরচ করে এনজিওগুলো " বাঁচতে হলে জানতে হবে" বলে চেচাচ্ছে আর আপনি এখন জানতে চাচ্ছেন এইচআইভি কি করে ছড়ায় ? কেন আপনি জানেন না ? :(

২৬| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৪:৫০

গেম চেঞ্জার বলেছেন: আপনি সুন্দরের কি দেখেছেন এগুলোতে, জি.এস. ভাই! মহাকাশের গ্যালাক্সি জগতের বিপদগুলো আর পরমাণুর ভেতরের গঠন, ক্যামিকেলের অসাধারণ সব কারসাজি দেখলে কি বলবেন সেটাই ভাবছি!!!!!!!!!!

১৬ ই জুন, ২০১৬ রাত ১১:২৭

আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,



এগুলোতে যা দেখেছি, তা আর এক সুন্দরকেই দেখেছি । যেমন দেখেছি , তোমার ঐ হরিন কালো চোখ !

আর গ্যালাক্সি দেখে আমি কি বলবো ভাবছেন ? আমি কিছুই বলবোনা । কারন ওগুলো বলে ফেলেছি অনেক আগেই সিরিজ করে ।
নীচের লিংকে গিয়ে দেখে আপনিই বলুন কি বলবেন আপনি এখন ?
[link|http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30048705 |“মাগো, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে .....” [ ছবি ও লেখা ব্লগ ]

১৬ ই জুন, ২০১৬ রাত ১১:৩৫

আহমেদ জী এস বলেছেন:



[link|http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30039980|“মাগো, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে .....” [ ছবি ও লেখা ব্লগ ]]

২৭| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৫:০৪

আফ্রোদিতে বলেছেন: ভয়ংকর সুন্দর যাকে বলে!

১৭ ই জুন, ২০১৬ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: আফ্রোদিতে ,



হ্যা.. সুন্দর কিন্তু ভয়ংকর ।

ঠিক মনে করতে পারছিনে আপনি আমার ব্লগে এই প্রথম কিনা । হলে , স্বাগতম আপনাকে ।
মন্তব্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

২৮| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৬:০৪

শায়মা বলেছেন: হার্পিস লেবিয়ালিস !!!!!!!!!!! B:-)


সেতো জস্টারের ছোট বইন!!!!!!!!:(


না না ভাই বোন কাউকে চাইনা আমি!!!!!!!!!! বোন তো আরও শয়তান একদম ঠোঁটের উপর বাসা বাঁধে।:( X((


তার থেকে দূরে গিয়ে মরুক শয়তানের গুষ্ঠি!!!!!!!!!! X((

এদের আবার দাদা দাদী নানা নানীও আছে কিনা কে জানে!!!!!


না বাবা আমি নাই!!!!!!!!

১৭ ই জুন, ২০১৬ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,




ওহ.... তাহলে আপনি হার্পিস লেবিয়ালিসেরও বিশেষজ্ঞ ? ওকে শয়তান বললেন কেন ?
ঠোঁটের উপর বাসা বেঁধে কিছু করে গেছে....... ? কি যেন বলে লোকে !!!!!!!!!!! ;) B:-/

নাহ, ভয় নেই; ওদের দাদা দাদী নানা নানী থাকলেও আমি আর ওদিকে যাচ্ছিনে বাপু ! অন্য কারোকে নিয়ে আসবো আবার । খারাপ লাগবেনা হয়তো । মানুষের রোগবালাইয়ের উৎসগুলি কি ভয়ঙ্কর সুন্দর তা জানতে পেরে বা দেখতে পেলে অবাক হতেই হয় । কি সুন্দর চেহারা নিয়ে তারা অসুন্দরের গান গেয়ে যায় !

আবারো এসে মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো ।
সহি- সালামতে থাকুন , থাকুন নীরোগ প্রতিক্ষন ।

২৯| ১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৯

নীলপরি বলেছেন: বাপরে কি ভয়ানক পোষ্ট !

১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



ভয়ানক পোষ্ট !
হা..........হা......... ভালোই বলেছেন !!!

