নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
আকামের কাম করতে পারমুনা । আঙুল ব্যতা কইরর্যা আর কিছু লেহার ইচ্ছা অইলোনা ।
[ কার্টুন --- ইন্টারনেট এর দয়ায়.... ]
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
আহমেদ জী এস বলেছেন: জাহিদ হাসান,
হগ্গলঢির প্রতিক্রিয়া দেইখ্যা মাথাডা সক্কাল থেইক্কাই গরম ..। হের উফরে আপনার নামডাও টাইপ করতে হইছে এহোন । মাতাডা তো দেলেন আরও গরম কইরর্যা !
তয় ছবিডা যে দেলেন, হেডা কি মাতা ঠান্ডার ঔষাদ ????
২| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার হাসতেও কষ্ট হচ্ছে।
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
আহমেদ জী এস বলেছেন: আ . হ.মো.আ.ই ( নামের সবটা লিখতে পারলুমনা কপি করা যায়না বলে )
হাপানির ঔষধ খান , হাসতে হাপ ধরে যাবেনা ...............
৩| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । চমৎকার এক্সপ্রেশন !!
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
আহমেদ জী এস বলেছেন: ক........ন ,
কিছু করার নেই তাই .....
৪| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
জাহিদ অনিক বলেছেন:
লেখা চোরেরা নিশ্চয়ই আমাদের এই ত্রাহি ত্রাহি অবস্থা দেহে মিটমিট করে হাসছে !
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
আহমেদ জী এস বলেছেন: জা... অ........
তারা কি রামগরুড়ের ছানা , যে হাসতে তাদের মানা ??????
৫| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হা হা হা হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছি না।
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
আহমেদ জী এস বলেছেন: মা...র...সু...
আমিও বুঝতে পারছিনে আপনাকে কোন পরামর্শটা দেবো !
৬| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
অপ্সরা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!
আমি নিঃশ্বাস বন হয়ে মরে যাচ্ছি!!!!!!!!
আমার ক্লাস্ট্রোফোবিয়া!!!!!!!!!!!!
আমি কিন্তু মরে গেলে দায়ী থাকবা তোমরা যারা এই অবস্থার জন্য দায়ী তারা!!!!!!!!!
চোরদের কপি অপশান উঠানো মানে এই কথা!!!!!!!!!!!
মূল পোস্ট কপি করা বন্ধ করে দিলে তবুও কিছুটা হত।
তাই বলে মূল পোস্টের সাথে সাথে কমেন্ট অপশান, নতুন ব্লগ লেখা সবই কপি পেস্ট বন্ধ করতে হবে!!!!!! এটা কেমন কথা!!!!!
১। শুধু মাত্র মূল পোস্ট কপি বন্ধ করা হোক।
২। কপি ব্লকার অপশন থাকবে লেখকের হাতে যার ইচ্ছা হবে বন করবে যার হবেনা সে করবে না। লেখা চুরি হলে সামুর দায় নাই।
৩। নতুন পোস্ট লেখার পেইজে কোনো ভাবেই কপি পেস্ট অপশন বন্ধ করা যাবে না তাইলে রেফারেন্স দিতে কি পুরা রেফারেন্স লিখবো বসে বসে !!!!!!!! আরটিকেল তো জীবনেও কেউ আর লেখার কথা ভাবনাতেও আনবে না!
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৩
আহমেদ জী এস বলেছেন: অ............
শুধু মাত্র মূল পোস্ট কপি বন্ধ করা হোক ।
এটাই হওয়া উচিৎ ছিলো একশোবার । সামুর এতো এতো ঝানু আইটি বিশেষজ্ঞ থাকতে এটা যে কেন করা গেলোনা প্রথমেই , বুঝতে পারছিনে !
কি যে অসুবিধা হচ্ছে , এই মন্তব্যগুলোও করতে । এখানের শব্দ ওখানে নিতে গেলেও নতুন করে ওখানে ফের টাইপ করতে হচ্ছে । আর কপি করা যাচ্ছেনা বলে আপনার নামখানিও সংক্ষেপে দিতে হলো ।
৭| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
ইন্টারনেটের দয়ার শরির যাই হোক
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২০
আহমেদ জী এস বলেছেন: ম....সু ........
বুঝতেই পারছেন, আপনার নামটি সংক্ষেপে কেন লিখতে হলো !!!!!!
দয়া করে ক্ষমা করে দেবেন ।
৮| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: সর্বনাশ!
