| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেন্দু মিয়া
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
জীবিকার সন্ধানে জীবন করেছি যন্ত্র ।। শাফিক আফতাব
জীবিকার সন্ধানে জীবন করেছি যন্ত্র।
ভালোবাসার জন্য পড়েছি গুরুর মন্ত্র।
তোমার জন্য অর্জন করেছি পুঁজি,
শুদ্ধ হতে সত্য সুন্দর রুজি।
তোমার জন্য শিখেছি কাব্যপাঠ,
তোমার জন্য ফসলে ভরায়ছি মাঠ।
জীবিকার জন্য জীবন করেছি যন্ত্র,
অকালে বিকল হলো আমার সব অন্ত্র।
তবু আমি পেলাম না তোমার মন,
তবু আমে পেলাম না তোমার প্রেম,
তবু দেখি ভিন্ন তোমার জোন__
এসব আমি কেনো করেছি মেম ?
জীবিকার জন্য যন্ত্র করেছি জীবন,
তবু হলোনা তোমার আমার মিলন।
২৭.১২.২০১৩
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
গেন্দু মিয়া বলেছেন: ভাই লজ্জা দিযেন না। কবে আসবেন?
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মিলন হবে কত দিনে শাফিক আফতাব সাহেবের সাথে তার আত্মার আত্মীয় সাথে।