৩০| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:০১

জুন বলেছেন: মেয়েটি যতো বেশী সুন্দরী তার খপ্পরে একবার পড়লে ছ্যাকা খাওয়ার সম্ভাবনাও ততো বেশী আর সেই ছ্যাকার ব্যথাটাও যে কতো বেশী ভয়ঙ্কর তা নিশ্চয়ই ভুলে জাননি !!!!
আর এজন্যই তো আমাদের চরম রোমান্টিক কবিগুরু লিখেছেন "মরণ রে তুহু মম শ্যাম সমান"। এই সব অপ্সরা মেনকাদের পাল্লায় পড়লে সবারই এক অবস্থা :)
খুব সুন্দর করে কাব্যিক ঢং এ লিখেছেন এই ভয়ঙ্করীদের নিয়ে। ভালোলাগলো।
শুভকামনা রইলো।

১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: জুন ,




সাধে কি আর আপনাকে বলি, অনেক বিদুষী আপনি !
কোথায় ভয়ঙ্কর সুন্দর অনুজীবদের মরনকামড় নিয়ে লিখলুম আর আপনি টেনে নিয়ে এলেন কবিগুরুকে ।
ডেঙুর ১০৪ ডিগ্রী জ্বরের উত্তাপ কবিগুরুর এই রোমান্টিকতা দিয়ে যেন প্রশমিত করে গেলেন ।

আসলে এই সব অপ্সরা মেনকাদের পাল্লায় পড়লে "মরণ রে তুহু মম শ্যাম সমান" বলা ছাড়া শ্বান্তনা থাকেনা কোনও ।
অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর মন্তব্যে ।

ভালো থাকুন । সুস্থ্য থাকুন ।

৩১| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:০৭

হাসান মাহবুব বলেছেন: ব্যাপারগুলো ভয়ানক, তবে আপনার লেখার মধ্যে একটা সহজাত কোমলতা এবং কাব্যভাব আছে, যার কারণে পোস্ট অতটা শকিং লাগে নাই!

২০ শে জুন, ২০১৬ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,



খুব দেরী হয়ে গেলো উত্তর দিতে । দুঃখিত ।

হা...হা..হা.. লিখেছেন আমার লেখার মধ্যে একটা সহজাত কোমলতা এবং কাব্যভাব আছে । আমি মনে হয় মানুষটাই অমন । আমার প্রোফাইলেই অমন কথা লেখা আছে । ;)

আমি তো আর আপনাদের শক দেয়ার জন্যে লিখিনি , লিখেছি সাবধান করে দেয়ার জন্যে ..... না জেনে , না বুঝে যেন সুন্দরীদের পাল্লায় না পড়েন । :P

ধন্যবাদের সাথে শুভেচ্ছা ।

৩২| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:২০

আলোরিকা বলেছেন: রুপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাইইইইনা ----------- আসলে ভয় পেয়েছি |-) এখন কোন ভাইরাল অ্যাটাক হলে আগেই খুঁজে বের করবো কোন রূপসীর পাল্লায় পড়েছি তারপর রুপ দেখে সান্তনা লাভ / প্রদানের চেষ্টা করবো :P

২০ শে জুন, ২০১৬ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,




কি বললেন ? ভাইরাল অ্যাটাক হলে খুঁজে বের করবেন কোন রূপসীর পাল্লায় পড়েছেন ? না কি খুঁজে খুঁজে বের করবেন কোন সুন্দরী ভাইরাসের পাল্লায় পড়া যায় ? :||

ধন্যবাদ তবে দুঃখ প্রকাশ করছি জবাব দিতে দেরী হবার কারনে ।
শুভেচ্ছান্তে ।

৩৩| ১৫ ই জুন, ২০১৬ রাত ১০:০৩

দীপংকর চন্দ বলেছেন: আমার কেন যেন মনে হয় বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই সুন্দর নিয়ন্ত্রণ করতে জানলে!!!

না জানলে মৃত্যুর পরোয়ানা...........

প্রিয়তে থাকছে।

অনিঃশেষ শুভকামনা জানবেন শ্রদ্ধেয়।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২০ শে জুন, ২০১৬ রাত ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,




নিয়ন্ত্রণ করতে না জানলেও ব্রহ্মাণ্ডের সবকিছুই সুন্দর । এই সুন্দরতায় মানুষের কোনও হাত নেই । তার শুধু চোখ মেলে দেখে যাওয়া ..........................

