![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
ভালোবাসা, তোমাকে নিবার্সনে পাঠালাম।
কোনোদিন রমণীর দিকে তাকাবো আর।
তার চোখ মুখ নাক কান আর বুকের টিলা।
ভালোবাসা তুমি কি রমনীর নাক-কান-গলা, চোখে মুখে আর
বুকের টিলায় থাকো ?
তা না হলে ভালোবাসা নিবার্সনে পাঠানো মানে নাক কান গলা
আর বুকের টিলার প্রসঙ্গ কেন আসে ?
ভালোবাসা তুমি মনের গহীনে থাকো ?
তাহলে চোখে পুড়ে মারো কেনো ?
যাদের চোখ নেই, বধির, দৃষ্টিপ্রতিবন্ধি তারা কি ভালোবাসে না ?
তারা কি ভালোবাসা নিবার্সনে পাঠায় ?
ভালোবাসা তুমি কি দেহে থাকো না মনে ?
না থাকো দুটোতেই, দুটোর মিলিত রূপ নাকি তুমি ?
না রূপের আগুনে জ্বললেই ভালোবাসা হয় ?
ভালোবাসা কি এই দুয়ের মিলিত রূপ, ফুলে ফুলে তাই উড়ে যায়
তাই কি রঙিন মধুপ ?
২১.০৭.২০১৩
২২ শে জুলাই, ২০১৩ রাত ১:১৬
গেন্দু মিয়া বলেছেন: কিয়ে পোস্ট ভাইজান ?
২| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:০১
টেস্টিং সল্ট বলেছেন:
ভাই হুদাই পনি আপু রে টানাটানি কেনো
২২ শে জুলাই, ২০১৩ রাত ১:১৭
গেন্দু মিয়া বলেছেন: পনিকে টাননে পান করায়
৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কবি কি
কোনোদিন রমণীর দিকে তাকাবো না আর।
-লিখতে চেয়েছিলেন?
২২ শে জুলাই, ২০১৩ রাত ২:০০
গেন্দু মিয়া বলেছেন: না তাকালে কবিতা প্রসব করবে কেমনে ?
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আজকে সামুতে ইয়ে পোস্টের সংখ্যা বেড়ে গেছে, ঘটনা কি বুঝতে পারছি না!!!