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,
সর্বনাশ হইয়াও হইলোনা সর্বনাশ ............
এই যে আপনার নামটি কি সুন্দর কপি করতে পারলুম । ঝামেলা আপাতত গন ....................
৯| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
কবিতা চুরি নিয়ে শত শত পোষ্ট আসছিলো, আমি ভেবেছিলাম যে, এগুলো বাংগালী চরিত্র নিয়ে হাসি-তামাসা, রম্য; এখন দেখছি, এ ব্যাপারে ব্লগারেরা ও সামু সিরিয়াস!
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
ফাঁসির ভয়ে সামু তড়িঘড়ি করে ব্লগারদের মুখে হাসি ফোঁটাতে চেষ্টা করেছে ।
১০| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
অপ্সরা বলেছেন:
আমাদের সামু!!!!!!
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪
আহমেদ জী এস বলেছেন: অপ্সরা ,
দেখলেন তো, সামু ফাঁসির ছবি দেখেই ভয় পেয়েছে !!!!!!!!!!!!!!!!!!
সে কারনেই তো আপনার নামটি আমাকে আর " অ " দিয়ে লিখতে হয়নি ।
এখন এই ছবিটা "সামু" না হয়ে "সামুর লেখা চোর" এর হবে ।
১১| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
অপ্সরা বলেছেন: চাঁদগাজী ভাইয়া!!!!!!!!!!
চোরের আগে কবিদের নিপাত চাই!!!!!!!!!!
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৭
আহমেদ জী এস বলেছেন: অপ্সরা ,
ব্লগার চাঁদগাজী নিশ্চয়ই আপনার আওয়াজ শুনতে পাবেন ।
@চাঁদগাজী .... আপনার দৃষ্টি আকর্ষন করছি ।
১২| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
জাহিদ অনিক বলেছেন:
আ আ আ আ !!!
ভাইয়া, আপনি জা অ লিখেছেন, !! আমার নামের বানান সহজ খুব। জাহিদ অনিক ! কোণ যুক্ত বর্ণ নেই, প্যাচ নেই !
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪০
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
আমিও প্যাচ না দিয়ে বলছি ----- সহজ হোক আর কঠিন , কষ্ট করে এক আঙুলে টাইপ করতে যাবো কেন , যেখানে আগে কপি করে পেষ্ট করা যেত ?
১৩| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
মলাসইলমুইনা বলেছেন: @অপসরা : ওটা সামু কোথায় আমিতো ভাবলাম বন্দী ওটা সামুর ব্লগার ! চ্যপ্টা হচ্ছে |
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২১
আহমেদ জী এস বলেছেন: মলাসইলমুইনা ,
অপসরার জবাব পেয়ে গেছেন মনে হয় ....
১৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১১
চাঁদগাজী বলেছেন:
@ অপসরা,
প্রেমিক কবিরা শুধু নিজের নাম চায়, প্রতিবেশীদের কিছু দিতে চাহে না
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৮
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
অপসরা আপনার মন্তব্যের জবাব দিয়েছেন , দেখে থাকবেন ।
১৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৪
অপ্সরা বলেছেন: মসালভাইয়া এটা তুমি!!!!!!!!!!!! একটু পরেই এই রোগে তোমাকেও ধরবে!!!!!!!
ঠিক ঠিক চাঁদগাজীভাইয়া চোর প্রেমিকরা কবিতা লিখতে পারেনা ওরা একটু চুরি করে প্রেমিকাদেরকে দিলে কি হয় !!!!!!
এত কিপটামী কেনো!!!!!!!!
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
আহমেদ জী এস বলেছেন: অপ্সরা ,
ভুল করে ফেলেছেন । চাঁদগাজীকে বলা, "একটু চুরি করে প্রেমিকাদেরকে দিলে কি হয় " , এইখানটাতে ।
হওয়া উচিৎ ছিলো " প্রতিবেশী সকল প্রেমিকাদেরকে দিলে.."
১৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৮
অপ্সরা বলেছেন: ঝানু না ছাই!!!!!!!!!!!
তার প্রমান এই বুদ্ধির নমুনা। একটা অপশান উঠানোর আগে মিটিং এ বসবে না!!!!!!!
এই অপশন উঠালে চোরের কি ক্ষতি আর নিজের বাড়ির লোকদের কি ক্ষতি এটা না ভেবেই দরজায় ইলেক্ট্রিক শক লাগায় রাখলো!!!!!!
