![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
রারণবৃত্তান্ত
শাফিক আফতাব..............
তারা দাপটে দম্ভে করায়ত্ত করে রাখে বিধান___
তারা ভীতি আর হুমকির বহ্নিতে এক ঘরে করে দেশের মানুষ,
তারা নতুন বোতলে মদ পুরান__যেন লঙ্কার রাবণ,
তারাই দেশের সব__ঘুরেফিরে, যেন আকাশের চাঁন-সুরুজ।
পাত্রভেদে তারা ভাষা বদলায়__এমনকি রং__বাকরীতি,
আইনের ব্যাখ্যা__এমনকি মাবতার সংজ্ঞা ___
তারা সাদাকে সাদা না বলে, বলে ধূসর, আকালকে মঙ্গা,
তারা ধীরোদাত্ত, তাদের নেই কোনো ভয়-ভীতি।
বামদলে যে কথা বলে, দিনের আলোতে ষ্পষ্ট,
ডানদলে অবিকল সত্য বলতে ভীষণ কষ্ট,
ডানে বামে যেতে আমাদের ধকল, বিকল হয় জীর্ণদেহ
অথচ ভোটের পূর্বে কত মামা আদার, আর টাটকা স্নেহ।
কাজ বুঝতে, করতে, দীর্ঘ সময় অতিবাহন
মেয়াদ পূর্বে টিকে থাকার তাহাদের কত সাতকাহন।
২৫.১০.২০১৩
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬
ভিটামিন সি বলেছেন: কি বইলচেন/ গতকালই আপনার একটা পোষ্ট পড়লাম সেখানে লিকচেন আপনে আর কোন কোবতে প্রসব করতাইননা। সকালেই এইডা কি দেখলাম!!!!! মানুষ কথা রাখে না।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৯
গেন্দু মিয়া বলেছেন: ??