দেরী হলো প্রতিউত্তর দিতে । ক্ষমাপ্রার্থী ।

ভালো থাকা ঝরুক আপনার জীবনে আষাঢ়ের মতো অঝোরে ।

৩৪| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অসম্ভব সুন্দর ছবি কিন্তু বর্ণনা পড়ে সুন্দর কত ভয়ানক উপলব্দি করলাম।

চমৎকার পোস্ট জী এস ভাই।

ভাল থাকুন নিরন্তর। :)

২০ শে জুন, ২০১৬ রাত ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ,




অনেকদিন পরে দেখলুম আপনাকে ।

সুন্দর সব সময়ই ভয়ানক , সহজে হজম হয়না । :D

প্রতিউত্তর দিতে দেরীর জন্যে নিশ্চয়ই দোষারোপ করবেন না !

ভালো থাকুন আপনিও জীবনভর ।

৩৫| ১৭ ই জুন, ২০১৬ রাত ৯:১১

শায়মা বলেছেন: লেখক বলেছেন: শায়মা ,




ওহ.... তাহলে আপনি হার্পিস লেবিয়ালিসেরও বিশেষজ্ঞ ? ওকে শয়তান বললেন কেন ?
ঠোঁটের উপর বাসা বেঁধে কিছু করে গেছে....... ? কি যেন বলে লোকে !!!!!!!!!!! ;) B:-/

নাহ, ভয় নেই; ওদের দাদা দাদী নানা নানী থাকলেও আমি আর ওদিকে যাচ্ছিনে বাপু ! অন্য কারোকে নিয়ে আসবো আবার । খারাপ লাগবেনা হয়তো । মানুষের রোগবালাইয়ের উৎসগুলি কি ভয়ঙ্কর সুন্দর তা জানতে পেরে বা দেখতে পেলে অবাক হতেই হয় । কি সুন্দর চেহারা নিয়ে তারা অসুন্দরের গান গেয়ে যায় !

আবারো এসে মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো ।
সহি- সালামতে থাকুন , থাকুন নীরোগ প্রতিক্ষন ।


সুন্দর না ছাই আমার কাছে তো ডাইনীবুড়ি লেবিলিসা টাইপ লাগছে। এই ডাইনীবুড়ি তাড়ানোর তন্ত্র মন্ত্র পাঠ করি!!!!!!!!!!!!

২০ শে জুন, ২০১৬ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



" সুন্দর না ছাই আমার কাছে তো ডাইনীবুড়ি লেবিলিসা টাইপ লাগছে। এই ডাইনীবুড়ি তাড়ানোর তন্ত্র মন্ত্র পাঠ করি!!!!!!!!!!!! "

যদিদং হৃদয়ং তব ..... বুড়িনং তাড়ায়ং যব ........... আমিন, আমিন ....... :-P B:-/

৩৬| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ২:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: শিরোনাম দেখে ম্যাদাটে প্রেমকথা ভেবেছিলাম, টুইস্টটা দেখে ভাল লেগেছে :-B

২০ শে জুন, ২০১৬ রাত ১০:৩৮

আহমেদ জী এস বলেছেন: প্রোফেসর শঙ্কু ,



কেন সুন্দরী মুখের আড়ালে মৃত্যুর পরোয়ানা কি ম্যাদাটে প্রেম কাহিনী হয় ? ও তো মারমার কাটকাট প্রেম !!!!!!
কোনও টুইষ্ট নেই , সরাসরি অনেষ্ট বক্তব্য । সুন্দরীর পাল্লায় পড়েছেন কি মরেছেন !!!!!! :`> !:#P

শুভেচ্ছান্তে ।

৩৭| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫১

শাহেদ খান বলেছেন: বিচিত্র পোস্ট!

জ্যামিতিক প্রতিসমতার অপূর্ব নকশা'য় বোনা ঘাতকদের নিয়ে সুন্দর আয়োজন করেছেন!

শুভেচ্ছা, আহমেদ জী এস ভাই!

২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

আহমেদ জী এস বলেছেন: শাহেদ খান ,



মানুষের সমগ্র জীবনটাই তো বহু বিচিত্র । সুন্দর - অসুন্দরে সাজানো । এ নিয়েই বেঁচে থাকা , এ নিয়েই মরন !!!!!!!!!!!!!

