নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

ষ্টপ জেনোসাইড ...

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৫






Thousands of children's lives at stake as 'indirect victims' of Burmese crackdown on Rohingya Muslims, UN warns .....





পরিবর্ধিত সংযোজন -

“ষ্টপ জেনোসাইড.....” লিখেছি এ কারনে যে , আমাদের পত্রিকাগুলোতে প্রায় সবাই মায়ানমারের
গণহত্যাকে “ জেনোসাইড “ না বলে অন্য শিরোনাম দিচ্ছেন এভাবে --

প্রথম আলোর অনলাইন সংস্করণ -
বাংলাদেশ –মিয়ানমার
সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব উদ্বেগজনক

ইত্তেফাক -
“গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে মিয়ানমারের সেনা ও রাখাইনরা .....”

বাংলাদেশ প্রতিদিন -
“রোহিঙ্গা নির্যাতন ...........”

যুগান্তর -
“গর্ভবতী স্ত্রীকে আরাকান যুবকের শেষ কথা
দেখা হবে স্বাধীন আরাকানে নয়তো জান্নাতে”

কালের কন্ঠ -
“রোহিঙ্গাদের জন্য সীমান্ত খোলার চাপ”

ইত্যাদি ইত্যাদি । কেন ? মায়ানমারে “ গনহত্যা “ চলছে এই শব্দটিকে খবরের প্রধান শিরোনাম করতে অসুবিধেটা কি ? কার ভয়ে এই শব্দটি লেখা হচ্ছেনা ?
জেনোসাইড কথাটি যে কতো প্রচন্ড শক্তি ধরে তা কি আমাদের মিডিয়া ব্যক্তিরা জানেন না , না কি বোঝেন না ?

সারা বিশ্বে এই জেনোসাইড শব্দটি বিশ্ব বিবেক জাগ্রত করার একটি মাত্র অস্ত্র ।

আর জাতিসংঙ্ঘ লেকচার দিচ্ছে এই বলে , মানবতার খাতিরে বাংলাদেশের উচিৎ সীমান্ত খুলে দেয়া । বলি --- কেন জাতিসংঙ্ঘ মায়ানমারকে বলছেনা যে, এখনি গণহত্যা বন্ধ কর নইলে তোমাদের উপর অবরোধ আরোপ করা হবে ??
বাংলাদেশের দীর্ঘদিনের নতজানু পররাষ্ট্রনীতির কারনেই জাতিসংঙ্ঘ এই লেকচার দেয়ার সাহস পেয়েছে । সেম......

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশ্ব বিবেক বাংলাদেশের পক্ষেই সোচ্চার হয়েছিলো যখন মিডিয়াগুলোতে সচিত্র
লেখা হয়েছিলো - "ষ্টপ জেনোসাইড " । তাই এই ব্লগে আওয়াজ তুলতে চেয়েছি ----" ষ্টপ জেনোসাইড " ।




মন্তব্য ১০২ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বার্মায় লাল এবং জলপাই রঙের সন্ত্রাসীদের গণহত্যা মেনে নেয়া যায়না।

জাতিসংঘ নামের তাসেরঘর চুপ কেন? তা ভাবলে অবাক হতে হয়!

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ,




সবাইকে গগণ বিদারী আওয়াজ তুলতে হবে ....

২| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৬

বিজন রয় বলেছেন: ষ্টপ জেনোসাইড ...

কে করবে স্টপ??
তাই ভাবছি।

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৪

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,




আপনি করবেন ।
মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন হচ্ছে বলছে সবাই । কিন্তু "গণহত্যা" কথাটি তেমন উচ্চারিত হচ্ছেনা , শব্দটি সরব নয় ।
আপনি এই আওয়াজ তুলুন .. মায়ানমারে গণহত্যা বন্ধ কর ।

৩| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৯

বিজন রয় বলেছেন: আমি নিজেই তো নির্যাতিত!
আমার কথা কে শুনবে?

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,





তা হলে আপনিই তো উত্তম ক্যান্ডিডেট এমন প্রতিবাদে সামনে থাকার .................

৪| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জাতিসংঘ সুচির বিরুদ্ধে মনে হয় কোন ব্যবস্থা নিবে না।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: :):):)(:(:(:হাসু মামা ,




ব্লগ জুড়ে আওয়াজ তুলুন ------ " ষ্টপ জেনোসাইড " ।

৫| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩১

নীল আকাশ ২০১৬ বলেছেন: মায়ানমার গণহত্যা বন্ধ করবে কেন? অনেকদিন পর সুযোগ পেয়েছে তাদের দেশকে মুসলিম মুক্ত করার। তাবৎ বিশ্ব নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে তাদেরকে? এ সুযোগ আর পাবে কবে? এই সুযোগে প্রতিবেশী মুসলিম দেশের অর্থনীতির উপর বাড়ি মারার কাজটা সেরে নেয়া যাচ্ছে!

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ ২০১৬ ,



কথাটি হয়তো ঠিক । কিন্তু মুসলিম বিশ্ব নিজেই কি ঠিক আছে ?
মুসলিম বিশ্ব নিয়ে মনে হয় আমাদের এখন ভাবার সময় নয় ।
ভাবতে হবে, এভাবে নাফনদীর বানের লাহান যে মানুষগুলো আসছে তাদের বোঝা আমরা কতোখানি , কতোদিন বইতে পারবো ?
তাই দিকে দিকে আওয়াজ তুলতে হবে --- " ষ্টপ জেনোসাইড " । আমাদের মুক্তিযুদ্ধের সময় এই
" ষ্টপ জেনোসাইড " কথাটিই বিশ্ব বিবেককে আমাদের পক্ষে একত্রিত করেছিলো ।

৬| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪১

বিজন রয় বলেছেন: হা হা হা হা হা ..............

