নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

মেলাও প্রাণ সুরে সুরে ..................

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৮



সকল সামু ব্লগারের প্রাণের আকুলতার বাঁধভাঙা আওয়াজ ছড়িয়ে যাক সবখানে .....




মিলুক সুরে সুরে সকল প্রাণ ...............


মন্তব্য ১০২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

নতুন নকিব বলেছেন:



শুভকামনা অশেষ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,




ব্লগ দিবসের প্রথম শুভেচ্ছা আপনাকে .......................

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজ কোন আয়োজন নাই ?
৯ম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা।
শুভেচ্ছা জানাই সকল গুণী সহব্লগারদের।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু ,




শুভেচ্ছা রইলো সকল সহব্লগারদের ।
ব্লগ দিবসের দ্বিতীয় শুভেচ্ছা আপনাকে .......................

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু ,




ঘটা করা আয়োজন হয়তো নেই তবুও ব্লগের পাতায় আমার-আপনাদের এই ক্ষুদ্র প্রয়াস কম কিসে ?

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

ওমেরা বলেছেন: আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা ভাইয়া ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০২

আহমেদ জী এস বলেছেন: ওমেরা ,




সকল ব্লগারদের প্রাণের সুর মিলে যাক এই সুনীল সমুদ্রে ।



আপনাকে সহ সবাইকে শ্বেতশুভ্র শুভেচ্ছা ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই, ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,





ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো সকল সহব্লগারদের ।
ব্লগ দিবসের অফুরান শুভেচ্ছা আপনাকে .......................

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগদিবসের শুভেচ্ছা আপনাকেও ।

আর কবিতা

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,





ব্লগ দিবসের অফুরান শুভেচ্ছা আপনাকেও ।

কবিতার খোকন সোনা আহ্লাদে আটখানাই থাকুক যখন কবিতা মা থাকে তার শিয়রে ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: কোন আয়োজন ছাড়াই সামু ব্লগ কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা সেই সাথে আপনাকেও।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




আয়োজন লাগবে কেন ? আমরা ব্লগাররা আছি না !!!!!
ব্লগ দিবসের অফুরান শুভেচ্ছা আপনাকে সহ সকল সহ-ব্লগারদের ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

সামিয়া বলেছেন: নবম ব্লগ দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,




ব্লগঅন্তপ্রাণ সকলকে নবম ব্লগ দিবসের শুভেচ্ছা ।

মিলুক প্রাণের সুর আমাদের প্রাণে প্রাণে............

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:





ব্লগ দিবসের উষ্ণ শুভেচ্ছা । সবাই লেখালেখির ভূমিতে বিচরণ করুক...

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




হ্যাঁ .......... সুন্দর বলেছেন , সবাই লেখালেখির ভূমিতে বিচরণ করুক ।
সেখানে রোপিত হোক অন্তরের বীজ , সেখান থেকে মাথা তুলুক যাবতীয় সুশ্রী, কল্যানকর , সতেজ কিশলয় ।

ব্লগ দিবসের অফুরান শুভেচ্ছা আপনাকেও ।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনলাইন দুনিয়া ও বাস্তব দুনিয়ায় একসাথে ব্লগ দিবস পালিত হলে ভাল হত।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,



বাস্তব দুনিয়াতে ব্লগ দিবস পালিত হলে ভাল হত নিঃসন্দেহে তবুও কঠিন বাস্তবতা বলে একটা কথা আছে , সে কথা মাথায় রেখেই হয়তো আমরা সবাই একটি বৈরী সময় এড়িয়ে যেতে চেয়েছি অগোচরেই ।
তবুও এই যে অনলাইনে আমরা সবাই একাট্টা হয়েছি এর ভেতরেও আছে বাস্তবতারই ছোঁয়া , সুরে সুর তুলে যাওয়া ।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া ব্লগ দিবসের শুভেচ্ছা আপনাকেও।
অনেক শুভকামনা রইল।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




আপনাকে সহ ব্লগঅন্তপ্রাণ সকলকে নবম ব্লগ দিবসের শুভেচ্ছা ।

অনলাইনেই মিলুক প্রাণের সুর আমাদের প্রাণে প্রাণে............