তা, অনেকদিন পরে দেখা মিললো । ভালো লাগলো দেখে ।
ফিরে আসায় দীর্ঘ শুভেচ্ছা ...........................

৩৮| ২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''আপনাকে মরনফাঁদে ফেলায় যে সব সুন্দরীরা '' হুম ! নারী বিদ্বেষী পোস্ট ! :-P
সুন্দর বা সুন্দরী যাই হোক , রূপের আড়ালে কি ভয়ংকর পরোয়ানা নিয়ে ফেরে এরা ! অথচ আমাদের জীবন রক্ষাকারী ইমিউন কোষ দেখতে মোটেই সুন্দর নয় ।

২২ শে জুন, ২০১৬ রাত ৯:৪২

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




কবে শুনেছেন যে, অসুন্দরী , কদাকার কেউ কাউকে মরনফাঁদে ফেলেছে ? যারা ফেলে তারা তো সব সুন্দরীরাই ?
নারী বিদ্বেষী নয় বাস্তবান্বেষী পোস্ট । :( B:-/

রসময় মন্তব্যে সহাস্য ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

৩৯| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

উদাসী স্বপ্ন বলেছেন: এসব ভাইরাসের বর্ন নিশ্চয়ই এমন বর্নিল সবুজাভ নয়!!

২৪ শে জুন, ২০১৬ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: উদাসী স্বপ্ন ,




জ্বী না.. ভাইরাসের কোনও রঙ নেই । মাইক্রোস্কোপে এদের ভালোভাবে দেখার জন্যে স্টেইনিং করা হয় । সাধারন মাইক্রোস্কোপে এমন বর্ণাঢ্য রঙ দেখা যাবেনা ।
ইলেক্ট্রন মাইক্রোগ্রাফিতে সম্ভবত এমন স্টেইনিংটাই বহু বিচিত্র বর্ণে স্ক্রীনে চলে আসে । মাইক্রোইলেকট্রন মাইক্রোস্কোপিক পদ্বতির কারনেই এমনটা হয় কিনা আমার ঠিক জানা নেই । তবে স্কানিং ইলেক্ট্রন মাইক্রোস্কোপ ( ৩ ধরনের ইলেক্ট্রন মাইক্রোস্কোপের একটি ) যেহেতু দর্শনীয় বস্তুকে স্কানিং করে এবং বস্তুর প্রতিফলিত আলোর ওয়েভলেন্থের ত্রিমাত্রিক ছবি তোলে তাই মনে হয় এমন বর্নিল হয় ।

পড়া ও মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

৪০| ২৯ শে জুন, ২০১৬ রাত ৯:১৮

উদাসী স্বপ্ন বলেছেন: আপনি ঠিকই বলেছেন। তবে গঠন গুলো ঠিক আছে। এগুলো দেখতে এরকমই। সবচেয়ে ভয়ংক ব্যাপার এসব ভাইরাস গুলোর ভেতরের ডিএনএতে এমন ভাবে কোডিং করা যেগুলো মূললত মানুষের দেহেই দক্ষতার সাথে কর্মক্ষম। অদ্ভুত সৃষ্টি এগুলো

২৯ শে জুন, ২০১৬ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: উদাসী স্বপ্ন ,




শুধু মানুষের দেহেই নয় , ক্ষুদ্র ক্ষুদ্র সব অনুজীব যেমন ব্যাকটেরীয়া, ফাঙ্গাস এদের দেহেও ভাইরাস দিব্যি হেসে খেলে বেড়ায় । আসলে ভাইরাস লিভিং ও নন-লিভিংয়ের মাঝের একটি অবস্থায় বিরাজ করে । জীবিত যে কোনও কোষে এটি জীবিত আর এর বাইরে এটি মৃত । তাই ভাইরাসকে আপনি মারতে পারবেননা । অদ্ভুত তো বটেই ।

কষ্ট করে এসে আবারও মন্তব্যে করেছেন দেখে ভালো লাগলো ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৪১| ২৯ শে জুন, ২০১৬ রাত ৯:৪৮

গুলশান কিবরীয়া বলেছেন: এই অদ্ভুত সুন্দরীদের রূপের আগুনে আমার চোখ ঝলসে গেলো !! কি ভয়ংকর !! B:-)

