![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
ক্ষমা চাই প্রিয় ব্লগারবৃন্দ, বেশি বেশি লেখা দিয়ে আমি অাপনাদের বিরক্ত করেছিলাম।প্রিয় ব্রাগারবৃন্দ, কাল থেকে দেখবেন, শাফিক আফতাবের কবিতা আগের মতোন নেই।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
গেন্দু মিয়া বলেছেন: অনেক তওবা করেছিলাম। তবু চোরের মতোন কবিতার আবেগগুলো নাছোরবান্দা। অনেকের গালি খেয়েও নিলজ্জের মতোন আমাকে ব্লগে পোস্ট দিতে হয়েছিলাম। এজন্য অনেক অপমান হয়েছিলাম। তাই আজ রাত বারোটায় কান ধরে উঠবো আর বসবো কাল থেকে আর এত কবিতা লিখবোনা। ধন্যবাদ আপনাকে। সেই সাথে নববর্ষের শুভেচছা
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
পাঠক১৯৭১ বলেছেন: কবিতা লেখা বন্ধ করলে আমরা ভাষাহীন হয়ে যাবো, আমারদের অনুভুতির লোপ পাবে, আমরা ভালোবাসার ভাষা হারিয়ে ফেলবো, আমাদের নারীরা সৌন্দয্য হারাবে, পাখীরা গান গাইবে না, আমরা রবোটে পরিণত হবো।
কবি, আপনি নীরব হতে পারেন না!
বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি
আমি, ডাকি আবার তোমায়, শ্বতচুজে
ভারতী, যেমতি মাত: বসিলা আসিয়া,
বাল্মীকির রসনায়....
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১
গেন্দু মিয়া বলেছেন: বুঝিলাম, ঋদ্ধ হইলাম। ধন্যবাদ জ্ঞাপন করিলাম।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
ইখতামিন বলেছেন:
আপনার কবিতা আপনি লিখবেন কার বাবার কী?
কালকে থেকে কবিতা না লিখলে আপনি নির্লজ্জ হবেন
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২
গেন্দু মিয়া বলেছেন: মানে বুঝলাম না। না লিখলেই নিলজ্জ হবো।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
মহাপাগল বলেছেন: যাতা লিখে পেজ ভরার মানে নেই। সপ্তাহে একটা লিখুন গভীরতা নিয়ে লিখুন। সেটাই ভাল।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩
গেন্দু মিয়া বলেছেন: মহাপাগল, আমি সেই মহাগভীরতার দিকে যাত্রা করিবার জন্য প্রস্তুতি গ্রহণ করিয়াছি।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি ভালো লিখেন।
এবং কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভালো লিখেন।
আপনার অনেক কবিতায় জোর আওয়াজ করে পড়েছি, অনেক কে শুনিয়েছি।
ব্লগে যখন আপনার বিরুদ্ধে কেউ কিছু বলতে চাচ্ছিল, যথাসম্ভব প্রতিবাদ ও করেছি। কারণ, আপনি আসলেই কবিতা লিখেন।
বলবোনা, কবিতা লিখা কমাবেন। বলবো, আরো লিখুন।
কিন্তু ব্লগে দৈনিক একটা পোস্ট, আর এক পোস্টে একাধিক কবিতা দিলে আপনার পাঠকরা নিয়মিত আপনাকে প্রত্যুত্তর দিতে সুবিধা পাবে এটা মনে হয়।
শুভ নববর্ষ, কবি।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬
গেন্দু মিয়া বলেছেন: আমি তাই করার চেষ্টা করছি। আপনাকে অজস্র ধন্যবাদ। বইমেলায় দেখা হবে। আমার একটি গবেষণা গ্রন্থ আসছে। উপহার দেবো। পারলে একটি বই স্টল থেকে কিনবেন। শুভ কামনা করি। নববর্ষে।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১
কালীদাস বলেছেন: আপনেরে একটা ফিচকামিছাড়া বু্দ্ধি দেই শুনেন। আপনে সারাদিন, যখন মনচায় কবিতা লেখবেন, কুনু প্রবলেম নাই। খালি লেইক্ষ্যা সংগে সংগে পোস্ট খড়ুন বাটনে কিলিক মারবেন না, ড্রাফট করুন বাটনে কিলিক মারবেন। রাইত হইলে ড্রাফট এডিট কইড়া একবারে পোস্ট মাইড়া দিবেন, আপনের সারাদিনের প্রোডাক্ট দেখতে দেখতে ঝাতি ঘুমাইতে যাবে পেলাস দিয়া।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯
গেন্দু মিয়া বলেছেন: কালীদাস, হেই বুদ্ধি আগে দিলে তো আমাকে ব্লগারদের গালি খায়োন লাগতো না। ধন্যবাদ। আপনার নাম্বারটি দেবেন কোনো পোস্টে। কথা বলবো।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১
লিখেছেন বলেছেন: ওহে কবি তুমি থেমনা
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯
গেন্দু মিয়া বলেছেন: থামবোনা আস্তে চলিবো, ধীরে ধীরে চলিবো। ভালো থাকবেন।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৭
মামুন রশিদ বলেছেন: সেদিন একটা আর্টিকেলে পড়লাম, আমরা আজকে ছাপা হওয়া সৈয়দ শামসুল হকের যে কবিতাটি পড়ছি- তা হয়ত এক দশক আগে লেখা । মাঝ খানের সময়টা তিনি ঐ কবিতা কেবলই এডিট করেছেন- শিল্পমান ধরে রাখার জন্য ।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬
গেন্দু মিয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ। শিল্পমানের জন্য অপেক্ষা করি নাই। বিশেষ সাহিত্য পাতার লোকদের জন্য। একটি লেখা ছাপাতে কত সশ্রদ্ধ ছালাম দিতে হয়। কত তোষামুদি আর ভাই ভাই। সেই রাগে আমি উন্মুক্ত ব্লগ পেয়ে ঝালটা ঝেড়েছিলাম। আমি দেখাতে চেয়েছিলাম, পত্রিকায় কবিতা প্রকাশ না করেও কবি হওয়া যায়। সেই জন্য। তবে বিধিবাম, এখানে বিদ্বেষী লোক আছে বৈকি। ধন্যবাদ আপনাকে। আমি আমার সব কবিতাতেই কমবেশী ঝাল, লবন, মসলা দিয়েছি। কোনো কবিতাই শিল্পগুণ ছাড়া লিখিনি। তবে অনেক ক্ষেত্রে অনেক কবিতা, লবন কম পড়েছে, ঝাল কম পড়েছে কিংবা মসলাটা বাটা হয়নি। সে যা আমি সেই শিল্পগুণের জন্য কম লিখবো। আপনি আমাকে পথ চলার প্রেরণা দিয়েছেন। ইতিপূর্বের অনেক মন্তব্যে। এ জন্য একজন একান্ত বন্ধু মনে করি আপনাকে। যতদিন বাঁচবো ব্লগ থাকলে, আমি কম হলেও লেখার চেষ্টা করবো। বইমেলায় দেখা হবে। আমি একটি গবেষণা গ্রন্থ আসছে। যদি পারেন কিনবেন, বইয়ের নামটি পরে জানাবো। হ্যাপি নিউ ইয়ার ।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩২
গেন্দু মিয়া বলেছেন: সৈয়দ হক কোনো লেখাই টাটকা লিখে পত্রিকায় পাঠান না। বার বার এডিট করেন, ভাবেন,
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সৈয়দ হকের মন্তব্যটি তার 'মার্জিনে মন্তব্য' তে বিস্তারিত আছে।
এখন কথা হলো, হক সাহেব শত বার ভেবে, সম্পাদনা করেন এটা যেমন ভালো। আবার কবিতায় অনুভূতির সুন্দর প্রকাশের সংজ্ঞা ও কেউ অস্বীকার করতে পারেন না। বরং এখনকার অনুভূতিটা কবি পরক্ষণেই জানবেন না। সৈয়দ হক তার বইতে অনুভূতির টুকলি রাখার ভালো আইডিয়া দিয়েছেন, অজ্ঞাতসারে এখন যেটা সবাই করে। আর কবিতা যে নিয়ম, শব্দের আক্ষরিক ভাবনার বাইরেও নান্দনিক হয় সেটা হক সাহেবের বইতেই বলা আছে।
কিনবো, আপনার কয়েকটি বই ই কিনার ইচ্ছা আছে।
আর গবেষণা গ্রন্থ টা তাহলে গিফট ই চাচ্ছি
দেখা, অটোগ্রাফ, আড্ডা দারুণ ই হবে আশা করছি।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১
গেন্দু মিয়া বলেছেন: সহমত দূর্জয়
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০
ইখতামিন বলেছেন:
কালীদাসের মন্তব্যে সুপার লাইক।
আর আপনাকে কবিতা লেখা থামাতে বলিনি। সহজ কথা বুঝেন না কেনো?
