নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

জাবর কাটা প্রকল্প :D

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৫১

ছোট বেলায় গরু , বলদ , মাথায় গোবর জাতীয় অনেক কথাই নিজের সম্বন্ধে শুনেছিলাম ।

আর বড় বেলায় কলুর বলদের মত খেটে , দুধেল গাইয়ের মত দিয়ে যাচ্ছি , তার পরও বউ বলে আমি নাকি গোগ্রাসে গিলি আর ধর্মের ষাঁড়ের মত ঘুরে বেড়াই ,যা নিয়ে ঝগড়া তা কিনে দেব বলে উপসংহার টানতে চাইলে বলে , '' থাক গরু মেরে জুতা দান করতে হবে না , তোমার প্রতিশ্রুতি গুলি যে কাজীর গরুর মত , সে আমি ভাল জানি ।''

মেয়েদের মন বোঝায় আমার অভিজ্ঞতা ক অক্ষরে গোমাংস , তাই ঘর পোড়া গরুর মত পুনঃ বিতণ্ডা এড়াতে চুপ থাকি ।



ভাবলাম , এতোগুলি গরু স্বভাব যার মাঝে বিদ্যমান তার আর জাবর কাটা টাই বা বাকি থাকবে কেন ? তাই বসে বসে জাবর কাটছি



পূর্বে কমেন্টের উত্তর না দিয়ে হাওয়া হয়ে যান কারা ? এই নামে একটি ফান পোস্ট দিয়েছিলাম । Click This Link

এবং এই লিঙ্ক সর্বস্ব পোস্টটি জাবর কাটা প্রকল্পেরই অংশ ।













মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:০১

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~ :-P :-P :-P

১৭ ই মে, ২০১৩ রাত ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাবর কাটার প্রথম সঙ্গীকে অভিনন্দন !

২| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:১০

ভারসাম্য বলেছেন: :)

১৭ ই মে, ২০১৩ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দ্বিতীয় সঙ্গী মিঃ ভারসাম্যর জন্য শুভ কামনা ।

৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:০১

নুসরাতসুলতানা বলেছেন: কেমন আছেন ? মনে হয় অনেকদিন পর আপনার লেখা পড়লাম।

১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ , ভাল আছি । মাথায় কি আছে আগেই বলেছি ,তাই কি-বোর্ড দিয়ে নতুন লিখা বেরোয় না । :)

৪| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫১

আমিভূত বলেছেন: =p~ =p~ =p~

১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভূত ভাইয়ের জন্য শুভ কামনা ।

৫| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার ফান পোস্ট দেখে এলাম। এমন পোস্ট ভিন্ন ব্লগে আমিও দিয়েছি। অনেকে নিজের পোস্টের পুরোনো মন্তব্যের জবাব না দিয়েই নতুন পোস্ট দিয়ে দেন আর ব্লগে চিল্লাচিল্লি করে বলেন, আমি লতুন বলে কেউ পাতে লিচ্চে না!

আরেক দল আছে যাদের (লজ্জা শরম বেশি) লেখার কোনো ত্রুটি উল্লেখ করলে আর সেই পোস্টে উঁকি দেন না। এমন নানা রকম বাতিকঅলা ব্লগার আছেন। আছেন কিছু- 'আমারটা আমিই ভাল বুঝি' টাইপের। কাজেই জাবর কাটলে তো সারা বছরই কাটা যায়, পেট কি ভরে?

১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই প্রথম আমার ব্লগে আসার জন্য সিদ্দিকি ভাইকে অভিনন্দন ।

৬| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:০৭

দি সুফি বলেছেন: :-& :-& :-&

কেমন আছেন লিটন ভাই? :)

১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ,সুফি ভাইয়ের দোয়ায় ভাল আছি ।

৭| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:২৪

বিডি আমিনুর বলেছেন: সামুতে জাবর কাটা কোন ইমো নাই ?

১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসেন আন্দোলনে যাই । :)

৮| ১৮ ই মে, ২০১৩ রাত ২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮ ই মে, ২০১৩ দুপুর ১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসির ভাণ্ডারী ,কান্ডারী ভাইকে ধন্যবাদ ।

৯| ১৮ ই মে, ২০১৩ ভোর ৫:৩৩

একজন আরমান বলেছেন:

=p~ =p~ =p~ =p~ :-P :-P :-P :-P

১৮ ই মে, ২০১৩ দুপুর ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~ =p~ :-P :-P :-P :-P র জন্য ধন্যবাদ আরমান ভাই ।

১০| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:০৬

আদম_ বলেছেন: হু হু হু ..... হাহাহাহাহা.......হেহেহেহেহে....হ্যাহ্যাহ্যা.....।
মজাক লাগলোগো.....।

১৮ ই মে, ২০১৩ রাত ১০:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন অতিথির হাসি দেখে আমারও হাসি পাচ্ছে । =p~ =p~