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৩১

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,




"এই অদ্ভুত সুন্দরীদের রূপের আগুনে আমার চোখ ঝলসে গেলো !! কি ভয়ংকর !!" এমন মন্তব্যের উত্তর শুরুতেই দিয়েছি ---
সব সুন্দরই সুন্দর নয় , মরনঘাতী ও হতে পারে ।
ভয়ঙ্কর সুন্দরতার আড়ালেও লুকানো থাকতে পারে মৃত্যুর পরোয়ানা ।
এই “সুন্দর” এর মুখোশের আড়ালে “ অসুন্দর” এর কতো যে আয়োজন.....

অনেকদিন পরে আপনার দেখা ও মন্তব্য পেয়ে ভালো লাগলো ।
এই সিরিজের সাথেই থাকুন ।

শুভ সকাল ( সকালই তো ? ) ।

৪২| ৩০ শে জুন, ২০১৬ রাত ১১:২২

সুমন কর বলেছেন: আপনি যে কোন বিষয়কে অসাধারণ করে লিখতে পারেন। বিরাট ব্যাপার।

এসব সুন্দরী'রা যেন মানুষ থেকে দূরেই থাকে। কারণ এর পরিণাম ভয়াবহ।

ভালো থাকুন ।

০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:০৩

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,



অকপট এমন মন্তব্যে ভালোলাগা ও কৃতজ্ঞতা ।
হ্যাঁ.... সকল মানুষ নিরাপদ থাকুক এটা তো আমরা চাই-ই ।

শুভেচ্ছান্তে ।

৪৩| ০১ লা জুলাই, ২০১৬ ভোর ৪:২৩

সচেতনহ্যাপী বলেছেন: গল্পের মত করেই আপনার সুন্দরীদের কথা পড়লাম।। কিন্তু ভালবাসার সুন্দরীকে তো পেলাম না।। আর্টারী ব্লকের।। যে ভালবেসে বন্ধ করে দিয়েছিলো তিন তিনটি আর্টারীকে।। যেন তার ভালবাসার জনের মাঝে কাউকে প্রবেশও করতে দেবে না।। এমনকি নিজ রক্তকেও এমন ভালবাসতো সে আমাকে।।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,



হা..........হা........... আর্টারী ব্লকের ভালোবাসার সুন্দরীকে পাবেন কই ? এখানের জীবন্ত সুন্দরীরা কেউই আপনার আর্টারীর মাইনকা চিপায় ঢোকেনা ।
ওখানে যারা ঢোকে এবং রোড ব্লক করে তারা বাঙলা সিনেমার নাদুস নুদুস ফ্যাটি নায়িকারা :( । ওদের সাথে ভাব ভালোবাসা থাকলেই আপনার রক্তে রক্তে তারা নাচাগানা শুরু করবেই ;) । আর তাতে অন্য দর্শকদের ভীড়ে আপনার আর্টারীর চিপাচাপা জ্যাম হয়ে যাবে । মানে রোড ব্লক .................. :P :P

৪৪| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৩:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: =p~ শুধু হাসছি।।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ৮:১০

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,



এতোদিন ( বিবিধ কারনে ) হাসি উধাও হয়ে গিয়েছিলো বলে আপনার সাথে সাথে হাসতে পারিনি বলে দুঃখিত । এখনও যে হাসি আনন্দ ফিরে এসেছে তা কিন্তু নয় । আপনাদের মন্তব্য অনেকদিন জবাব বিহীন ফেলে রাখা শোভনীয় নয় বলে আজ ব্লগে লগ হলুম ।

ভালো থাকুন আর নিরাপদে থাকুন ।

৪৫| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনামে, সুন্দর সব চোখ ধাঁধাঁনো ছবি দিয়ে, অসম্ভব অসুন্দর সব ব্যাপার স্যাপারের কথা সুন্দর করে বলে গেলেন। পড়ে মুগ্ধ হ'লাম।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৭

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,



এতোদিন ( বিবিধ কারনে ) ব্লগে আসা হয়নি । আপনাদের মন্তব্য অনেকদিন জবাব বিহীন ফেলে রাখা শোভনীয় নয় বলে আজ ব্লগে লগ হলুম । দুঃখিত জবাব দিতে দেরী হলো বলে ।

মন্তব্যে মুগ্ধ ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৪৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১:১৬

ভ্রমরের ডানা বলেছেন: বিন্দুর মাঝে সিন্ধুর খোজ!

