![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
শীতবৃষ্টির শব্দশিল্পী
শাফিক আফতাব................
শীতবৃষ্টিতে আমি শব্দশিল্পী আজ __
নিপুণ বুননে বুনি প্রেমের কারুকাজ ;
দূরে ঠেলে দেই দেশ আর সমাজ,
আহা তোমার আজ কেমন নন্দিত মেজাজ।
দেহ হতে বিচ্ছূরিত হয় উষ্ণওম __
বড় নান্দনিক হয় আমার অনুপম,
ময়ূরের মতোন মেলে কামনা পেখম,
স্পর্শে জেগে ওঠে দেহের পশম।
অকাল বর্ষায় মাছর মতোন খুজিঁ উজোবার পথ __
কোথা গিয়ে তবে এলাবো দেহের ভার :
প্রিয়তমা মন দেবে আজ শাশ্বত সতত,
মনোবাসনা পুরিবে আজ আমার প্রিয়ার।
অকাল বৃষ্টিতে আজ, অসময়ে জাগিলাম ;
প্রেমের গহীন বনে চোখ রাখিলাম।
২৬.১০.২০১৩
©somewhere in net ltd.