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,



:(

৭| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
একই চোর যদি গৃহস্থ বাড়িতে বার বার চুরি করে ও পার পেয়ে যায় তবে চুরির জন্য গৃহস্থ নিজেও কিছুটা দায়ী নয় কি? চোরকে চুরি থেকে বিরত রাখতে চাইলে চোরকে ধরে নিজেই উত্তম-মাধ্যম দিতে হবে অথবা চোরকে ধরে পুলিশের কাছে নিতে হবে। তাই নয় কি?

মায়ানমার নামক রাষ্ট্রের গৃহীত পলিসির কারণে আমাদের দেশের বর্ডার নিরাপত্তা হুমকির সম্মুখীন। আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত; আমাদের জনসংখ্যা বাড়াচ্ছে। এই সম্যাটা গত ৩০ বছর ধরে চলে আসছে। এই সমস্যাটা দ্বিপক্ষীয় ভাবে সমাধান সম্ভব হচ্ছে না।

যে সমস্যাটা দুই দেশের মধ্যে আলোচনা করে সমাধান করা যাচ্ছে না তা সমাধানের জন্য অনেক আন্তর্জাতিক সংস্থা আছে। যার কোনটি অন্বচলিক (যেমন: আশিয়ান) ও কোনটি বিশ্বব্যাপী যেমন জাতিসংঘ।

আমার প্রশ্ন সমস্যাটা কথায়? রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা নাকি মায়ানমারের জাতি নিধন পলিসি।?

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মতো জাতিসংঘ রাষ্ট্র গুলোর একটি সমিতি। মায়ানমার নামক রাষ্ট্রটি যেহেতু নিজেই রোহিঙ্গা সমস্যার সৃষ্টির জন্য দায়ী সুতরাং তারা নিশ্চয় বিচার নিয়ে জাতিসংঘে যাবে না। অপরাধী অপরাধ করে কি পুলিশের কাছে যায় যে আমি অপরাধ করেছি; আমাকে গ্রেফতার করে বিচার করুন!

জাতিসংঘের অন্য রাষ্ট্রগুলো হলও বিচারক। বিচারকের সামনে বাদী পক্ষের উকিল যদি অপরাধীর বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী-প্রমাণ উপস্থাপন করতে না পরো তাহলে বিচারক বাদীর পক্ষে রায় দিবে কিভাবে?

রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘে যেতে হবে বাংলাদেশেকে; আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা পালন করতে হবে বাংলাদেশকেই। সেটা নিজেদের প্রয়োজনেই। নইলে প্রতিবছর মায়ানমার একই কাজ করবে; আর অল্প-অল্প করে রোহিঙ্গা বাংলাদেশে পাঠাবে। দেখা যাবে আগামী ১০-১৫ বছরে মায়ানমারে রোহিঙ্গা নামে কোন জাতি গোষ্ঠী নাই; পক্ষান্তরে বাংলাদেশের পাঠ্য বইয়ে চাকমা, মারমা, হাজং নামক জনগোষ্ঠীর সাথে উচ্চারিত হচ্ছে রোহিঙ্গা নামক আর একটি গোষ্ঠীর নাম।

বাংলাদেশ সরকারের উচিত ঢাকা থেকে সকল পশ্চিমা দেশের কূটনৈতিকদের টেকনাফে নিয়ে নদীর ওপারে কি হচ্ছে তার দৃশ্য দেখানো। সরকার মনে করছে তাদের নিয়ে গেলে তারা চাপ দিবে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের জন্য; কিন্তু রোহিঙ্গারা এমনিতেই বাংলাদেশের প্রবেশ করতেছে। বরং কূটনৈতিকদের চোখের সামনে যদি ১ হাজার রোহিঙ্গাও বাংলাদেশে প্রবেশ করে তবে তারা বুঝবে যে সেখানে নিশ্চয় কোন গুরুতর সমস্যা আছে।


৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা কামাল পলাশ ,



সুন্দর বিশ্লেষণের মাঝে লিখেছেন - "আমার প্রশ্ন সমস্যাটা কথায়? রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা নাকি মায়ানমারের জাতি নিধন পলিসি।?"

আপনার এই প্রশ্নের উত্তর একটাই ---- রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা এবং দীর্ঘদিনের নতজানু পররাষ্ট্রনীতি ।

ধন্যবাদ এমন করে সাড়া দেয়াতে ।
দিকে দিকে আওয়াজ তুলুন "ষ্টপ জেনোসাইড" ।

৮| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২

মোস্তফা সোহেল বলেছেন: মন তো চাই এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়ায়।
এই সব অসহায় মানুষের পাশে দাড়াই।
মন থেকে ঘৃনা করি ওই সব অত্যাচারীদের।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,



গলা চড়িয়ে এই ব্লগে এবং সব সামাজিক সাইটে আওয়াজ তুলুন "ষ্টপ জেনোসাইড" ।

৯| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৬

ধ্রুবক আলো বলেছেন: এই গণহত্যা বন্ধ হোক অনতিবিলম্বে।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,




গলা চড়িয়ে এই ব্লগে এবং সব সামাজিক সাইটে আওয়াজ তুলুন "ষ্টপ জেনোসাইড ইন মায়ানমার"
ব্লগারদের সবার উচিত এমনতরো পোস্ট দিয়ে ব্লগ ভরিয়ে ফেলা ।

১০| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৭

জাহিদ অনিক বলেছেন: ছবি কথা কয়।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,




ছবির মতো গলা চড়িয়ে এই ব্লগে আপনিও বলুন ------ "ষ্টপ জেনোসাইড ইন মায়ানমার"

১১| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩০

শরতের ছবি বলেছেন: সকল মুসলিম দেশ নির্যাতিত । বাংলাদেশ একটু নিরাপদে ছিল । মায়ানমারের মাধ্যমে আমাদেরকে হয়ত বিশ্ব মোড়লদের ইশারাই অস্থিতিশীল করা হচ্ছে । কেউ কি দাঁড়াবে আমাদের পাশে ? একদিকে মুসলিম নিধন অন্যদিকে ইসলামি রাষ্ট্র হুমকির সম্মুখীন । বিশ্ব মোড়লদের জন্য পোয়াবারো । তবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবেই !

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: শরতের ছবি ,



কেউ কি দাঁড়াবে আমাদের পাশে ? না কেউ দাঁড়াবে না আমাদের পাশে কারন আমাদের সব কিছুই নতজানু - দূর্বল । দূর্বলের পাশে কেউ থাকেনা !

তবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবেই ! আমাদেরকেই তা করতে হবে ।
সোচ্চারে জানান দিতে হবে - আমরা আছি, মরিনি । সরকার দূর্বল হতে পারে কিন্তু আমরা জনগণ রুখে দাঁড়িয়েছি এই চীৎকার নিয়ে ----- "ষ্টপ জেনোসাইড ইন মায়ানমার" ................
গলা চড়িয়ে এই ব্লগে এবং সব সামাজিক সাইটে আওয়াজ তুলুন "ষ্টপ জেনোসাইড" ।

১২| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭

ওমেরা বলেছেন: হাজার হাজার মুসলমান মারলেও গনহত্যা হয় না মনে হয়!!

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: ওমেরা ,




বর্ণ, ধর্ম, জাতি নির্বিশেষ, মানুষের যে কোনও গোত্রকে বিলুপ্ত করার মানসে হত্যা করাই গণহত্যা । শুধু মুসলমানই নয় অন্য ধর্মাবলম্বীদের হত্যাও গণহত্যা । তবে দূর্বল গোষ্ঠীর প্রতি চালানো এমন হত্যাকে পরাক্রমশালীরা গণহত্যা মনে করেন না । এই মূহুর্তে রোহিংগারা সবচেয়ে দূর্বল ...................

১৩| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:

নাফ নদী কী শুধুই মানুষ ভাসে? সেই সাথে ভেসে যাচ্ছে বিশ্বের বিবেগ !! তলিয়ে যাচ্ছে মনুষ্যত্ব ,মানবিক মূল্যবোধ .. !!আজ কিছু ছবি না বলা অনেক কথা ব্যক্ত করে !!

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৪

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




তাই মানবিক মূল্যবোধকে একাট্টা করতে উচিত হবে , গলা চড়িয়ে এই ব্লগে এবং সব সামাজিক সাইটে আওয়াজ তোলা ----
"ষ্টপ জেনোসাইড ইন মায়ানমার" ।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৪

সাদা মনের মানুষ বলেছেন: গতকালকে একটা ভিডিও দেখে মনটা এতোটা খারাপ হয়েছে যে আমার কিছু বলার ভাষা নাই।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




বলার ভাষা না থাকুক , আপনার বলার জন্যে শক্তিশালী কলম ( কী-বোর্ড ) আছে ।
ভিডিওর মতো গলা চড়িয়ে সকল সামাজিক সাইটে আপনিও বলুন ------ "ষ্টপ জেনোসাইড ইন মায়ানমার" ।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

বিষাদ সময় বলেছেন:

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১০

আহমেদ জী এস বলেছেন: বিষাদ সময় ,





এখন সময়টা সত্যিই বিষাদের !

ধন্যবাদ আওয়াজ দেয়ার জন্যে । আরো আরো আওয়াজ তুলুন ।

১৬| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:


কিছু মানুষ হত্যা হয়, কিছু মানুষ ক্ষমতার বড়াই দেখায়, কিছু মানুষ নির্যাতিতদের হয়ে বলে যায়। এরই পুণরাবৃত্তি ঘটছে আদি থেকে এ পর্যন্ত। এ যেন পৃথিবীর রীতি। মানুষ মানুষ খেয়ে মানবতার গান গায়!

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




ধন্যবাদ এমন করে সাড়া দেয়াতে ।
দিকে দিকে আওয়াজ তুলুন "ষ্টপ জেনোসাইড" ।

১৭| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০২

রাজীব নুর বলেছেন: আপাতত আশ্রয় দিন, খাদ্য দিন, চিকিৎসার সুযোগ দিন- তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না।
তাঁরা ছন্নছাড়া, পরিবারহীন। তাঁদের সংখ্যা এখন শতক থেকে কয়েক হাজারে পৌঁছেছে।
রোহিঙ্গা পরিচয়ে নয় তাঁরা মানুষ হিসেবে একটু আশ্রয় চায়, মানবতা চায়।

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২০

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,



মানবতা ততোখানি পর্যন্ত দেখানো মানবিক, যতোক্ষন পর্যন্ত না তা চাপিয়ে দেয়া হয় ।
এটা দীর্ঘদিনে ধরে একটু একটু করে চাপিয়ে দেয়া সমস্যা । বুঝতে হবে, গত দু'দশক ধরে এই মানবতা দেখানোর লীজ আমরা নিইনি ।
মানবতা দেখিয়েই তো যাচ্ছি আমরা । মায়ানমার কি আমাদের ভাসুর, যে তার সব চাপিয়ে দেয়া মানবতা শুধু আমাদেরকেই একতরফা ভাবে দেখিয়ে যেতে হবে ??????
মানবতা দেখানোর পাশাপাশি সোচ্চার হোন, যাতে এরকম মানবিকতা কিছুদিন পরপরই আমাদের আর দেখাতে না হয় ।
আওয়াজ তুলুন "ষ্টপ জেনোসাইড" ।

১৮| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: বলার কোন ভাষা নেই !!