যেন নিজের বাড়ির লোকও রোজ রোজ বাড়িতে ঢুকতে গেলে মরে আর চোর কস্মিন কালে আসলে মরে। এইদিকে বাড়ির লোকজন মরে ঝরে সব শেষ। ফাঁকা বাড়িতে চোরেরও উৎপাৎ নাই ! বাহ বাহ কি বুদ্ধির ঢেঁকি। যাঁতা। পাঁটা। নোড়া। শিল.......
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮
আহমেদ জী এস বলেছেন: অপ্সরা ,
তবুও তো হয়েছে ........................
১৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা
আরেহ ইমোটিকন কপি হইল হুররে...............
ইয়া হু.......... রাইট বাটন অন হইছে
আর কাইন্দেন না
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
কান্দা বনননননননননননননননননননননননননননননননননননননননননননননননন্ধ ।
কান্দা বনননননননননননননননননননননননননননননননননননননননননননননননন্ধ ।
কান্দা বনননননননননননননননননননননননননননননননননননননননননননননননন্ধ ।
কান্দা বনননননননননননননননননননননননননননননননননননননননননননননননন্ধ ।
সহৃদয় ব্লগার বৃন্দ , শালীনতা ভেঙে এই মন্তব্যের জবাবটি আগে দিলুম , সমস্যা সমাধান হওয়ার কারনে ।
১৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
রাসেল উদ্দীন বলেছেন: ঝামেলা শেষ! রাইট বাটন অন হইছে। কমেন্টের লেখাও কপি করা যাচ্ছে!
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
আহমেদ জী এস বলেছেন: রাসেল উদ্দীন ,
থ্যাংকিউ অল , ঝামেলা ইজ গন..............
১৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০০
অপ্সরা বলেছেন: ১০৫. ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭ ২
জানা বলেছেন: ভাল খবর।
আমরা সমস্যাটি সমাধান করতে পেরেছি। অর্থাৎ চুরি ঠেকাতে RIGHT BUTTON disable korar fole আমাদের নিজেদের জন্যে রাইট প্যানেল থেকে বা মন্তব্যের ঘর থেকে কপি-পেষ্ট করতে যে সমস্যাটি তৈরী হয়েছিল তার সমাধান হয়েছে। পাশাপাশি যে মূল বিষয়ে আমরা ছিলাম অর্থাৎ চুরি বন্ধ, তাও বলবৎ আছে। মানে চৌর্য্যবৃত্তির পথটিও বন্ধ হয়েছে।
অবশেষে !!!!!!!!!!!!!!
ঝানুদের বুদ্ধিতে কুলালো না ব্লগুদের বুদ্ধিটাই নিতে হলো !
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
আহমেদ জী এস বলেছেন: অপ্সরা ,
২০| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০
আখেনাটেন বলেছেন: ছবিদুটি মারাত্মক হয়েছে।
সাথে ব্লগার শায়মার সামুর কোনঠাসা ছবিটা দেখে হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দিচ্ছি।
এখন ব্যাপারটা দুর্দান্ত হয়েছে। সামুকে প্রাণঢালা অভিনন্দন তড়িৎ সমাধানে আসায়।
সাথে আমি একটি পোস্ট দিয়েছিলাম যার কার্যকারিতা শেষ হওয়ায় মুছে ফেললাম।
যুগ যুগ জিও সামু।
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন ,
নিচের মন্তব্যে অপ্সরা র সাথে একমত । পারলে কিছুটা পাল্টে দিয়ে দিন নতুন ডেভেলপমেন্টা সংযুক্ত করে ।
তখনকার অতো দুঃখেও হাসাতে পেরেছি জেনে ভালো লাগলো ।
সামু বেঁচে থাক যুগ যুগ .....................
২১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২২
অপ্সরা বলেছেন: আখেনাটেন ভাইয়া পোস্টগুলো না মুছা উচিৎ ছিলো!
সামু ব্লগারেরাও মাঝে মাঝে ঝগড়া ঝাটি ভুলে যে ঐক্যবদ্ধ হতে পারে তার প্রমান স্বরূপ!
তবে বর্তমানে ছাগল পাগল ব্লগে কমে চোরেদের উৎপাত শুরু হয়েছিলো!
চোরগুলো অবশত বড়ই নিরীহ! শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট। কাউকে ডিস্টার্ব না করে চুপচাপ লেখা নিয়ে যায়!!!
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
আহমেদ জী এস বলেছেন: অপ্সরা ,
সামু ব্লগারেরাও মাঝে মাঝে ঝগড়া ঝাটি ভুলে যে ঐক্যবদ্ধ হতে পারে তার প্রমান স্বরূপ!