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সকল ব্লগার ভাইবোনদের ৯ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা জানাই।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

আহমেদ জী এস বলেছেন: :):):)(:(:(:হাসু মামা ,




হাসিতে হাসিতে আলোকসাগর সনে
নৃত্য করে যাই , ব্লগদিবসের এই ক্ষনে.................

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

তারেক ফাহিম বলেছেন: নবম ব্লগ দিবসে সকল সহব্লগারদের শুভেচ্ছা।


১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

আহমেদ জী এস বলেছেন: তারেক ফাহিম ,



সকল ব্লগারদের প্রাণের সুর মিলে যাক এই সুনীল সমুদ্রে ।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

কুঁড়ের_বাদশা বলেছেন: ভাই, আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা। !:#P

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ জী এস বলেছেন: কুঁড়ের_বাদশা ,




কারান্তরালের কুঁড়ের_বাদশাকে নয়, মুক্ত-স্বাধীন কুঁড়ের_বাদশাকে এমন দিনের অফুরান শুভেচ্ছা ।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

ডঃ এম এ আলী বলেছেন: ব্লগ দিবসের অফুরান শুভেচ্ছা রইল ।
আপনার মহতি এ উদ্দোগের জন্য জন্য রইল বিশেষ ধন্যবাদ ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,




মিলুক সুরে সুরে সকল প্রান ...............
মিলেছে তাই আপনাদের এমন করে সাড়া দেয়াতে । এমনি করেই মিলুক প্রাণের সুর আমাদের প্রাণে প্রাণে............

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: অনেক শুভেচ্ছা।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,




ব্লগ দিবসের অফুরান শুভেচ্ছা আপনাকে সহ সকল সহ-ব্লগারদের ।

ভালো থাকুন আপনিও ।



১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
মহাবিশ্বজীবনের তরঙ্গেতে নাচিতে নাচিতে
নির্ভয়ে ছুটিতে হবে, সত্যেরে করিয়া ধ্রুবতারা৷
….কে সে৷ জানি না কে৷ চিনি নাই তারে৷
শুধু এইটুকু জানি, তারি লাগি রাত্রি অন্ধকারে
চলেছে মানবযাত্রী যুগ হতে যুগান্তর পানে,
ঝড়ঝঞ্ঝা-বজ্রপাতে, জ্বালায়ে ধরিয়া সাবধানে
অন্তর প্রদীপ-খানি৷
কে সে, চিনি নাই তারে...৷

---- কবিগুরুর !!!


মাতৃভাষার সঠিক চর্চার বিকল্প নেই। আমার এ বাংলা ভাষা রক্তের বিনিময়ে পাওয়া, তার পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।এ পৃথিবীতে একদিন আমরা কেউ থাকব না,শুধু রেখে যাব আমাদের সৃষ্টি কিছু আঁচড়। আমার সৃষ্টি নিয়ে কোটি হৃদয়ে নয়,হয়তো বেঁচে থাকব কিছু হৃদয়েরর মাঝে। নবম বাংলা ব্লগ দিবস উপলক্ষে সামু কর্তৃপক্ষ সহ ও সকল সহ- ব্লগারদের জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে নবম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




কে সে , চিনি নাই তারে.........।

যেমন আমরাও চিনে উঠতে পারিনি আমারই মায়ের ভাষাকে ।
বঙ্কিম থেকে বলি --- যতদিন না সুশিক্ষিত জ্ঞানবন্ত বাঙালীরা বাঙলা ভাষায় আপন উক্তিসকল বিন্যস্ত করিবেন, ততদিন বাঙালীর উন্নতির কোন সম্ভাবনা নাই ।