বেশি বেশি লিখবেন। তবে লেখার পর ড্রাফটে সংরক্ষিত করে রাখবেন। কয়েকটা কবিতা জমা হলে সবগুলোকে একত্র করে কয়েকবার পড়ে এডিট করে তারপর পোস্ট দিবেন। দেখবেন, যারা আপনার বদনাম করেছে এতোদিন, এরপর থেকে তারাই আপনাকে বাহবা দিতে শুরু করবে
না বুঝলে বলেন
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২
গেন্দু মিয়া বলেছেন: বুঝেছি ।না বুঝলে পরে বলবো।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আর কোন মানুষকে যে আপনি ফালতু প্রশ্ন জিজ্ঞেস করেন, সেটার কি হবে?
তারপরেও তো আপনার ব্লগে আসি!
কবিতা লেখা বন্ধ করা যাবে না।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
গেন্দু মিয়া বলেছেন: না আর ফালতু প্রশ্ন করবো না। ধন্যবাদ
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫
স্তব্ধতা' বলেছেন: প্লিজ লিখা কমাবেননা। আমি মন্তব্য না করল্ওে আপনার কবিতা পড়ি। অসাধারণ কবিতা লেখেন আপনি। সদ্য প্রসূত আদিম গানের ব্যঞ্জনা' ...অসাধারন।
আওয়ামী/বিএনপি/আস্তিক/নাস্তিক মার্কা ফ্লাডিং এর চেয়ে ফ্লাডিং হোক কবিতা দিয়ে। আপনি কবিতা ফ্লাডিং চালিয়ে যান। শুভ নতুন বছর।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ। কবিতা লিখবো। তবে কম। ভালো থাকবেন।
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি চাই আপনি ফ্লাডিং করেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
গেন্দু মিয়া বলেছেন: না ভাই আর ফ্লাডিং গ্লাডিং কিছু নয।
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, ভাই। করতে হবে। এত ভাল ভাল কবিতা মিস করা যাবে না।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫
গেন্দু মিয়া বলেছেন: তাই ভাই, আরও অপমান হবো ভাই?
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
একদিনে যতগুলো কবিতা লিখবেন, তার মধ্যে বেস্ট কবিতাটা পোষ্ট করবেন। প্রতিদিন একটা।
আরেকটা কাজ করতে পারেন, অন্য কবিতাগুলোও পোষ্ট করবেন কিন্তু প্রথম পাতায় না। আপনার ফ্যানরা আপনার ব্লগে গিয়ে পড়বে।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১
গেন্দু মিয়া বলেছেন: ঠিক আছে। কাল সকাল থেকে শোভাযাত্রা শুরু হোক। শুভ কামনা চাই
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক শুভ কামনা। প্রতি দিন কিন্তু একটি পোষ্ট করবেন।
আর আমি মেয়ে, ভাই। আপনার প্রশ্ন দেখে খুব কষ্ট পেয়েছি।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮
গেন্দু মিয়া বলেছেন: মেয়েদের এখন ম্যাডাম বলা যায় না স্যার বলতে হয়, তাই আপনাকে ভাইও বলা যাবে।ধন্যবাদ
১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: কয়েকদিন মন খারাপ থাকায় আপনার কবিতা পড়তে পারি নাই।কিন্তু গুরু এই পোস্ট ক্যান।
যতদিন পূর্বদিকে সূর্য উঠবে, ততদিন গেন্দু মিয়ার কবিতা ব্লগে পোস্ট হবে।
পূর্নিমার চাঁন্দ যেমন আকাশে ঝলমল করবে, তেমনি গেন্দু মিয়ার কবিতা সামুতে শোভা পাবে।
সামু যেমন সত্য তেমনি, আপনার কবিতা সামুতে প্রকাশ পাবে।