ঠিক বলেছেন ।
২২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: সমস্যাতো খতম মেয়াবাই!!
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
সমস্যা খতম হইলো কই ? এর পরে ফেবুতে আপনার লেখা ( অবশ্যই চুরি করা ) একটাও যখন দিনের পর দিন দেখবেন না তখন গলা ছেড়ে কেঁদেও কুল পাবেন না ..........
২৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই, মুশকিল খতম ।।।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
জ্বী ........... তামাম শোধ !
২৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১
ধ্রুবক আলো বলেছেন: ভাই,
হাসতে হাসতে চোখ দিয়ে পানি এসে পড়েছে
সেই মজার একটা পোষ্ট ।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩
আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,
খুশির বারতা পেয়ে গেছেন এবারে চোখের পানি মুছে ফেলতে পারেন ।
২৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১
উম্মে সায়মা বলেছেন: আহমেদ জী এস ভাইয়ের প্রতিমন্তব্যে ব্লগারদের নামের শর্টকাট আর শায়মা আপুর ১৬ নং মন্তব্য পড়ে হাসতে হাসতে শেষ
যাক আপাতত এই সমস্যার সমাধান হল.....
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৫
আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,
কি করার ছিলো বলুন ? এ ও তো একধরনের অসুবিধার চিত্র , তাইনা ?
যাক আপাতত এই সমস্যার সমাধান হয়েছে এবারে হাসি শেষ করতে পারেন ..................
২৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮
মলাসইলমুইনা বলেছেন: ঘাড়ের ব্যাথাটা, দাঁতের ব্যাথা, আঙুলের ব্যথাটা সেরে গেলো মুক্তি ঘোষনায় !!
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
আহমেদ জী এস বলেছেন: মলাসইলমুইনা ,
বেঁচে গেলো পয়সাটাও ............ ব্যথার ঔষধ কিনতে হলোনা ...............
২৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
অপু তানভীর বলেছেন:
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১
আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর ,
এরকম হাসতে হাসতে যদি মরেই যান তবে আর ফাঁসির দড়ি লাগলোনা মনে হয় ..........
২৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৪
কালীদাস বলেছেন: এখন তো সলভ হয়ে গেছে। আপনার এখনকার প্রতিক্রিয়া দুয়েকটা কার্টুনে দেখান
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৫
আহমেদ জী এস বলেছেন: কালীদাস ,
ভালো বলেছেন । খুঁজে পেতে দেখি ইন্টারনেটের দয়া হয় কিনা আবার ..............
২৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৫
সচেতনহ্যাপী বলেছেন: সামু আসলেও শাঁখের করাতের নীচে।।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬
আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,
হ্যাপী হোন , করাত ভেঙে গেছে ..................
৩০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৬
আমি তুমি আমরা বলেছেন: রাইট বাটন কাজ করা শুরু করছে।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা ,
হুমমমমমম........ লেফট-রাইট করার সুযোগ হয়েছে !
৩১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:১৭
ওমেরা বলেছেন: আকাম ছাড়া কাজ হয় না।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: ওমেরা ,
ঠিক বলেছেন , আকাম না থ্কলে কাম হবে কোত্থেকে !!!!!!!!!!!!!!
৩২| ১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৭
ফেরদৌসা রুহী বলেছেন:
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩২
আহমেদ জী এস বলেছেন: ফেরদৌসা রুহী ,
৩৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:০৭
সোহানী বলেছেন: আমি হাসতে হাসতে্ শেষ..... তবুও যদি চোরদের শিক্ষা দেয়া যায়................
আমি কিন্তু খুশি......
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
আপনার খুশি বেড়ে যাবার কারন ঘটে গেছে ইতিমধ্যেই ।
চোরদের তো আর শিক্ষা দেয়া যাবেনা , অনেক বিপদে ফেলা গেলো আর কি !