আবার যেন তেন প্রকারে উক্তিসকল প্রকাশ করলেই হবেনা , তাতে চাই শ্রী-মহিমা, লাবণ্য-সুষমা । ভাষা মনের সুষমা প্রকাশের উপাদান হলেও কেবলমাত্র এই উপাদানের গুনে কোনও শিল্পই শ্রেষ্ঠত্ব লাভ করেনা যদি না তা শিল্পীর হাতে পড়ে । ব্লগ হলো আমাদের এই শিল্পচর্চার মাঠখানি । এখানেই হয় আমাদের হাতেখড়ি । ধীরে ধীরে আমরা শব্দাড়ম্বরে ঐশর্যবান হই ।
তেমনি আপনার লেখা যদি কারো হৃদয়ে ঠাঁই করে নিতে চায় তবে তাকে হতে হবে মাধুর্যমন্ডিত, থাকতে হবে তার কান্তি-দীপ্তি , লাবণ্য-লালিত্বে ভরা হবে তা ।
এই ব্লগ আমাকে - আপনাকে সুযোগ দিয়েছে মায়ের ভাষায় মনের সুষমা প্রকাশের যা হবে মনোহারিত্বে, চমৎকারিত্বে টৈ-টুম্বুর । তাই ব্লগ দিবসের এই মধুযামিনীতে আমরা সবাই মেলাই প্রানের সুর ।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

অপু তানভীর বলেছেন: বলগ দিবসের আর কিতা শুভেচ্ছা জানামু, কন !
১৯ তারিখ আমার প্রেমিকার বিবাহ হইছিলো (আমার সাথে না কিন্তু) =p~ :D

তবুও শুভেচ্ছা রইলো ব্লগ দিবসের !

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২

আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর ,



ইশশশশশশশশশশশশ, এই ব্যথার দিনে আপনার জন্যে সহানুভুতি জানানো ছাড়া আর কিতা কমু কন ! :||

তবুও বলি, যা গেছে তা যাক । ভালো করে দেখতে হলে মাঝেমাঝে দূরে সরে যেতে হয় যাতে দৃশ্যপট পরিস্কার ধরা পরে চোখে।

ব্লগদিবসের শুভেচ্ছা আপনাকেও ।

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা ভাই !!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,




ভালো লাগলো শুভেচ্ছা জানিয়ে গেলেন দেখে ।

এমনি করেই মিলুক প্রাণের সুর আমাদের সবার প্রাণে প্রাণে......

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

সুমন কর বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো.....

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,



সকল ব্লগারদের প্রাণের সুর মিলে যাক এই সুনীল সমুদ্রে ।
শুভেচ্ছা আপনাকেও ।

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহমেদ জী এস বলেছেন: নোটিশবোর্ড ,
এমন দিনে "নোটিশবোর্ড" এর দেরী দেখে আমিই একটি পোস্ট দিয়ে দিয়েছি সামুকে ভালোবেসে ।


দেবেই হে পোষ্ট তুমি
জানা কথা অতি;
কে দিলো না দিলো অতে
নেই ছিটে ক্ষতি।

তোমা যথা গুটি কয়
ভালোবাসে বলে;
সামু করে রাজ ব্লগে
তারা হয়ে জ্বলে।

শিখলুম জানলুম
হনু অনুপ্রাণিত;
মনতো চায়ই হবো
তোমা যথা শাণিত।

দিল্লী সে বহুদূর
হবেনা তা পুরা;
পাঠক হয়ে আছি বেশ
লিখে থোড়া খুড়া।

অতেই প্রাণ যে খোশ
এই মোর কিচ্ছা;
ব্লগ দিবসেতে সবে
জেনো গো শুভেচ্ছা।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,



কি করি আজ ভেবে না পাই
এরাম মন্তব্যে কি লিখে যাই
কি করে যে থ্যাংকু জানাই
বুকটা উজার করি ;
রাত্তির বেলার বাত্তি জ্বলেছে
পথ হারিয়ে কী-বোর্ড চলেছে
শব্দেরা সব পাখনা মেলেছে
কোথায় গেছে উড়ি ............... :||


২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

ঠ্যঠা মফিজ বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

আহমেদ জী এস বলেছেন: ঠ্যঠা মফিজ ,




এমনি করেই মিলুক প্রাণের সুর আমাদের সবার প্রাণে প্রাণে ।
শুভেচ্ছা আপনাকেও ।

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


অনেক শুভেচ্ছা!