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,




বলার ভাষা না থাকুক , কলমের ভাষা আছে ! সে ভাষায় না হয় বলুন ...................

১৯| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫০

নীলপরি বলেছেন: ছবিগুলো প্রতিবাদ চাইছে । কিন্তু আমি প্রতিবাদ করবো কি করে ? আমার দেখে ভয় লাগছে । তাড়াতাড়ি পেজ নামাচ্ছি । আমি স্বার্থপর ।

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




মানুষ মাত্রেই স্বার্থপর , কম-বেশি । আপনি নিশ্চয়ই অতোখানি স্বার্থপর নন যে , সব সামাজিক সাইটে একদিনের জন্যে হলেও আওয়াজ তুলতে পারবেননা "ষ্টপ জেনোসাইড " ????

লেখনির চেয়ে শক্তিশালী কোনও অস্ত্র নেই ।

২০| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: স্টপ জেনোসাইড । :( নো কমেন্টস ।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



একজন সচেতন মানুষ হিসেবে এ ব্যাপারে কমেন্ট তো করতেই হবে !!!

২১| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩

জেন রসি বলেছেন: পুরো পৃথিবীটাকে ক্যাসিনো বানিয়ে কিছু মানুষ জুয়া খেলে যাচ্ছে। তাদের হারজিতের উপর নির্ভর করে আমরা কে কোথায় কিভাবে ভালো বা খারাপ থাকব। আমরাও বিভিন্ন দলে ভাগ হয়ে তাদের সার্ভ করে যাচ্ছি। তামাশা বটে!

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




ঐ ক্যাসিনোর জুয়ার বোর্ড জ্বালিয়ে দেয়ার সময় সমাগত । আর যারা সার্ভ করছেন তাদের জুয়া খেলার অপরাধে পুলিশি হেফাজতে নিতে হবে । তারপর রিমান্ড ও শেষে ক্রসফায়ারে দিতে হবে ।
তখন তামাশা আর তামাশা থাকবেনা । এ জন্যে চাই জোরসে আওয়াজ তোলা , যে যেখানে আছেন সেখান থেকে ।

২২| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ষ্টপ জেনোসাইড

৭১ এ আমরা যে ভয়াবহ নির্যাতনে ছিলাম, কোন অংশে কম নয়!

জাতিগত নিধন চলছে! পরিস্একার থনিক ক্লিঞ্জিং!

সারা বিশ্ব কিছু না করল্ওে আমাদের করতে হবে। ৭১ এর ভারতের ভূমিকা নিতে হবে ।
মানবতার নামেই।
ভুক্তভোগিতার হিসাব নাইবা ধরলাম!

ষ্টপ জেনোসাইড

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




বর্তমানে জেনোসাইড টার্মটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে তা বুঝতে গেলে বিভিন্ন ভাষায় জেনোসাইড শব্দের ব্যবহারের বিষয়টি জানতে হবে ৷ জার্মানি ও আন্তর্জাতিক আইন অনুসারে, যদি ইচ্ছে করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে হত্যা করা হয় তাহলে সেটি ‘জেনোসাইড' বলে বিবেচিত হতে পারে ৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রে শব্দটি আরও বড় পরিসরে ব্যবহৃত হয় ৷ সেখানে এমন ঘটনাকেও জেনোসাইড বলা হয় যেই ঘটনায় হয়ত কেউ প্রাণ হারায়নি ৷ আবার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখুন, সেখানে যখন কর্তৃপক্ষ আদিবাসী শিশুদের তাদের মায়েদের কাছ থেকে নিয়ে নিচ্ছিল তখন বেশ বিতর্ক শুরু হয়েছিল ৷ সেটি অবশ্যই বর্ণবৈষম্যমূলক অপরাধ ছিল ৷ অস্ট্রেলিয়ান ইংরেজিতে ঐ ঘটনা জেনোসাইড বলে পরিচিত, যদিও তখন কেউ মারা যায়নি ৷

একটি দেশ যখন ঘোষণা দিয়ে একটি নির্দিষ্ট জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে চায় তখন সেটি জেনোসাইড বলে বিবেচিত হতে পারে ৷ জাতিসংঘের কনভেনশন তা-ই বলে ৷ ( সূত্র - ডয়েচ ভেল )

মালয়েশিয়ার সরকার ও অ্যাক্টিভিস্টরা মিয়ানমার সরকারের বিরুদ্ধে ‘জেনোসাইড' বা গণহত্যার অভিযোগ এনেছেন ৷ শুধু আমরা সে কথা কেন বলতে পারছিনে, সে ক্ষোভ থেকেই এই লেখাটির জন্ম । মায়ানমার কি আমাদের বউদের ভাসুর হয় যে মাথা তুলে সোচ্চারে কিছু বলা যাবেনা ?????????
৭১ এ যুক্তরাজ্যের পত্রপত্রিকায় ঝড় তোলা এই " জেনোসাইড" শব্দটি বিশ্ববিবেক কে নাড়া দিয়েছিলো ।
৭১ এর মানুষরা কি সে কথা ভুলে গেছে ? ভুলেই গেছে মনে হয়, নইলে তাদের মুখে কুলুপ আটা কেন ????????????