৩৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গতকাল যখন মূল পোস্টের সাথে সাথে কমেন্ট অপশান, নতুন ব্লগ লেখা সবই কপি পেস্ট বন্ধ করা হলো তখন একে ফাটাফাটি খবর বলে কেউ কেউ খুব এক্সাইটেড হয়ে পড়েছিলেন| তারপর যখন দেখা গেলো মাথার ব্যাথা সারাতে মাথায় কেটে ফেলার অবস্থা হয়েছে, তখন আমাদের অনেকের চৈতন্যোদয় হলো | যাহোক সব ভালো যার শেষ ভালো তার | ব্লগার ভাইবোনদের ফিডব্যাক নিয়ে চুরি সমস্যা এবং ব্লগারদের সমস্যা দুটোরই সমাধান করায় সামু কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ |
১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
আহমেদ জী এস বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ ,
ব্লগারদের দাবীর প্রতি তাদের এমন ভাবে সাড়া দেয়াতে ধন্যবাদ পাওয়ার যোগ্যই বটে সামু কর্তৃপক্ষ ।
৩৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০২
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আপনার সমস্যা মনে হয় শেষ!
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৫
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
আমার একার কেন ? সকলের সমস্যাই শেষ ।
৩৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: স্বাধীনতা খর্ব করা হচ্ছে!!
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯
আহমেদ জী এস বলেছেন: অনন্য দায়িত্বশীল আমি ,
এমন অদায়িত্বশীল কথা বললেন !
লেখা চোরদের স্বাধীনতা জোরদার করা হয়েছিলো ( ২নং কার্টুন দ্রষ্টব্য ) ।
৩৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২
সাদা মনের মানুষ বলেছেন: কষ্টে আছি-------------কামাল উদ্দিন
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৫
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
কষ্টে আছি আইজুদ্দিন এর ভাই কামাল উদ্দিন ?
দেখা মিললো অনেকদিন পর ................
৩৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
সুমন কর বলেছেন: এমন হলে খুব ভালো হতো !!
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
কার কার ভালো হতো ????????
৩৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১
আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু ,
৪০| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২
নাগরিক কবি বলেছেন: মাইরালা
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
আহমেদ জী এস বলেছেন: নাগরিক কবি ,
যাতে সহজেই মরতে পারেন সে তড়িকার ছবিই তো দিয়েছি ...................
৪১| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২
শামছুল ইসলাম বলেছেন: হা...হা... নির্মল বিনোদন!!!
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,
বিনোদন !! তা বলা-ই যায় । সবাই যেভাবে হা-হুতাশ করছিলেন তাতে একটু হাসির চাটনী যোগ করেছি মাত্র !
৪২| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
জাহিদ হাসান বলেছেন: তয় ছবিডা যে দেলেন, হেডা কি মাতা ঠান্ডার ঔষাদ ????
আপনি ছবি দিয়া মাথা ঠান্ডা করেন ?
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
আহমেদ জী এস বলেছেন: জাহিদ হাসান ,
তেমন ছবিতে মাথা ঠান্ডা না হয় কার ? বলেনা কেউ । সবাই সাজে সাধু , তাই আপনার জন্যে এই লিংকটি দিচ্ছি বুঝতে পারবেন --
“প্রেমবধ”
৪৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহা সুন্দর হয়েছে
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০০
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,
হা...হা....হা.... বেসুন্দর হবার কথা তো নয় !
৪৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
৪৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি লিখি আজ ভেবে না পাই।
১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০১
আহমেদ জী এস বলেছেন: মোহেবুল্লাহ অয়ন ,
ভাবাভাবির দরকার নেই , যা খুশি তাই লিখুন ।
৪৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
জামু বলেছেন:
১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: জামু ,
কি হলো হাসির ?
এতো ছবি ফাঁসির ................
৪৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৮
এডওয়ার্ড মায়া বলেছেন: ভদ্রলোকের রসবোধ এতটা ভাল জানতাম না
ধন্যবাদ জিএস দা ।মজা পাইছি
১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: এডওয়ার্ড মায়া ,
এ্যাদ্দিনে জানলেন ? এইটা জাইন্না মজা পাইছি ..............
৪৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
সুমন কর বলেছেন: কি আর করবেন বলেন, সব যখন চোরদের দখলে .........
বিরক্ত হয়ে বলেছিলাম !!
১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
চোরদের দখল এখনও নাকি চলছে ! বিরক্ত হওয়া এখন জায়েজ ..................
৪৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২১
নীলপরি বলেছেন: আমার দেখতে দেরী হোলো । ছবি গুলো কিন্তু দারুণ ।
১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৯
আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,
দেরী হলেই বা কি ? এসেছেন তো !
দারুণ বলতে কি ? দেখতে সুন্দর না অর্থবোধক ?
৫০| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
প্রামানিক বলেছেন: হে হে হে - - - কষ্টে আছে - - - কামাল উদ্দিন।
১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
বেচারা আছে কষ্টে আর আপনি কিনা মজা করছেন ? ভেরী স্যাড .............ভেরী স্যাড.........