নতুনত্বকে অনেকে ভয় পায়, তাই বলে বিশ্ব থেকে থাকতে পারে না

২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



নতুনকে ভয় পাবার সঙ্গত কারন তো থাকেই ! তাই তো বিশ্ব ঘুরে ঘুরে দেখতে হয় কোথায় নতুন কিছু আছে কিনা, ভয় না পাবার ।
কিন্তু মুশকিলটা হলো , এই বিশ্বভ্রমনে আমরা শিখিনে কিছুই , শুধু অনুকরণ করি , তা ও মন্দটার ।

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

শায়মা বলেছেন: আজ সবার রঙ্গে রঙ মিলাতে হবে......:)

প্রানে প্রানে সুর মেলাতে হবে.... :)

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



হ্যা.... তাই !
আপনাকে ছড়িয়ে দিতে হবে সেই সর্বমাঝে যেথা হতে অহরহ উদ্ভাসি উঠেছে প্রান , গুঞ্জরী উঠেছে নৃত্য অসংখ্য ভঙ্গীতে ................

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,




মিলুক সুরে সুরে সকল প্রান ...............
শুভেচ্ছা আপনাকেও ।



২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

মলাসইলমুইনা বলেছেন: ব্লগ নিয়ে কোনো বক বক নয় আজ | আজ শুভেচ্ছা জানাবার সময় সবাই কে | এই শেষ বিকেলে বাংলা ব্লগ দিবসে ব্লগের সাথে যারাই জড়িয়ে আছেন, ছড়িয়ে থেকেও আঠার মতো আটকে রেখেছেন ব্লগের ভালো মন্দে তাদের সবাইকে শুভেচ্ছা | আহমেদ জি এস ভাই, আপনাকে আলাদা করেই ....|

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

আহমেদ জী এস বলেছেন: মলাসইলমুইনা ,





ব্লগ দিবসে আপনার অফুরান শুভেচ্ছা জানিয়ে দিলুম সহ-ব্লগারদের যারা আছেন ব্লগে ফেভিকলের মতো লেগে, আছেন যারা ব্লগের বাগানে বাদামের খোসার মতো ছড়িয়ে ছিটিয়ে , সবাইকে ।

যে যে ভাবেই থাকুন না কেন যেন থাকেন প্রাণের সুরে মিলিয়ে প্রাণ ..................

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মেলালাম।

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



মিলেছে প্রাণে প্রাণ ......................

২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ,




শুভেচ্ছা আপনাকেও নবম বাংলা ব্লগ দিবসের ।

২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

উম্মে সায়মা বলেছেন: ব্লগদিবসের শুভেচ্ছা আহমেদ জী এস ভাই....

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




শুভেচ্ছা আপনাকেও ।
মিলুক প্রাণ সকল প্রাণে .......................

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

সোহানী বলেছেন: মানে কি!!!! এবার না ব্লগ দিবসে সবার এক সাথ হবার কথা ছিল!!!!!!! সে আয়োজন নেই কেন?????