সত্যি, আপনি পারেন জী এস ভাই। আপনার লেখা পড়ে মুগ্ধ হয়ে গেলাম।

জীবাণু নিয়ে এত মনোরম লেখা কেন যে আরো আগে পড়লাম না! ইস!


অনেক ভাল থাকুন, সে কামনা রইল!

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৬

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



কেন খামোখা আগে আগে সুন্দরীদের খপ্পরে পড়তে চান ? B-)) বলেছিতো - সুন্দরীদের খপ্পরে একবার পড়লে ছ্যাকা খাওয়ার সম্ভাবনাও ততো বেশী আর সেই ছ্যাকার ব্যথাটাও মনে হয় ভুলে যাননি .......... ;)

অথচ দেখছি, আপনি খপ্পরে পড়ার আগেই ছ্যাকা খেয়ে বসে আছেন ! কেন যে আরো আগে পড়লাম না! ইস!
ঈশশশশশশশশশশশশশশশশশশশশশমমমম.... পড়লে না জানি কি হতো ! বাইচ্চা গ্যাছেন.... :-P

ভালো থাকুন ।
অনুপস্থিত দিনগুলোর শুভেচ্ছা সহ ।

৪৭| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৫

প্রামানিক বলেছেন: সুন্দরের মাঝেই অসুন্দর

১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৭

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



জ্বী , সুন্দরের মাঝেই তো যতো অসুন্দরের বাস !

আপনাকে সক্রিয় দেখে ভালো লাগছে ।
ভালো থাকুন ।

৪৮| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:১৪

অদিতি চক্রবর্তী বলেছেন: অসাধারণ বাকচাতুর্য আর ছবি সাজিয়ে পরিবেশন। কৃতজ্ঞতা জানাই এমন উপহার পেয়ে।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:১৬

আহমেদ জী এস বলেছেন: অদিতি চক্রবর্তী ,




জানিনে আপনি আমার ব্লগে প্রথম এলেন কিনা । এলে , স্বাগতম ।
মন্তব্যের প্রথম অংশটুকু বেশ ভালো লাগলো , ধন্যবাদ ।

কৃতজ্ঞতা আপনি জানাবেন কেন ? জানানোর কথা তো পোস্টদাতার, যার লেখা অন্যেরা শত ব্যস্ততার মাঝেও পড়ে থাকেন , মন্তব্যও করেন । জানিয়ে রাখলুম ।

ভালো থাকুন আর সাথেই থাকুন ।

৪৯| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

আফসানা মিমি বলেছেন: এ এক ভয়ানক অবস্থা

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: আফসানা মিমি,





ভয়ানক অবস্থা তো বটেই । সুন্দরীদের খপ্পরে পড়লে যা হবার ....... ( হে.... হে... হাসির ইমো হবে )

৫০| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:২৬

সোহানী বলেছেন: মেয়েটি যতো বেশী সুন্দরী তার খপ্পরে একবার পড়লে ছ্যাকা খাওয়ার সম্ভাবনাও ততো বেশী...... ছ্যাকা বলে কথা সেরকম ছ্যাকা :P :P

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০

আহমেদ জী এস বলেছেন: সোহানী,




কি যাতনা বিষে / বুঝিবে সে কিসে / কভু আশিবিষে দংশেনি যারে ............................
এসবের অভিজ্ঞতা কেবল ছেলেদেরই হয় । মেয়েদের হয় কিনা জানিনে । আমি তো আর মেয়ে ছিলুম না একবারও কোনকালে । :(

কেন এতো দরী করে আপনার এই রসে ভরা মন্তব্যের জবাব দিতে হলো তা সম্ভবত আমার কোনও পোস্টে করা আপনার মন্তব্যের উত্তরে বলেছি ।
ঈদ শুভেচ্ছা ।


৫১| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫২

শরতের ছবি বলেছেন:



আচ্ছা ভাই , ওরা দেখতে এত সুন্দর কেন ? যেমন সুন্দর তেমন ক্ষমতাবানও । কাউরে ধরলে সহজে ছাড়ে না ,এমন কি সঙ্গে আজীবনের জন্য লইয়াও যায় । আহ ! কী রঙ ,কী মাধুর্য । মানুষতো প্রেমে পড়বেই ।
তবে পোস্ট সুন্দরের ভারে ভারাক্রান্ত , ভয়ংকর সুন্দর ।

আপনার নাম শুনিয়া কবিতা পড়ার জন্য আসিয়া এই সুন্দরের মুখোমুখি হইলাম ।
আপনি ভাল থাকুন সুন্দরীরা যেন আপনার কোন ক্ষতি না করতে পারে সেই একটা বেরিকেট দিতাছি মানে দুআ করিতেছি ।

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬

আহমেদ জী এস বলেছেন: আহমেদ জী এস বলেছেন: শরতের ছবি ,




আমার ব্লগঘরে আপনাকে স্বাগতম ।
অবাক হলুম আপনি আমার নাম শুনেছেন এটা জেনে ।
দেখুন , আমি এই ব্লগের সবাইকে কমবেশী আপনার বলেই মনে করতে ভালোবাসি । কারো লেখায় মন্তব্যের বেলায় আমি তাই অকৃপন । প্রান খুলে বলি , কারন এখানে আমরা সবাইতো এক অলিখিত সৌহার্দের গাঁটছড়া বেঁধেছি । তাইনা ?
তাই আমার মন্তব্য বেশ গাঢ় হয় , আদ্র হয়ে ওঠে । আমি সবার সুহৃদ হয়ে উঠতে চেষ্টা করি । অবশ্য এটাকে কেউ কেউ হয়তো অন্যরকম ভেবে বসেন । তবে ব্লগারদের বেশীর ভাগই এটাকে স্বাগতঃ জানান । তাদের কেউই হয়তো আপনাকে আমার কথা বলে থাকবেন । তেমন কাউকে আমার আপন ভাবতে মোটেও কুন্ঠা নেই ।

আপনি আমাকে বেরিকেড দিয়ে রেখেছেন । তা হলে যে, সাথে সাথেই থাকতে হবে আপনাকে ।
অনেক ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৫২| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৪

শরতের ছবি বলেছেন:


আপনার সাথে সাথে থাকা সৌভাগ্যের ব্যাপার ।

"আমি এই ব্লগের সবাইকে কমবেশী আপনার বলেই মনে করতে ভালোবাসি । কারো লেখায় মন্তব্যের বেলায় আমি তাই অকৃপন । প্রান খুলে বলি , কারন এখানে আমরা সবাইতো এক অলিখিত সৌহার্দের গাঁটছড়া বেঁধেছি" ---কথাটি একেবারেই সত্যি আমি অল্প সময়ে তা বুঝে নিয়েছি ।

তাইতো ভ্রমরের ডানা আমাকে আপনার ঠিকানা দিয়েছেন । আমি ভাল লেখক এবং ভাল মানুষের ঠিকানাই পেয়েছি ।

১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: শরতের ছবি ,



এই সকালে লগইন হতেই মনটা ভরে গেলো আপনার মন্তব্যে ।
ভাল লেখক এবং ভাল মানুষ কিনা জানিনে তবে জীবনভর তা হয়ে উঠতে ত্রুটি কাটিয়ে ওঠার চেষ্টায় কমতি রাখিনি । কারো কারো কাছে এই চেষ্টার ঘাটতি হয়তো কাটিয়ে উঠতে পারিনি, আবার কারো কারো কাছে ত্রুটিহীন হয়ে উঠেছি হয়তো ।
"ভ্রমরের ডানা"র মতো লোকেরা আছেন বলেই আরো ত্রুটিহীন হয়ে উঠতে ইচ্ছে করে । কিন্তু এই কঠিন পৃথিবীতে তেমন হয়ে ওঠা কি সহজ ? মানুষের জীবন যে কতো সহস্র জটিলতায় ভরা ......!!!!!

