![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
প্রেম দেহের উত্তাপ আর হৃদয়ের প্রদাহ
শাফিক আফতাব.............
তুমি দিয়েছিলে একটি মধুরাত, আর তারার মিতালী
আর দিয়েছিলে কথার কাকলি
সহসা অানমনে প্রাণে জেগেছিলো জোয়ার
আপনাই খুলে গিয়েছিলো জীবনের শাওয়ার
অতঃপর তুমি আমি এক আবহমান ধানক্ষেতে
ঝুরঝুর এক শুভ্র বৃষ্টিপাতে
ভিজে ভিজে গাইলাম সুন্দরের গান,
সহসা জাগিল তোমার ক্ষুধিত পরাণ।
তুমি আমি আমি তুমি এককার এক প্রেমের দহনে
সমকোনে মিলে সৃজিলাম নব্বই ডিগ্রি কোন
আচমকা কে যেন বলিলো শোন
তোমরা জান কি প্রেমের মানে?
প্রেম কি জানিনা, শুধু জানি দেহের উত্তাপ আর হৃদয়ের প্রদাহ
কখনো শীতের উষ্ণতা, নাতিশীতোষ্ণতা, আবার কখনো গ্রীষ্মের দাবদাহ।
২৬.১০.২০১৩
©somewhere in net ltd.