২৩| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ গুরুত্বপুর্ণ পোষ্টটির জন্য । পোষ্টটি প্রিয়তে গেল ।
খুবই কষ্ট লাগে যখন দেখা যায় জাতীয় দৈনিক সংবাদপত্রগুলি একে গনহত্য্ হিসাবে দেখায়না ।
তবে গতকালের দৈনিক জনকন্ঠের প্রথম পাতায় লাল কালিতে রাখা্নইনে গনহত্যা শিরোনামে একটি
নিউজ দিয়েছে বলে দেখা গিয়াছে ।

তবে তারা ষ্টপ জেনোসাইড শিরোনামে কোন লীড নিউজ দেয় নাই । বিষয়টি খুবই কষ্টদায়ক ।
এখন আপনার এ পোষ্ট দেখে সকল সংবাদপত্রের সচেতনতা আসবে বলে মনে হয় ।

অনেক শুভেচ্ছা রইল ।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,



অসংখ্য ধন্যবাদ মনযোগের সাথে লেখাটি দেখেছেন ও প্রিয়তে নিয়েছেন বলে ।

বাংলাদেশের শ'খানেক পত্রিকার ভেতর থেকে শুধুমাত্র একটি পত্রিকা " জনকন্ঠ" লিখেছে "গণহত্যা" শব্দটি । এটি কোনও ধর্তব্যের মধ্যে পড়েনা । আমাদের মিডিয়ার বুদ্ধিজীবিরা (?) জেনোসাইড কি, তা জানেন না ?

জাতিসংঘের কনভেনশনে আছে --একটি দেশ যখন ঘোষণা দিয়ে একটি নির্দিষ্ট জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার কার্যক্রম চালাবে তখন সেটি জেনোসাইড ৷
আভিধানিক অর্থে "The deliberate killing of a large group of people, especially those of a particular ethnic group or nation."
ভাবতে অবাক লাগে, কি আশ্চর্যজনক ভাবে আমাদের মিডিয়ার লোকজন অজ্ঞ, অর্বাচীন আর বুদ্ধিহীন !
মালয়েশিয়ার সরকার ও অ্যাক্টিভিস্টরা মিয়ানমার সরকারের বিরুদ্ধে ‘জেনোসাইড' বা গণহত্যার অভিযোগ এনেছেন ৷আর আমাদের পত্রিকাগুলো কি অদ্ভুত ভাবে মুখে কুলুপ এঁটে নির্বাক হয়ে রয়েছে !!!!! সেম.....
যে পত্রিকাগুলো সংবিধান সংক্রান্ত উচ্চ আদালতের রায় নিয়ে দিস্তার পর দিস্তা লিখে লেবু কচলিয়ে তেতো বানানোর মতো রায়টাকে তেতো বানিয়ে ফেলেছে, সেই পত্রিকার মানুষগুলো রোহিংগা শরনার্থী নিয়ে প্রথাগত সংবাদই শুধু প্রচার করে যাচ্ছে । এই ঘটনাকে " গণহত্যা" আখ্যা দিয়ে কোনও ভাষ্য তাদের নেই ! আমার চোখে পড়েনি ।

২৪| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে, বাংগালীরা ভারতে প্রবেশের সাথে সাথেই ইন্দিরা গান্ধী বিশ্বকে জানায়েছেন; বাংলাদেশে বিশ্বের দৃস্টি আকর্ষণ করার মতো আওয়াজ তুলতে পারেনি।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৮

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



ঠিক বলেন নি ।
বিশ্বকে জানান দিতে ইন্দিরা গান্ধীকে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটতে হয়েছে । এবং একসময় তিনি তা পেরেছেন । এই পারার পেছনে আরও একটি বিষয় তার হাতকে জোরালো করেছে । তা হলো ৭১ এ যুক্তরাজ্যের পত্রপত্রিকায় ঝড় তোলা
" জেনোসাইড" শব্দটি যা বিশ্ববিবেক কে নাড়া দিয়েছিলো । এবং পরিনামে যা গান্ধীকে পূর্ব বাংলায় সামরিক অভিযান চালানোর বৈধতা দিয়েছিলো । সংক্ষেপে এই ।
সম্ভবত বিস্মৃত হয়েছেন । তাহলে দেখুন জেনোসাইড প্রসঙ্গ -----

এর সাথে সাথে এই গণহত্যার সংবাদে বাংলার মানুষদের প্রতি একাত্মতা প্রকাশে অনুষ্ঠিত Concert for Bangladesh এর কথা কে না জানেন ! যেখানে জর্জ হ্যারিসন , রবিশংকর, বব-ডিলান, এরিক ক্ল্যাপটন, রিংগোষ্টার প্রমুখ বিশ্বনন্দিত শিল্পীরা ছিলেন এর আয়োজনে ।


আমি তাই ""ষ্টপ জেনোসাইড" শব্দটি নিয়ে লিখেছি । কারণ এই শব্দটির চেয়ে ভয়ঙ্কর আওয়াজ কোনও আনবিক বোমার ও নেই ।

২৫| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৯

আবু মুছা আল আজাদ বলেছেন: আমাদের জন্য দু:খ যে আমরা এটা বিশ্ববাসী/জাতিসংঘের কাছে তুলে ধরতে পারি নাই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

আহমেদ জী এস বলেছেন: আবু মুছা আল আজাদ ,




এটা দুঃখ নয় , এটা আমাদের ১০০ভাগ ব্যর্থতা । পেশীর জোর তো নেই-ই, গলার জোরও নেই ...............।

২৬| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


সরকার রোহিংগাদের ব্যাপারে কি করছে, মানুষকে ১ পয়সার ধারণাও দেয়নি; অথচ এটা একটা জরুরী ব্যাপার; এই সরকারে কোন দায়িত্বশীল মানুষ আছে বলে মনে হচ্ছে না।

সরকারের উচিত মানুষকে ক্রমাগতভাবে সবকিছু জানানোর দরকার।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




সরকারের উচিত সংকটকালে রাষ্ট্রীয় প্রতিটি বিষয়ে জনগণকে অবহিত করে স্বচ্ছতায় থাকা ।