তুমি যেওনা কবি, তোমার কবিতার পাঠক আমি।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯
গেন্দু মিয়া বলেছেন: আমি আছি ভাই তবে একটি করে কবিতা নিয়ে।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯
গেন্দু মিয়া বলেছেন: আমি আছি ভাই তবে একটি করে কবিতা নিয়ে।
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
হাসিনুল ইসলাম বলেছেন: শাফিক আফতাব ওরফে গেন্দু মিয়া ভাই,
আমি ঠিক বুঝি না, হয়ত ব্লগে বেশী সময় না থাকার জন্য, আপনার ফ্লাডিং(?) ঠিক কিভাবে এমন ক্ষতিকর হয়ে পড়ল যে কেবল আপনাকেই এতটা সংযমী হতে হবে যখন বহু ক্যাচালযুক্ত/কাঁদা ছোঁড়াছুড়ির পোস্ট বহু সময় প্রথম পাতা জুড়ে থাকে।
আপনি যেটি ভাল মনে করছেন তাই করবেন।
আর আপনার গবেষণার বিষয়টি কি জানা যাবে নিশ্চয়।
নতুন বছরের শুভকামনার সংগে ২০১৪ সাল আপনার বইয়ের জন্য শুভ হোক
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
গেন্দু মিয়া বলেছেন: আমি বেশি পোস্ট দিতাম। সেই জন্য অনেকে আমার বিরুদ্ধচারণ করেছেন। আমাকে ব্যান্ড করার জন্য কর্তৃপক্ষকে অবগত করিয়েছিলেন। আমার গালিগালাজও করেছেন। সব সয়ে আমি তওবা করেছিলাম, গালি তো গেলাম, আমার ভালো হবার নির্দিষ্ট একটি দিন দরকার। তখন নিজে নিজে দিনটি ঠিক করি ২০১৪ সালে প্রথম প্রহর থেকে ভালো হয়ে যাবো। বেশি কবিতা লিখবোনা। তাই আজকে এই পোস্ট দিলাম।
আমার গবেষণার বইয়ের নাম, এমফিল থিসিস, 'শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বৈশিষ্ট্য;
বইমেলায় দেখা হবে। কফি হবে। শুভ কামনা করি। হ্যাপি নিউ ইয়ার।
২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনি পরের উপর রাগ করে নিজের ধান কেন পানিতে ডুবাবেন। আজরাতে একটু মনটারে বুঝাইয়া লন।
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬
গেন্দু মিয়া বলেছেন: মজা পেলাম, উপমা ব্যবহারের নতুনত্বে। পানিতে ধান ডুবাই নাই। বরং বেশী ধান নৌকায় থাকলেই ডোবার সম্ভাবনা। দেখা হবে । কথা হবে। আর রং চা এককাপ।
২১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বাংলা বই মেলায়।
২২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার কবিতা নির্বাচিত পাতায় যায় না, আমার মন খারাপ হয়।
আশা করি, একটা করে পোষ্ট করলে নির্বাচিত হবে।
২৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৯
এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!
দেখা হচ্ছে দ্রুতো....!!
০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯
গেন্দু মিয়া বলেছেন: হা সাবির দেখা হচ্ছে দ্রুত । নতুন বছরের শুভেচ্চা
২৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩
লিখেছেন বলেছেন: আফতাব ভাইয়ের লেখা বন্ধ হলে জ্বলবে আগুন ঘরে ঘরে
যতক্ষণ লেখা আসবে না
গারির চাকা ঘুরবেনা
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
গেন্দু মিয়া বলেছেন: লেখা তো অলরেডি কমিয়ে দিয়েছে
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
লেখোয়াড় বলেছেন:
সে যাই হোক আপনার ভিতর অনেক কথা।
এত কবিতা লেখেন কি করে?