১১| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:০৮

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ =p~
কেমন আছেন লিটন ভাই? আপনার জাবর কাটা দেখে আমার ভার্সিটির এক স্যারের কথা মনে পড়ল । উনি কিছু হলেই বলতেন , আমার ক্লাসের সবগুলো গরু ছাগল গাধা ভেড়া ! :-&

১৮ ই মে, ২০১৩ রাত ১০:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্যার রা সব বুঝি এমনই হয় =p~ =p~

১২| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮

ঘুড্ডির পাইলট বলেছেন: হাসলাম অনেকখন :)

১৮ ই মে, ২০১৩ রাত ১০:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তয় ছারের একটা নাম ফাইটা গেলো পুরা ইসকুলে। থাব্রা দিয়া ----------- হাহাহাহাহাহাহা

১৩| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:৪৫

শিপু ভাই বলেছেন:
কই হারায় গেছিলেন ভাই???!!!???

আপ্নারে মিস্কর্ছি!!!

১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও 'আপ্নারে মিস্কর্ছি!!! ' কিন্তু আপনার দুইটা চমৎকার পোস্ট মিস করা আমার মোটেই উচিত হয়নি । :-& :-&

১৪| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:২৯

মেহেরুন বলেছেন: কেমন আছেন ভাইয়া??? Click This Link

১৯ শে মে, ২০১৩ রাত ১০:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি ।
বোনের নিমন্ত্রণে আমরা দৌড়ে জামাই বাবুর বাড়িতে যাই , বাট জামাই বাবু তো সালামেরও জবাব দেয় না । =p~ =p~

১৫| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

রোকেয়া ইসলাম বলেছেন: বাহ!!! ভালই তো.........
জাবর কাটা প্রকল্প । ভালই বলেছেন।
ভাল আছেন আপনি? ভাল থাকুন এটাই কামনা।

১৯ শে মে, ২০১৩ রাত ১০:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি ।
বিনা দাওয়াতে আপনার বাড়ি থেকে ঘুরে এলাম ।

১৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: জাবর কাট প্রকল্পে ভাললাগা লিটন ভাই শেষ মেশ খড় খেতে দিবেন নাকি?

১৯ শে মে, ২০১৩ রাত ১১:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি যে বলেন সেলিম ভাই ,
নেন মিষ্টি মুখ করেন ,

১৭| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কিউপলক্ষ? শুনি।আমার বিবাহ নাকি?

২০ শে মে, ২০১৩ বিকাল ৫:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জি , আমার বিবাহের (বিলম্বিত) মিষ্টি । =p~

১৮| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: গড ফাদার ১ দেখছি অনেক ভাবের ছবি ।

২০ শে মে, ২০১৩ বিকাল ৫:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখেন দেখেন , চাইলে একটা রিভিউ ও দিতে পারেন । তবে নিজে আবার গড ফাদার সাইজেন না । =p~

১৯| ২০ শে মে, ২০১৩ রাত ১২:০১

কালোপরী বলেছেন: আমি কঞ্জুষ???????


এইটা আপনি বলতে পারলেন ভাইয়া?????????

X( X( X( X( X(

২০ শে মে, ২০১৩ বিকাল ৫:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাকে কিছু বললেন ? কই ! কখন ?

২০| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:১২

ইখতামিন বলেছেন:
আপনাকে ১ দিনের আল্টিমেটাম দেওয়া হলো ;)

Click This Link

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখি, এই '১ দিন ' কত দিনে শেষ হয় ।

২১| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:০৮

মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা! :P

২৪ শে মে, ২০১৩ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মাহী ফ্লোরাজী ।

২২| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আজআমার জন্মদিন ।জাতীয় কবির জন্মদিনের ভারে হারিয়ে গেছে লিটন ভাই

২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবি সেলিম আনোয়ারকে জন্ম দিনের শুভেচ্ছা ।

২৩| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ফারজানা শিরিন বলেছেন: হাহাহহাহাহাহাহ ।

২৭ শে মে, ২০১৩ রাত ১১:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসি সংক্রামক ।=p~=p~=p~=p~

২৪| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মেয়েদের মন বোঝায় আমার অভিজ্ঞতা ক অক্ষরে গোমাংস , তাই ঘর পোড়া গরুর মত পুনঃ বিতণ্ডা এড়াতে চুপ থাকি ।,,,,"

অনেক কষ্ট হলেও হাসলাম,,,,,,,,,,,,
ভাল থাকেন,,,,,,
সুস্থ্য থাকেন

২৯ শে মে, ২০১৩ রাত ৮:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার দুস্কে আপনি হাসছেন ?

২৫| ২৯ শে মে, ২০১৩ ভোর ৫:০৫

শ্রাবণ জল বলেছেন: :)

২৯ শে মে, ২০১৩ রাত ৮:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :)

প্রো পিক কই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.