২৭| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
ভালো করেছেন, আপনার সাথে একমত প্রকাশ করে গেলাম 'স্টপ জেনোসাইড'




কেন জাতিসংঙ্ঘ মায়ানমারকে বলছেনা যে, এখনি গণহত্যা বন্ধ কর নইলে তোমাদের উপর অবরোধ আরোপ করা হবে ??
বাংলাদেশের দীর্ঘদিনের নতজানু পররাষ্ট্রনীতির কারনেই জাতিসংঙ্ঘ এই লেকচার দেয়ার সাহস পেয়েছে । সেম......-
উচিৎ জবাব হয়েছে, কারণটির সাথেও একমত।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




একমত প্রকাশ করার জন্যে ধন্যবাদ ।
আমরা নতজানু একটি জাতি হিসেবে থাকতে চাইনা ।

২৮| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: দায়ী আমাদের পররাষ্ট্রনীতি।। দায়ী আমাদের হারিয়ে যাওয়া বিবেক।। সরকারগুলির ব্যর্থতা মুছতে যেয়ে তাদের সমর্থকদের তো মুখ বন্ধই।। দেখবেন এখানেও আমরা আর সবের মত বিভক্ত।।
অনেক আগে এটা নিয়ে এই ব্লগেই একটি লেখায় আমাকে ইত্যাদি ইত্য্যাদি বলাা হয়েছিল।। হায়রে

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,




পররাষ্ট্র মন্ত্রনালয় ঠিক যেন পরের মতোই আচরণ করে সবসময় এই দেশটার সাথে । পেশীতে এদের যেমন জোর নেই , তেমনি নেই গলায়ও । নইলে বিশ্ব ঢুঁড়ে কেন পররাষ্ট্র মন্ত্রনালয় সবার ঘুম হারাম করে দিচ্ছেনা ? তারা কি অপেক্ষা করে আছে , প্রধানমন্ত্রী কি বলেন এই সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঙ্ঘের অধিবেশনে, তার জন্য ? তখন তো জল গড়িয়ে যাবে অনেকদূর ।

২৯| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২০

হাসান মাহবুব বলেছেন: কী ভয়ংকর রকম ভালো আছি আমরা!

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




এ হলো আমাদের নতজানু পররাষ্টনীতির ফল ।

৩০| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্টপ জেনোসাইড ইন আরাকান


কফি আনান এসে কী করে গেলো? আমার তো মনে হয় উনি এসে সু চিকে আরো উসকে দিয়ে গেছে- তোমরা তোমাদের মতো চালিয়ে যাও, আমরা আমাদের মতো ঘুরে গেলাম। জাতিসংঘ হয়ে গেছে বড়ো দেশগুলোর হাতের পুতুল। তারা বার্মাকে গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহবান জানাবে না; বাংলাদেশের মতো নরম দেশকে বলতে পারে গেইট খুলে দেয়ার জন্য।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২০

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




এখন তো শুনছি চায়না আগেই এটাতে ভেটো দিয়ে বসে আছে নাকি !
আমাদের পেশীতে যেমন জোর নেই , তেমনি নেই গলায়ও । তাই এমনটা হতে পারলো .....................

৩১| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৭

ফাহিম মোল্লা বলেছেন: সহমত -" ষ্টপ জেনোসাইড " ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: ফাহিম মোল্লা ,



হ্যা... " ষ্টপ জেনোসাইড "



৩২| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৮

আখেনাটেন বলেছেন: সহমত। তবে আমার নিজের কণ্ঠস্বর নিজেই শুনতে পাচ্ছি না। এতই ধীর!

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন ,



কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করে এমন প্রাকটিস করুন । আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মতো মিনমিনে হবেন না ।
সেটাই পুরষোচিত । সব সামাজিক সাইটে "ষ্টপ জেনোসাইড" আ্ওয়াজ তুলুন । তবেই সবাই শুনতে পাবে ।

৩৩| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: Stop genocide in Myanmar. Stop killing Rohingya.






ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

আহমেদ জী এস বলেছেন: দেশ প্রেমিক বাঙালী ,




ধন্যবাদ আপনাকেও আমার সাথে গলা মিলিয়েছেন বলে ।

৩৪| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

শুভ্র বিকেল বলেছেন: বন্ধ হোক গণহত্যা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৭

আহমেদ জী এস বলেছেন: শুভ্র বিকেল ,



বন্ধ হোক গণহত্যা।
বন্ধ হোক গণহত্যা।
বন্ধ হোক গণহত্যা।

সাথে থাকার জন্যে ধন্যবাদ ।

৩৫| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: STOP GENOCIDE .
এ বিষয়ে অনেক কিছূ বলার আছে । অসুস্থতার জন্য উপস্থিতি জানিয়ে গেলাম । আবার আসবো ।
+

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

আহমেদ জী এস বলেছেন: জুন ,




ফিরতি হাজিরা কিন্তু দিয়ে গেলেন না । আশা করি সুস্থ্য আছেন ।
জেনোসাইড বিষয়ে কিছু বলবেন বলেছেন । আপনার মতো একজন বিদূষীর কাছ থেকে নিশ্চয়ই আমাদের জন্যে অনেক কিছু থাকবে ।
অপেক্ষায় রইলুম .......................

