নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

পরিচয়

০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪

সামুর সাথে আছি প্রায় অনেক বছর ধরেই, তবে ব্লগার হিসেবে নয়। প্রতিদিন ই একবার সামুতে না আসলে মনে হোত কি যেন বাদ পড়ে গেছে। কত জানা, অজানা, ইতিহাস, গল্প, কবিতা, ব্যাখ্যা, তর্ক, বিতর্ক, রম্য। কত কিছু। মনে হোতো নিজেও লিখি, কিন্তু কি লিখব কি লিখব বলে আর সাহস ও হোতো না। আর লিখবই বা কি, পড়তেই বেশি ভালো লাগত।

আসলে মনের কথা গুলি, বোধগম্য লেখায় পরিনত করা খুব সহজ নয়। যারা লেখক/লেখিকা তাদেরকে হিংসেই হয়। তাই এইবার সাহস করে নাম লিখিয়েছি।

সবার সহযোগিতা চাইছি।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৭

ইসিয়াক বলেছেন: আপনাকে স্বাগতম।
লিখতে থাকুন । যেটুকু লিখেছেন তাতে বোঝা যাচ্ছে । আপনি পারবেন ।
শুভকামনা ও দোয়া রইলো।

১০ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

ঘুটুরি বলেছেন: আপনাকে ধন্যবাদ মন্তব্য এবং অনুপ্রানিত করবার জন্য।

২| ১৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! শুভ ও নিরাপদ হোক আপনার এ ব্লগযাত্রা!
লিখতে থাকুন, পাঠক পেয়ে যাবেন। অন্য ব্লগারদের লেখা পাঠ করে ভাল-মন্দ দুটো কথা না লিখে বিদায় নিবেন না, যেমন আমিও আপনার এই ৫/৬ লাইনের পোস্টটা পড়ে তিন লাইনে দুটো কথা লিখে গেলাম।

১৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৯

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার প্রতিউত্তর এবং দিক নির্দেশনার জন্য।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭

নীল আকাশ বলেছেন: আপনার নাম বেশ অদ্ভুত তবে আকর্ষনীয়।
আমার ব্লগীয় জীবনে প্রায় সব নতুন ব্লগারদেরকেই লেখা শুরু করার আগে এভাবেই কিছুটা ভয় পেতে দেখেছি।
এটা খুব স্বাভাবিক তবে আমি আপনাকে অনুরোধ করবো, সামনে এগিয়ে যান। ভুল তারাই করে যারা কিছু করার চেস্টা করে। ছোট ছোট বিষয় হলেও নিয়মিত লেখার চেস্টা করুন। সামু ভুল করলে সবাই আপনার ভুল ধরিয়ে দেবে। এখানে শেখার দারুণ সুযোগ আছে।
সামুতে আসার জন্য শুভ কামনা রইল।

১৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫১

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনার প্রতিউত্তর এবং দিক নির্দেশনার জন্য।প্রতিনিয়তই শিখছি। চেষ্টা করছি ভালোভাবে কিছু লেখার।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০

নীল আকাশ বলেছেন: আমার ব্লগে একটা পোস্ট আছে- ব্লগে হিট হতে চান - গামলা ভর্তি মন্তব্য চান - নিন সহী তরীকা সমাহার! পড়ে আসুন আগে। এই ধরনের লেখা লিখবেন না। শুরুতেই কালার হয়ে যাবেন।
ধন্যবাদ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৬

পুলক ঢালী বলেছেন: মন্দ লিখছেন না। আপনার কল্পনাশক্তি ভাল। প্রতিটি মানুষের স্বকিয়তা রয়েছে আপনি আপনার মত করে ভাবুন এবং লিখুন। ব্লগাচরন সম্পর্কে সিনিয়র ব্লগারদের পরামর্শ অনুসরন করতে পারেন, কিন্তু ভাবনা চিন্তায় কারো প্রভাব বা পরামর্শ গ্রহন না করে মুক্ত স্বাধীন ভাবে ভেবে নিয়ে লিখুন ।
ভাল থাকুন।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৬

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগে স্বাগতম আপনাকে।পড়ুন , মন্তব্য করুন , লিখুন । হ্যাপি ব্লগিং। শুভকামনা রইলো।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৪

ঘুটুরি বলেছেন: আপনার সুন্দর মন্তব্যর ধন্যবাদ।

৭| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: আপনি নিজের মত করে লেখুন। কারো কিছু শোনার দরকার নেই। নিজের মনের মত লেখলে স্বার্থকতা আসবেই। ভাল থাকুন শুভকামনা রইল। হ্যাপি ব্লগীং!

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০

ঘুটুরি বলেছেন: প্রথমেই আন্তরিক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য, দ্বিতীয়ত আমি দুঃখিত অনেক দেরী তে আপনার মন্তব্যর প্রতিউত্তর দেবার জন্য।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: আজকে আপনার সেফ হওয়ার খবর দেখলাম। সেটা ধরে ধরে একেবারে প্রথম পোষ্টে চলে এলাম। দেরিতে হলেও সুস্বাগতম জানাই আপনাকে। শুভেচ্ছা নিয়েন।

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ, আপনি আমার প্রথম পোস্টে চলে এসেছেন। আপনার বক্তব্যই অনুপ্রেরনা যোগায়।

৯| ২৩ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৪

নজসু বলেছেন: সুস্বাগতম

২৩ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫৯

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.