তারপরও ব্লগ দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,




আপনার প্রশ্নের জবাব তো আমার কাছে নেই ! আপনার মতো আমিও এমনটা আহ্বান দেখেছি ব্লগে । তেমন কোনও লক্ষন দেখিনি বলেই এই পোস্টটি দিয়েছি আমি আমার নিজের তরফ থেকে ।

শুভেচ্ছা অনেক , আপনাকেও ।

৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ক'টা দিন আধারে প্যাঁচার মত দিন কাটাতে যেয়ে একটু অভ্যস্থ হচ্ছি আলোতে।। সেই ডাকে সাড়া না দিয়ে কি পারি?? (বালখিল্য হলেও)।।
তবে অন্ততঃ এখানে মিলুক সবার প্রান একমেলায়, সকল ভেদাভেদ ভুলে।। এই কামনায় আপনাকেও সাথে ব্লগ কর্তৃপক্ষকেও ব্লগ দিবসের শুভেচ্ছা।।

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,




হ্যা , মিলুক সবার প্রান একমেলায়, সকল ভেদাভেদ ভুলে।
দূর থেকে আপনার জন্যেও রইলো ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০০

ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা।

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

আহমেদ জী এস বলেছেন: ফেরদৌসা রুহী ,




ব্লগিং হোক নিষ্কলুষ, নির্মল ।
দূর থেকে আপনার জন্যেও রইলো ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্টে ভালোলাগা রেখেগেলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫

আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু ,




ভালোবাসা রইলো আপনার জন্যেও । রইলো ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কি প্রাণের মেলা
সৃষ্টি সুখের উল্লাসে, লিখছি সবে সোৎসাহে
বাঁধ ভেঙ্গেছে, বাঁধ ভেঙ্গেছে ভাবনাতে
সৃষ্টি সুখের এই বেলা :)

ব্লগ দিবসের শুভেচ্ছা অফুরান :)

+++++++

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



খুব দেরী হয়ে গেলো উত্তর দিতে , না ?
দুঃখিত , কিছু কারনে আসা হয়নি ।

আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা সাথে নববর্ষেরও .......................

৩৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

শায়মা বলেছেন: লেখক বলেছেন: শায়মা ,



হ্যা.... তাই !
আপনাকে ছড়িয়ে দিতে হবে সেই সর্বমাঝে যেথা হতে অহরহ উদ্ভাসি উঠেছে প্রান , গুঞ্জরী উঠেছে নৃত্য অসংখ্য ভঙ্গীতে ................



হাহাহাহাহা ভাইয়া ধাঁধার উত্তরটা যেন এখুনি বলে দিও না ..... :P

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,




" উত্তরটা এখুনি বলে দিও না ............ :P" বলেছেন ।
সে কারনেই তখনই উত্তরটা দিইনি । এতোদিন অপেক্ষা করেছি । খুশি তো ? নাকি আবার গাল ফুললো ? ;)
তা ধাঁধাটি যেন কি ? :||

৩৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শায়মাঃ
পতিখ্যায় না রেখে ওত্তুরটা দাওনাআআ বোলে,,,
তাহোলে তুমাই আমি ওয়ার্কিট আর গাসপুলের মাঁয়ালা এনে দেবু। তোমি সে মালা এসপরশো করে সুগন্ধে মাতুয়ারা হয়ে পজাপতি মোন নিয়ে ভওদ্রা নদীতে সেনান করতে যেও................

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




লেইখছেন ছায়মাকে , হামি খিতা খমু ? :#)

৩৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১১

সৈয়দ ইসলাম বলেছেন: আগামী ব্লগ দিবসে কী কোন উন্মুক্ত প্রাঙ্গণে ব্লগার মিলন মেলা বসানো যায় না?

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ ইসলাম ,




ভুল জায়গাতে প্রশ্নটি করেছেন ।
একমাত্র ব্লগ কর্তৃপক্ষই দিতে পারবেন আপনার প্রশ্নের উত্তর ।

শুভ নববর্ষ ..................

৩৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,




বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮ ।

২০১৮ হোক সুরে সুরে প্রাণ মেলানোর দিন..................

শুভ নববর্ষ ।

৩৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

ডঃ এম এ আলী বলেছেন:
বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮, নতুনের শুভেচ্ছা রইল
বছরটি হয়ে উঠুক সাফল্যময়।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,




বছরের প্রথমদিনটির প্রায় বিদায়লগ্নে আপনার জন্যেও রইলো সারা বছরের শুভেচ্ছা ।
দিনগুলি আপনার হয়ে উঠুক মঙ্গলময় ।

৩৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:






শুভ ভোর ২০১৮ !

