নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

দিন কাটে না

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

দিন কাটে না

শাফিক আফতাব.........



ইদানিং দিন কাটতে চায় না__দীর্ঘ মনে হয়

তুমি নেই বলে দিনগুলো ভারি হয়ে গেছে

কী অস্থির যন্ত্রণা প্রতীক্ষার প্রতিটি শব্দের ভেতর !

আমার সবকিছু যমুনার জলে ভেসে গেছে।



কোনোদিন রঙিন হবেনা দিন

দিনগুলি বিবর্ণ ঝরাপাতাদের মতোন শুধু হতাশা ছড়াবে

দিনগুলি বৃব্ধের ভারি শ্বাসের মতোন ছড়াবে দুষিত কফ

বেদনাগুলো হয়ে যাবে অবিকল বরফ

রাঙাবে না কেউ কোনো উৎসবে।



আমার দিনুগুলি আমার মতোন নিঃসঙ্গ নির্জন

অনাথের মতোন অনিবার্য নিয়তিকে মেনে নিয়ে জীর্ণ দেহে বেঁচে থাকে

ভেতরে কষ্ট, যন্ত্রণার আর বেদনার পবন

দিনগুলি আজ কেমন দুর্বিপাকে।



ইদানিং দিন কাটতে চায় না__দীর্ঘ মনে হয়।



০৪.০১.২০১৪



সময়ের ধকল মাড়িয়ে এই সব শত্রুদের ভিতর দিয়ে এগুতে হয়

শাফিক আফতাব..........



যতক্ষণ নির্জন ঘরে আছি, মনে হয় কিছুটা শত্রুহীন

ঘর থেকে বেরুলেই মনে হয় শত্রুর ভীড়ে মিশে গেলাম



অফিসে আদালতে রাস্তায় বাসে ট্রেনে প্লেনে লেনে

সর্বত্র শত্রুরা ওঁত পেতে থাকে

কেউ আমার পৈত্রিক সম্পত্তির শত্রু

কেউ ব্যবসার শত্রু

কেউ সুনামের শত্রু

কেউ পেশাগত শত্রু, কেউ কর্মস্থলের শত্রু

কেউ বসের কাছে ভালো হতে শত্রু

কেউ আবার আমার প্রিয়তমা স্ত্রীকে না পাবার শত্রু।



কেউ আমার প্রেমিকারে ভালোবেসে ব্যর্থ হয়েছে

কেউ যোগ্যতার কাতারে শামিল হতে পারছে না

কেউ বিদ্যা আর বুদ্ধিতে পিছিয়ে আছে কিংবা এগিয়ে

কেউ আমার কাব্যের কৃমি খুঁটছে

কেউ আবার আমার পাকাধান লুটছে।



সময়ের ধকল মাড়িয়ে এই সব শত্রুদের ভিতর দিয়ে আমাকে প্রতিদিন এগুতে হয়

হোঁচট খাই, রক্তাক্ত হই, সমালোচিত হই তবু এগুই, কেনো না গতিই জীবন,...........

০৪.০১.২০১৪

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

লিখেছেন বলেছেন: ফাইন , বস আমি ও একটা লিখেছি ।। পারলে ঢু মাইরেন

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ প্রদান করিলাম।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সু্দর , অভ্যাস হয়ে আসল, আসতে আসতে দিন কেটে যাবে কবি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

গেন্দু মিয়া বলেছেন: খুব কষ্ট হইতেছে ভাই। আমারে বাঁচান। আমার দিন কাটেনা। কবিতা ছাড়া আমার দিন কাটেনা।কবিতা লিখে বস্তাবন্দি করে রাখতে মন চায় না। তাই লিখিনা। কম লিখি। হাত খুচ খুচ করি। ভালো থাকবেন

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: কবি আসলেই আপনার দিন কাটছে না ?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

গেন্দু মিয়া বলেছেন: সত্যি ভাই, মাইরি

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনি এখানে গিয়ে দেখুন ত কেমন http://www.bangla-kobita.com/ashor/

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনি এখানে গিয়ে দেখুন ত কেমন http://www.bangla-kobita.com/

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সো স্যাড, কবি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.