আপনাদের দু'জনকেই ব্লগের পথে সাথী হিসেবে আবারও নতুন করে জানলুম । সাথেই থাকুন ভালো থাকুন ।
সকালের নির্মল শুভেচ্ছা ।

৫৩| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১০:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আহমেদ জী এস ভাই, আপনাকে নিয়ে নতুন করে আবার ভাবতে হবে।

১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ ,





আমাকে নিয়ে নতুন করে ভাবার কথাটি বলে দুঃশ্চিন্তায় ফেলে দিলেন। :(

তবে লিংক ধরে এখানে এসে এই মন্তব্য করে যাওয়াতে শ্লাঘা বোধ করছি।
শুভেচ্ছান্তে।

৫৪| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আহমেদ জী এস ভাই,
সুন্দর ভয়ঙ্কর ! মানুষ কি সুন্দরের পেছনে দৌড়ে এমন হয়েছে? HIV AIDS, HBsAg+ এগুলো কিন্তু সুন্দরের পিপাসায় তৈরি হওয়া রোগ। করোনাও কি তাই - জানা নেই !!!

আমরা সাধারণ মানুষ ভয়ঙ্কর আতঙ্কে বসবাস করছি। - - - - -



১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৫

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




এবারের করোনা কিন্তু প্রচন্ড সাহসী আর সর্বত্রগামী।
আগের ভাইরাসগুলো ছিলো ম্যান্দামারা, গরীব খেটে খাওয়া মানুষগুলোর উপরই শুধু ঝাঁপিয়ে পড়তো। চোরের মতো। উঁচু পাঁচিল ডিঙোতে পারতোনা ভয়ে, সেলিব্রিটিদের ধারে কাছেও যেতে পারতোনা।
এবারের করোনাকে বলিহারী যাই! বাপের বেটা! কাউকে ছেড়ে কথা কয়না। শক্তিমান সেলিব্রিটিরা তো তাদের কাছে নস্যি। তাবৎ দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু সুরক্ষিত সব প্রাসাদের পাঁচিল ডিঙিয়ে একেবারে তাদের অন্দর মহলে ঢুকতেও তাদের বুকের পাটা কাঁপেনি এতোটুকুও।
কি বলবেন তাদের ? দিগ্বিজয়ী আলেকজান্ডার? মারমার কাটকাট হালাকু আর চেঙিস খাঁ ?

আমাদের আতঙ্কের মনে হয় কিছু নেই। তাদের চোখ এখন উপরের দিকে, আমাদের মতোন ছা-পোষা মানুষদের তাদের আর পছন্দ নয় মনে হয়।

৫৫| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৩

নীল আকাশ বলেছেন: গুরুজী,
লিংক পেয়েই ছুটে আসলাম।
পোস্টের ভয়ংকর অসুন্দর সব প্রেমিকাদের দেখে প্রায় মাথা ঘুরে পড়ে যাবার উপক্রম!!!
করোনা নিয়ে এর পরের পোস্ট লিখুন।
পোস্ট লাইকড এবং সোজা প্রিয়'তে।

১৬ ই মার্চ, ২০২০ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,




ভালোলাগা রাখলুম, ছুটে এসে করা এমন মন্তব্যে।

করোনা নিয়ে লেখার শেষ নেই, হয়তো বাকীও নেই কিছু তাই আর ঐদিকে যাচ্ছিনে; কখন যে করোনা আমার প্রেমে পড়ে যাবে সেই ভয়ে!

শুভেচ্ছান্তে।

৫৬| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:০১

শের শায়রী বলেছেন: কি সুন্দর! আর আপনার লেখনিতে ওদের প্রতি একটা মমতা তৈরী হয়েছে। একেই কি ভালোবাসা বলে? তবে ভালোবাসা জাগ্রত হলে দায়ী কিন্তু আপনি ভাই :P

১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: শের শায়রী,




মমতা পর্যন্তই থাকুক, প্রেমে পড়তে যাবেন না। সুন্দরী কারো খপ্পরে পড়ে ছ্যাকা খাওয়ার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, সুতরাং.....
রূপ দেইখা তার ভুইলোনা
ওরে পোড়ার মন,
কইরোনা রফা গোলেমালে
রূপের মোহে কোনও কালে;
অন্তরের বিষে যাইবে যে জীবন ............

সব সুন্দরই সুন্দর নয়, সুন্দরী মুখের আড়ালে থাকতে পারে মৃত্যুর পরোয়ানা...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.