জীবনের সকল প্রাণে লেগে থাকুক সুখের বাতায়ন ....

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




সবে যৌবনে পা দেয়া বছরের প্রথম রাতটির শুভেচ্ছা ।
সুখের বাতাস বয়ে যাক সকল প্রাণের বাতায়ন জুড়ে ।

৪০| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুর মিলুক সামুর সকল প্রাণের সুরে, অন্তরে ফিরুক তৃপ্তির স্বাদ

নতুন বছরের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় প্রিয়
সুন্দর সুস্থ জীবন বয়ে আনুক অনাবিল সুখসমৃদ্ধি আর আনন্দ,
শুভ হোক প্রতিক্ষণ।
শুভকামনা জানবেন সবসময়।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




বছরের প্রথমদিনটির প্রায় বিদায়লগ্নে আপনার জন্যেও রইলো সারা বছরের শুভেচ্ছা ।
দিনগুলি আপনার হয়ে উঠুক মঙ্গলময় , অনাবিল সমৃদ্ধিতে ভরপুর ।

৪১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

জুন বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের সকলের জন্য ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: জুন ,



ভেবেছিলুম, গিয়েছেন ভুলে
কিন্তু দেখি যে মন্তব্যের ঘর
ভরে গেছে ফুলে ফুলে !

( কোবতে ষ্টাইলে প্রতিউত্তর করলুম )

৪২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৪

নায়না নাসরিন বলেছেন: শুভেচ্ছা জানাই সকল গুণী সহব্লগারদের সাথে আপনার মত একজন প্রিয় ভাইয়াকে :)
মেলাও প্রান সুরে সুরে -------------------------
ভালোলাগা দিলাম ++++++্

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,




ভালো লাগলো অনেকদিনের পরে আপনার সাড়া পেয়ে ।
মিলুক প্রান সুরে সুরে..............
শীত রাতের শুভেচ্ছা ।

৪৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে, একলা চল ওরে!" - বাস্তবে ডাক দেয়ার কেউ নেই, অন লাইনে আপনি ডাক দিয়ে গেলেন, আপনার কন্ঠে সুর মেলালাম!
পোস্টে ভাল লাগা + +
১৬ নং প্রতিমন্তব্যের কথাগুলো অত্যন্ত চমৎকার হয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




উপনয়নের সময় একত্রে সাত পা হাটলে নাকি অচ্ছেদ্য বন্ধুত্ব হয় !
আমার ব্লগে যারা নয়ন ফেলে একত্রে কিছুটা পথ হেটে গেছেন; মনে করি , আমি ও তাঁরা এক অচ্ছেদ্য ভালোবাসায় সুরে সুর মিলিয়ে গেছি ।

অনেক অনেক ঋদ্ধ শুভেচ্ছা আপনাকে ।

৪৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১

নীলপরি বলেছেন: অনেক পরে দেখলাম । পোষ্ট দেখে আপ্লুত হলাম । আমার কাছে তো মনে হয় যে ভাগ্যিস সামু ছিল ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও শুভেচ্ছা ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



অনেক পরে হলেও এসে এই যে শুভেচ্ছা জানিয়ে সুরে সুর মেলালেন, তাতেই বোঝা গেলো সামুকে ভালোবাসার কমতি নেই ।
শুভেচ্ছা আপনাকেও ।


৪৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


জী এস ভাই... ব্লগ দিবসের আড্ডাটা মিস করলাম। মিস করতেই হতো, আমি তখন ঢাকার বাইরে।

কিন্তু দেরিতে এসেও মজা কিন্তু কম পাই নি। আর লেখা এবং ব্লগারদের মন্তব্য, সবই উপভোগ করলাম। যেমন: অপু তানভীরের মন্তব্যটি এবং তাতে আপনার আপনার উত্তরটি অনেক মজার। এরকম প্রায় সবগুলোই।