৩৬| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২১

ইমন তোফাজ্জল বলেছেন: আমাদের খুব স্ট্রং কিছু করতে । বাংলাদেশের সরকারকে এমন কিছু করতে হবে যাতে সারাবিশ্ব সেটা নিয়ে ভাবতে বাধ্য করে । প্রজ্ঞা ও যৌক্তিক কিছু । জাতিসংঘের মহাসচিবকে ফোন করে তাদের ভূমিকাটা কি তা জানতে চাইতে পারেন । বাংলাদেশ কে তিনি ফোন করে রোহিঙাদেরকে আশ্রয় দিতে বলেন কিন্ত তাদের হত্যা বন্ধে জাতিসংঘ কি বালটা ফালাইতাছে সেটা জানার অধিকার আমাদের আছে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: ইমন তোফাজ্জল ,




আমার ব্লগে স্বাগতম ।
"........... বাংলাদেশ কে তিনি ফোন করে রোহিঙাদেরকে আশ্রয় দিতে বলেন কিন্ত তাদের হত্যা বন্ধে জাতিসংঘ কি বালটা ফালাইতাছে সেটা জানার অধিকার আমাদের আছে । " ভালো বলেছেন ।
আমাদের প্রজ্ঞা ও যৌক্তিকতা নিয়ে বিশ্বদরবারে যেতে হবে ।

৩৭| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

সোহানী বলেছেন: " ষ্টপ জেনোসাইড "

বিশ্বের বিবেক-মানবতাকে অনেক আগেই কবর দেয়া হয়েছে। এ মায়ানমার জেনোসাইড একবার ঘটছে না বার বার ঘটছে এবং পরিকল্পিতভাবেই ঘটাচ্ছে অথচ কারো এ নেয়ে কোন মাথাব্যাথা নেই। আর জাতিসংঘ বলেন আর ইউ বলেন সবাই নিজের সার্থে ব্যাস্ত... কেউই আমেরিকাকে অখুশি করতে চায় না। আমেরিকাকে তেল দেয়া মায়ানমার বা সুচিকে কিছুই বলবে না।

ভারত অলরেডি ঘোষনা দিয়েছে কোন মায়ানমার রিফিউজি এলাউ করবে না, সেখানে কোন মানবতার দরকার নেই কিন্তু যখনই আমরা বলবো নো মায়ানমান রিফিউজি অমনি সবাই ঝাপিয়ে পড়বে মানবতার পতাকা নিয়ে.......... ধিক মানবতা!

দেখুন কানাডার দৈনিকে মায়ানমার নিউজ। হাসবো না কাঁদবো..........

Boats carrying fleeing Rohingya sink in Bangladesh; 26 dead

Reddit this!
By: Staff The Associated Press Published on Thu Aug 31 2017
COX'S BAZAR, Bangladesh — Officials say three boats carrying ethnic Rohingya fleeing violence in Myanmar have capsized in Bangladesh and 26 bodies have been recovered.
Bangladesh border guard commander Lt. Col. S.M. Ariful Islam said Thursday that the bodies of 15 children and 11 women were recovered from the Naf River at Teknaf in Cox's Bazar.
He said at least three boats carrying an unknown number of Rohingya Muslims had capsized Wednesday and it was unclear whether anyone was still missing.
Last week, Rohingya insurgents attacked police posts in Myanmar, triggering fighting with security forces that left more than 100 people dead and forced at least 18,000 Rohingya to flee into neighbouring Bangladesh.
The top official in Cox's Bazar, Mohammad Ali Hossain, said the bodies would be buried because no one had claimed them.

সেখানে insurgents attacked police বা বিদ্রোহী আক্রমনের কথা বলেছে। একবার ও বলেনি কি ধ্বংসের মধ্যে দিয়ে যাচ্ছে রোহিংগারা। আর জোনোসাইড কথাটা বলার মতো কোন খবরইতো তাদের কাছে নেই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩০

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,




আপনার সূদীর্ঘ মন্তব্যের উত্তরে নতুন করে বলার কিছু নেই, শুধু "মানুষ শক্তের ভক্ত , নরমের যম" এই প্রবাদ বাক্যটি মনে করিয়ে দেয়া ছাড়া ।
ভারতের কলিজার জোর আছে তাই । আমাদের তা নেই বলে আমাদের ঘাড়ে সব চেপে বসছে ....................

৩৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান প্রতি উত্তরের জন্য ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০০

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,



আবারও এসে প্রতি উত্তরের জন্য ধন্যবাদ জানিয়ে গেছেন । এ আপনার মহানুভবতা , আপনার সৌজন্যতাবোধ , আপনার মনের শুভ্রতা ।
ঈদ পরবর্তী শুভেচ্ছা ।

৩৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: হুম । অবশ্যই । "ষ্টপ জেনোসাইড " ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,





অসীম সাহসে চৌকাঠ পেরিয়ে সোচ্চার হতে হবে শ্লোগানে শ্লোগানে - "ষ্টপ জেনোসাইড "

৪০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

গণহত্যা বন্ধ হোক এখনই।

তথাকথিত শান্তি পুরস্কারধারীদের অপকর্মের শিকার হচ্ছি আমরা... এরচে' পরিহাস আর কী হতে পারে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,




তথাকথিত শান্তি পুরস্কারধারীদের অপকর্মের শিকার হচ্ছি আমরা... এরচে' পরিহাস আর কী হতে পারে। এটাই নিঠুর বাস্তবতা ।
" জোর যার মুল্লুক তার " আমাদের জোর নেই তাই মুল্লুকও নেই ।

৪১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: এর পিছনে চীনের হাত আছে।
সেজন্য মিয়ানমার এত স্পর্ধা দেখাচ্ছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,




হবে হয়তো । আরও অনেক রাজনীতি আছে । জানিনে ঠিক কেমন , তবে আছে ।

৪২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

উম্মে সায়মা বলেছেন: এদের নিষ্ঠুরতা দেখে বাকহীন হয়ে যাই :| উই প্লী টু স্টপ জেনোসাইড...
আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুন আর বিশ্বজুড়ে নিপীড়িতদের কষ্ট লাঘব করুন। আমীন।
ঈদ মুবারক!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




আপনার প্রার্থনা পূর্ণ হোক ।

ঈদ পরবর্তী শুভেচ্ছা আপনাকেও ।

৪৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

নায়না নাসরিন বলেছেন:
ইদ মোবারক ভাইয়া :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৯

আহমেদ জী এস বলেছেন:



নায়না নাসরিন ,

শুভেচ্ছা আপনাকেও ।

৪৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

দীপংকর চন্দ বলেছেন: গণহত্যা বন্ধ হোক

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,




কন্ঠ মেলানোতে ধন্যবাদ । গণহত্যা বন্ধ হোক.................