৫১| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬
মানিজার বলেছেন: দিস ইস নট ইন্টারেস্টিং ।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
আহমেদ জী এস বলেছেন: মানিজার ,
ফাঁসিতে ঝোলা কি ইন্টারেস্টিং হবার কথা ??????????? |
৫২| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
আহমেদ জী এস বলেছেন: মানিজার ,
ফাঁসিতে ঝোলা কি ইন্টারেস্টিং হবার কথা ???????????
৫৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৩
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , প্রচ্ছদের ছবি গুলিই কথা বলে ।
ছবি দুটোর কনটেন্ট এনালিসিস এই পোষ্টে ও মন্তব্যের ঘরে হয়েছে অতি সুন্দরভাবে ।
প্রথমে এক নজরে আকামের কাম দেখে গিয়েছিলাম, পরে এসে দেখব বলে ।
আমার লেখার যে অাকৃতি তাতে একটি পোষ্ট দিতে মাস কাভার হয়ে যায়,
কিভাবে লিখব , কিভাবেই বা সুত্রের লিংক দিব , কোটেশন এনে কেমন করে
ফিট করব, তা ভেবে ভেবে একটু হতাশ হয়ে ছিলাম , ভাবতেছিলাম এখানে
লেখালেখির পাট বুঝি চুকল ।
সামু ছুটতে ছিল ভিশন চোটে , হোচট কিছুটা খেয়েছিল চোরের পিছনে ছোটে।
যাহোক সমস্যাটির সমাধান করে দেয়ার জন্য সামুর প্রতি শুভেচ্ছা রইল ।
এই পোষ্টটিরও প্রভাব থাকবে সমস্যাটির আরো সুন্দর সমাধানে এ কামনাই
করি । অনৈতিক কপি পেষ্ট বন্দের পাশাপাশি সামু গতিময়তা পাক এটাই
এখন সময়ের দাবী । পোষ্ট টি প্রিয়তে গেল ।
অনেক অনেক শুভ কামনা রইল ।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,
গত ক'দিনের ডামাডোলের পরে আপনাকে দেখে ভালো লাগলো । ছবি ( কার্টুন ) দুটো আসলে সেদিনের সামুর অবস্থান বোঝাতেই ব্যবহার করেছি । সামুর অবস্থান ছবি দুটোর কনটেন্টই মনে হয় পরিষ্কার করেছে ।
তবে সামুকে নিয়ে আমাদের সবার যে উৎকন্ঠা তার তুলনা নেই । সামুকে এতোটাই মনে হয় ভালোবাসি আমরা ।
প্রিয়তে নিয়েছেন জেনে ধন্যবাদ ।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্যেও ।
৫৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
নীলপরি বলেছেন: অর্থবোধক । মানে পরিস্থিতির সাথে মানানসই ।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৬
আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,
একদম ঠিক বলেছেন । আসলে সেদিনের সামুর অবস্থান বোঝাতে এমন পোস্টটি দিয়েছি । ছবি দুটোর কনটেন্টই মনে হয় সামুর অবস্থান পরিষ্কার করেছে ।
ধন্যবাদ আবার আসার জন্যে ।
৫৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪
রাতুল_শাহ বলেছেন: এই পোস্টের মজাটা মিস করেছি। তবে ফেসবুকে দেখলাম। আপনারা মডুদের শান্তিতে থাকতে দেন নাই।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: রাতুল_শাহ ,
অনেক কিছু সত্যিই মিস করেছেন । কর্তৃপক্ষ একটু হিসেব করে নামলে পারতেন ।
অনেকদিন পরে এলেন । মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
৫৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ নাকানিচোবানি খেয়েছি আমি এই চোরদের দয়ায়...
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২০
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
এখন তো অনেকটা বুক ভরে শ্বাস নে্ওয়ার কথা ....................
৫৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
নায়না নাসরিন বলেছেন: হা হা হা ভাইয়া তুমি পারো ও বটে =p এমন কার্টুন পাও কোথায় ?
মন্তব্যের ঘরে প্রিয় আপুনি শায়মার আপুর দেয়া ছবিটাও জোশ
+++++
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১০
আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,
খুব ভালো লাগলো আপনাকে এখানে দেখে । যা পেরেছি তা তো ব্লগের সমস্যার কথা ভেবেই । খারাপ হয়েছে কি ?