শুভেচ্ছা জানবেন... :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,




হরেক ভীড়ের মাঝেও যে এই বেসুরো লেখায় সুর মিলিয়ে গেলেন তাতে আনন্দিত ।
এটা আড্ডা নয় অবশ্য, তবে হ্যামিলনের বাঁশীওয়ালার মতো সুর বাজাতে চেয়েছি যাতে সেই সুরের পেছনে পেছনে সবাই একাত্ম হয়ে গাইতে পারেন - মিলুক প্রাণের সুর আমাদের প্রাণে প্রাণে............

শুভেচ্ছা আসছে ফাগুনের ....................

৪৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,




হা , বেশ কিছুদিন হলো লেখা দেয়া হচ্ছেনা । দুঃখিত ।
তবে আপনার এমন তাগাদার পরে কিছু একটা যে দিতেই হয় !

৪৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


ঘৃণিত জল্লাদেরা ভয়ংকর কিছু করেছে, ব্লগিং দিবস এখনো পালন সম্ভব হচ্ছে না; এর পেছনে, বেগম জিয়া, মাহমুদুর রহমান ও মোল্লা শফির উস্কানী শক্তি দিয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




সত্য বটে কিন্তু কে চাইবেন ওদের বিচার ?

৪৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

রুফাইদা তারান্নুম বলেছেন: শুভকামনা অশেষ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: রুফাইদা তারান্নুম ,




এই ঘরে আপনাকে স্বাগতম ।
আসছে বসন্তের শুভেচ্ছা আপনাকেও ।

৪৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৪

ডঃ এম এ আলী বলেছেন:
পহেলা ফাল্গুন


আজ বসন্তের প্রথম দিন
ফুল ফুটেছে ,পাখীও গাইছে
বসন্তের এই মাতাল সমীরণে ।
- পল্লী কবি জসিম উদ্দিন
শুভেচ্ছা রইল

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,




বসন্ত বাতাস আপনাকে সতেজ করে তুলুক , রাখুক আনন্দময় করে ।

৫০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: ব্লগের মন্তব্য ও প্রতিমন্তব্যের নোটিফিকেশন কার্যক্রম মনে হয় খুব মন্থরগতি হয়ে গেছে । ১৩ তারিখে লেখা আপনার প্রতিউত্তরের নোটিশ এই মাত্র পেলাম । এছাড়া অনেক মন্তব্য ও প্রতি মন্তব্যের নোটিশতো একেবারেই পাইনা , বিষয়টাকি শুধু আমার বেলায় না সকলের বেলাতেই ঘটছে বুঝতে পারছিনা । যাহোক, আপনার প্রতিউত্তেরর বারতা মনে সত্যিই দারুন সজিবতা এনে দিল , আপনার জন্যও একই কামনা থাকল ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,




নোটিফিকেশনের ভরসায় থাকবেন না । বিষয়টা আমার বেলাতেও হয় । সব উল্টোপাল্টা নোটিফিকেশন দেখায় , আবার কখনও কিছু দেখায় না । তাই আমি যেখানে যেখানে মন্তব্য করেছি সেই সেই পোস্টে গিয়ে বারেবারে দেখি ।

আবার এসেছেন দেখে ভালো লাগলো । আরও ভালো লাগলো এটা জেনে যে , আপনি সজীব হয়ে ঊঠছেন ।
নিরন্তর শুভেচ্ছান্তে .....

৫১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, বিষয়টা জানতে পারলাম । আমি তো তাই করছি । যেখানে যেখানে মন্তব্য করেছি সেখানে গিয়ে দেখছি , মুশকিল হল সব মনে থাকেনা । স্মৃতি শক্তি দিনে দিনে কমছে । জানিনা এটা কোনখানে গিয়ে ঠেকে ।

শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.