নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার কথা ।। শাফিক আফতাব

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

ভালোবাসার কথা : ভালোবাসায় ছিলো কীটের কামড়, বেশি বাড়লোনা তাই কুমড়ো,

র্জীর্ণ শিশুর মতোন অকালেই নুলো হলো।



তোমার ভালোবাসা অবিশ্বাসের দুষিত বাতাস,

তোমার ভালোবাসা স্বার্থের সুতোয় বাঁধা,

তোমার ভালোবাসা গবাদীর কাম__শিল্পের নান্দনিকতা পেলো না তা,

পেলো, জৈবিকতা যান্ত্রিকতা আর পশুদের প্রজনন।



ভালোবাসা প্রজনন নয়, অবিশ্বাস নয়, স্বার্থ নয়,

ভালোবাসা : প্রজনন, অবিশ্বাস, আর স্বার্থহীন এক অতিলোকিক বায়বীয় প্রকাশ,

হৃদয়ের খুঁপরিতে যার বাস,

যদিও প্রেমের পূর্বশর্ত কাম, তবু প্রেম প্রেমই, কাম থেকে সম্পূর্ণ ভিন্ন,

যদিও কামের দহনে প্রেম হয়, তবু প্রেমের পৃথিবী স্বতন্ত্র

অথচ পশুদের মতোন বন্য নয়।



ভালোবাসবে ? বিশ্বাসকে প্রখর প্রগাঢ় করো,

ভালোবাসবে ? তোমার কাম বাসনাকে শিল্পিত আর মার্জিত করো,

তোমার ভাবনার ভাষাকে করো বিশুদ্ধ রোদের মতোন নির্মল,

হৃদয়কে করো কাশফুলের মতোন শুভ্র

তোমার রক্তে ঢেলে দাও গোলাপের সুবাস, দেখবে ভালোবাসাগুলো কেমন ফুটছে

অবিকল পুষ্পকলি,

তোমার কথা গুলো ছন্দে, অলঙ্কারে, ধ্বনির ব্যঞ্জনায় ভালোবাসার পদাবলি হয়ে গেছে।



তোমার ভালোবাসায় ছিলো অবিশ্বাসের কীট

তাই পেলো না আবহমান সুন্দরের টিকিট।

০৩.০১.২০১৪



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

মামুন রশিদ বলেছেন: কবিতার ভাব ভালো লেগেছে । বাক্যবুনন আরো প্রাঞ্জল আরো গভীরতা দাবী রাখে ।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

গেন্দু মিয়া বলেছেন: ঠিকই ধরেছেন, আমি নিজেও তাই ভাবছিলাম, হয়ে উঠলো না বুঝি? কিন্তু দায়টা দায়সারা ভাবে সেরে দিলাম। ধন্যবাদ অজস্র আর শুভ কামনা

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কবি কেমন আছেন?

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

গেন্দু মিয়া বলেছেন: ভালো, আপনি ? কবিতা লেখা কিন্তু কমিয়ে দিয়েছি

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কবি কেমন আছেন?





আজ কবিতা পুরাই জোশ কবি।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

গেন্দু মিয়া বলেছেন: আমি তো আর বেশি লিখিনা

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কবি, আমি আপনাকে বলেছি কবিতা লেখা কমাবেন না, কবিতা পোষ্ট করা কমাবেন /:)

নির্বাচকরা কি করে? আপনার এত সুন্দর কবিতাগুলোও নির্বাচিত পাতায় যায় না। এখন তো আর আপনি ফ্লাডিং করেন না।

আমি ভাল নাই।

ভেবেছি ভুলে যাব
পারি না যে ভুলিতে
যে বাঁধনে বেঁধেছ
পারি না যে খুলিতে



☹ ☹ ☹

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

গেন্দু মিয়া বলেছেন: ভেবেছি ভুলে যাব
পারি না যে ভুলিতে
যে বাঁধনে বেঁধেছ
পারি না যে খুলিতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.