প্লাস দেয়াতে ধন্যবাদ । আর দুঃখিত অনিবার্য কারনে জবাব দিতে দেরী হওয়ায় ।
শুভেচ্ছান্তে ।
৫৮| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
জেন রসি বলেছেন: বেশ কিছুদিন ব্লগে না থাকায় বেশ কিছু ঘটনা মিস করেছি মনে হচ্ছে।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
বেশ কিছু নয় , শ্বাসরোধ করা ঘটনার ঘনঘটা মিস করেছেন !
৫৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: হেইয়ো!!!
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
অনেকদিন দেখা নেই ............... হেইয়ো !!!!!!!!!!
৬০| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
বিজন রয় বলেছেন: কেমন অাছেন?
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
এর জবাব দিয়ে এসেছি ...........
৬১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
সকাল রয় বলেছেন: কপি সিস্টেম বন্ধ করে একদিকে ভালোই করছে বাট আমার একটু অসুবিধা হইছে, নিজের লেখা ব্লগ থেকে কপি করে নিতে পারতাম এখন সেটা পারিনা।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩
আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,
হুমমমমমম .... সবার এমন অসুবিধার কথাই বলেছি কার্টুন দু'টিতে ।
৬২| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮
জুন বলেছেন: হায় হায় অনেকদিন ঠিকঠাক মত ব্লগে না আসায় আপনার এই আকাইম্মা পোষ্টটা আমার নজরেই পড়েনি
কিন্ত এতেও সমাধান হয়নি সমস্যার। চোর আছে বহাল তবিয়তেই মাঝখান থেকে টেকনোলজিতে আমার মত অল্প বা অর্ধ শিক্ষিত মানুষের জন্য বর্তমানে সামুর গৃহীত সারাই ব্যাবস্থা ( কপি করে মন্তব্য ও অন্যান্য কাজ ) গলার ফাঁস হয়ে উঠেছে।
একি এযে দেখি পোষ্টের চেয়ে মন্তব্য বড় হয়ে গেলো
+
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮
আহমেদ জী এস বলেছেন: জুন ,
হুমমমম... আকাইম্মা পোস্ট তো তাই হয়তো চোখে পড়েনি । আকাইম্মা পোস্ট কে দেখে বলুন ! ভালো পোস্টই তো চোখে পড়ার কথা । আপনার পড়েছেও হয়তো , তা আমার নজরেও আসেনি মনে হয় ।
মাঝখান থেকে টেকনোলজিতে আমার মত অল্প বা অর্ধ শিক্ষিত মানুষের জন্য বর্তমানে সামুর গৃহীত সারাই ব্যাবস্থা ( কপি করে মন্তব্য ও অন্যান্য কাজ ) গলার ফাঁস হয়ে উঠেছে।
আপনাদের গলার এই ফাঁস বোঝাতেই তো এই আকাইম্মা পোষ্টটি তৎক্ষনাত দিয়েছিলুম । সেটাই আপনার সর্বক্ষন সজাগ চোখ এড়িয়ে গেলো ! স্যাড..... ভেরী স্যাড.........................
৬৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩
জুন বলেছেন: আকাইম্মা পোস্ট কে দেখে বলুন ! এ কথাটি ঠিক হলোনা আহমেদ জি এস
আমার মত আকাইম্মারই এই পোষ্টটি তদনগদ দেখার কথা । তবে আপনার লেখা পোষ্ট এর সময় ও বিরতি নিয়ে যতটুকু ধারনা তাতে মনে করেছিলাম নগন্য ঘাস্ফুল মরে পচে কম্পোস্ট হয়ে ফুলের টবে সার হয়ে দামী দামী ফুল ফোটা অথবা গরুর পেটে ( অবশ্য স্যাক্রাম্যান্টোর ঐ লেকের পাড়ে যদি গরু চরে বেড়ায়) না যাওয়া পর্যন্ত আর নতুন পোষ্ট দিবেন না তাছাড়া ব্লগেও ছিলাম ঘর হাজির । তাই কেজো লোকের আকাইম্মা পোষ্টটি নজর কাড়েনি
নাকি চোখে ছানি পরলো
০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
আহমেদ জী এস বলেছেন: জুন ,
হা.........হা...........হা.......... আসলেই ঠিক বলেছেন, একটা ঘাসফুল পোস্ট কম্পোস্ট হবে , তারপরে টবে সার হয়ে আর একটি পোস্টের অঙ্কুরোদ্গম ঘটাবে এতে বেশ সময় লাগে । আমার জমিন তো উর্বর নয় , তাই সময়ের সার বিনে ঘন ঘন পোস্ট প্রসব করা সম্ভব হয়না ।
আমার লেখা দেবার সময় সম্পর্কে আপনার পর্যবেক্ষন একদম সঠিক । তবু এরকমমের অসময়ের লেখায় মাঝে মাঝে তব দেখা পাই , চিরদিন কেন পাইনা...............