৪৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঈদের শুভেচ্ছা জানবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু ,




ঈদ পরবর্তী শুভেচ্ছা আপনাকেও ।
ভালো থাকুন এবং সুখে ....................

৪৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: " ষ্টপ জেনোসাইড " ।

:(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,




সোচ্চার হওয়ার মিছিলে যোগ দেয়ার জন্যে ধন্যবাদ ।

৪৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮

জুন বলেছেন: বিশ্বের সবচেয়ে নিপীড়িত সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম হচ্ছে মায়ানমারের আরাকান প্রদেশের রোহিঙ্গা জনগন। নিপীড়িত এই জাতিগোষ্ঠি দিনের পর দিন সেখানকার বৌদ্ধ সন্ন্যাসী এবং সামরিক বাহিনীর দ্বারা নির্মম অত্যাচারের শিকার৷তবে সেদেশের সাধারন জনগনের কাছে এই খবরগুলো পৌছায় না বলেই আমাদের ধারনা । এক এক সময় মনে হয় দেশ বিদেশের বিভিন্ন মিডিয়ার অপ্রতুলতার জন্য সেদেশে সরকার তাদের সরকারী টিভি ও সংবাদ পত্রের মাধ্যমে সে দেশের জনগনকে যা খাইয়ে দিচ্ছে তাই খাচ্ছে।
ব্যাক্তিগতভাবে আমি যেটা সম্প্রতি দেখেছি তাতে মায়ানমারের সাধারন জনগন রোহিঙ্গাদের হিংস্র পশু বলে উল্লেখ করেছে। এবং তারা কোনভাবেই তাদের মায়ানমারের বাসিন্দা বলে স্বীকার করে না। সুচীকে আহবান জানিয়ে বলেছে আমরা তোমার পাশে আছি,তারা বাংলায় কথা বলে,তারা বাংলাদেশী এবং তাদের বাংলাদেশে তাড়িয়ে দাও
কি ভাবে তাদের মগজ ধোলাই করা হয়েছে যে মানুষকে নিষ্ঠুর ভাবে মেরে ফেলতে দেখেও নির্বিকার তারা।
তাই আপনার সাথে গলা মিলিয়ে বলি STOP GENOCIDE

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

আহমেদ জী এস বলেছেন: জুন ,



"তাই আপনার সাথে গলা মিলিয়ে বলি STOP GENOCIDE" তা যে আপনি আন্তরিক ভাবেই বলেছেন , তা খানিক আগে আপনার পোস্ট করা লেখাটিই প্রমান করে দিলো ।

আবারও বলি ---- STOP GENOCIDE

৪৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

নিয়াজ সুমন বলেছেন: সুচি খোপায় দেয় ফুল, মানুষ মারতে করে না তাই ভুল!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১০

আহমেদ জী এস বলেছেন: নিয়াজ সুমন ,



ব্লগে স্বাগতম ।

সুচি খোপায় দেয় ফুল, মানুষ মারতে করে না তাই ভুল!!!

আমরা কঠিন না হলে পারবোনা ছিড়তে তার একটাও চুল !!!!!!!!

৪৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯

বিলিয়ার রহমান বলেছেন: সঠিক আওয়াজ!!!


এটা এখন সময়ের দাবি!


পোস্টে প্লাস!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




অনেকদিনের পরে !!!
শেষে এসেও এই মিছিলে যোগ দেয়ার জন্যে এবং পোস্টে প্লাস দেয়াতে ধন্যবাদ ।

৫০| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: “ষ্টপ জেনোসাইড.....” লিখেছি এ কারনে যে , আমাদের পত্রিকাগুলোতে প্রায় সবাই মায়ানমারের
গণহত্যাকে “ জেনোসাইড “ না বলে অন্য শিরোনাম দিচ্ছেন এভাবে --

সত্যিই মিডিয়া যে কখন কি নিউজ করবে তা বলা মুশকিল।

“ জেনোসাইড “ শিরোনাম দিলেতো কোন সমস্যা হওয়ার কথা নয় বরং আরো শক্তিশালীভাবে হত্যা, নির্যাতন, ধর্ষণকে উপস্থাপন করা।

পৃথিবীর সকল গণহত্যা বন্ধ হোক।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,



ধন্যবাদ পোস্টের বক্তব্যে সায় দেয়াতে ।

পৃথিবীর সকল গণহত্যা বন্ধ হোক।

শুভেচ্ছান্তে ।

৫১| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৯

খায়রুল আহসান বলেছেন: আপনার সাথে কন্ঠ মিলিয়ে বলছি, "ষ্টপ জেনোসাইড ইন মায়ানমার"!
৭ নং মন্তব্য এবং প্রতিমন্তব্য, দুটোই ভাল লেগেছে।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




দেরীতে হলেও আপনার এই আওয়াজের মর্ম ফুরিয়ে যায়নি আজকেও । আজকেও তা সমান ভাবে উচ্চকিত হোক ।

ধন্যবাদ মন্তব্যের জন্যে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.