৬৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০
কুঁড়ের_বাদশা বলেছেন: ভাই,আপনার এ দুইটি ছবি অনেক কথা ব্যক্ত করছে!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫
আহমেদ জী এস বলেছেন: কুঁড়ের_বাদশা ,
ধন্যবাদ কুঁড়েমি থেকে গা ঝাড়া দিয়ে এতোদিন পরে মন্তব্যখানি দিয়েছেন বলে ।
হ্যা..... ছবি দু'টোই তখনকার সামুর শ্বাসরোধের চিত্রগুলি তুলে ধরেছে ।
৬৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৯
খায়রুল আহসান বলেছেন: তখনকার বিদ্যমান পরিস্থিতি ব্যাখ্যা কার্টুন ছবিদুটো এক কথায় অসাধারণ হয়েছে। উপভোগ্য স্যাটায়ার!!
অপ্সরার আমাদের সামু!!!!!! চিত্রটা (১০ নং মন্তব্য) দারুণ হয়েছে!!
ওমেরার আকাম ছাড়া কাজ হয় না মন্তব্যটাও (৩১নং) দারুণ লাগলো!
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
উপভোগ্য তো বটেই সাথে সাথে আমার তো মনে হয়, ঐ সময়টার সকল ব্লগারদের রূদ্ধশ্বাস অবস্থার ঠিকঠাক চিত্রটিই কার্টুনছবি দুটোর সাথে ব্লগের পাতায় সেঁটে রইলো । আর অপ্সরার ছবিটিও এর সাথে রইলো একটা নিদর্শন হয়ে । ওমেরার একলাইনের মন্তব্যটিও যথেষ্ট অর্থবোধক ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
শুভেচ্ছান্তে ।
৬৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬
সৈয়দ ইসলাম বলেছেন: চুর বা পকেটমারেরা যখন ধরা পরে, তখন আজাইরা নিষ্কর্মা পাব্লিকও দু'একটা পানিশমেন্ট দিয়ে যায়। আফসোস, এই লেখা-চুরদের যদি হাতের নাগালে নিয়ে আসার কোন পন্তা থাকতো!
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ ইসলাম ,
আমার ব্লগে স্বাগতম ।
পৃথিবী জুড়েই চোর-লুটেরাদের রাজত্ব । তাদের কে হাতের নাগালে নিয়ে আসার রাস্তা খুঁজে বের করা খুব একটা সহজ নয় । তাই আফসোস থেকেই যাবে !
৬৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
সৈয়দ ইসলাম বলেছেন: আহ! অক্ষত আপচোচ......
২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৪
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ ইসলাম ,
অক্ষত আপচোচ......
অক্ষত ধন্যবাদ মন্তব্যে......
৬৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
কাওসার চৌধুরী বলেছেন:
স্যার, আপনার কার্টুন দেখে বেশ হাসি পেল। পাশাপাশি শংকিত। এত কষ্টের লেখা চুরি করলে লেখার আগ্রহটাই নষ্ট হয়ে যাবে। নীচে তিনটি লেখার লিংক দিলাম। সময় সুযোগে পড়লে খুশি হবো। ভাল থাকবেন।
সার্টিফিকেট নয়, প্রকৃত মেধার মূল্যায়ন প্রয়োজন (শিক্ষা)
ছাত্র রাজনীতির মরণ নেশা (রাজনৈতিক বিশ্লেষণ)
ঢাকা বিশ্ববিদ্যালয় - সাদা আর নীল বিষের আঁধার (শিক্ষা)
২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৯
আহমেদ জী এস বলেছেন: কাওসার চৌধুরী ,
ভালো লাগলো আপনাকে দেখে । ওহ... সে যে কি একটা সময় গেছে ব্লগে !!!!!!!! কার্টুনে তাই-ই বলেছি । আমাদের ব্লগারদের অবস্থা ছিলো ওরকমই ।
আপনার লেখা বেশ প্রাঞ্জল , যাবো আপনার লেখাতে ।
শুভেচ্ছান্তে ।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
জাহিদ হাসান বলেছেন: হে হে হে হে