নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

আমি থাকবো নাকি চলেই যাবো তুমি নতুন করে ভেবে দেখ --

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১২


এক সময় সামুতে আমার মত অতি নিন্ম মানের লেখকের লিখায়ও শতাধিক কমেন্ট পড়তো । আর এখন পোস্ট দিয়ে সপ্তাহ পরেও দেখি কমেন্ট পড়েছে ৪ টি ।
ফেরদৌসি রহমানের একটা গান গেয়ে এই ক্ষেত্রে শান্তনা পাই ,
আমি কি দোষ দেব পরের ছেলের গো
আমার আপন কর্ম ভাাাালো না ।
আমার অতি নিন্ম মানের লিখা , অতি অতি নিন্ম মানে রূপ নিয়েছে , হয়তো তাই পাঠক কমেন্টেটর নাই ।
কিন্ত কয়েক মাস পূর্ব থেকে সামুর বৈরী আচরনের কোন শান্তনা পাচ্ছিনা ।
সামুর কিছু টেকনিক্যাল সমস্যার কারনে অনেক সময় লগইন করতেই ইচ্ছা করেনা।

ঃঃ প্রথমত মোবাইলে ফুল ভার্ষন নাই ।
ঃঃ দেখিনা পাঠক সংখ্যা ।
ঃঃ দেখিনা সাম্প্রতিক যারা ব্লগটি দেখেছেন ।
ঃঃ দেখিনা নতুন কমেন্ট ।
ঃঃ কোন ব্লগারকে খুঁজে পেতে সার্চঅফশন নাই ।
ঃঃ ক্লিক করে কোন লিংকে যেতে পারিনা ।
ঃঃ লিংকে ক্লিক করলে প্রথম পাতায় চলে আসে ।
ঃঃ কোন পোস্ট প্রিয়তে নিতে পারিনা ।
ঃঃ প্রিয়তের পোস্ট গুলো দেখিনা ।

এমতাবস্থায় সামুকে আমার একটি গানই শোনাবার আছে , যা শিরোনামে গেয়েছি ।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২২

অন্ধবিন্দু বলেছেন:
গিয়াসলিটন,
চলেতো আমিও গিয়েছি। তবে মাঝে মধ্যে আসা হয়। কিন্তু টেকনিক্যাল সমস্যা খুব একটা পাচ্ছি না কিন্তু ! আর ইন্টারফেস বেশ পরিচ্ছন্ন ও গতিশীল লাগছে আগের তুলনায়।

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অন্দ্ববিন্দু ভাই , যেতে চাওয়াটা একটা কথার কথা । ভাবখানা এমন আরেক বার সাধিলে খাইতে পারি টাইফ ।
এখন আয়োজন করে কম্পু বা লেপটফে বসা হয়না , মোবাইলেই দেখি , এবং মোবাইলেই এ সমস্যা গুলি ফেস করছি ।
আপনাকে ধন্যবাদ ।

২| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২

 বলেছেন: :-< :-< |-)

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেগুন ভাইর কমেন্টে আমি কোন লিখা দেখছিনা , তবুও কিছু একটা লিখেছেন এজন্য আপনাকে ধন্যবাদ ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ লিটন ভাই, মোবাইলের ফুল ভার্সনটি এই মুহুর্তে বন্ধ আছে। তবে আপনি মোবাইল দিয়ে লগ ইন করতে পারবেন, কমেন্টও করতে পারবেন এবং পোষ্টও লিখতে পারবেন।

** লিংকে ক্লিক করলে প্রথম পাতায় চলে আসে - এই সমস্যারটির সমাধান ইতিমধ্যেই হয়েছে।

এছাড়াও যদি অন্য কোন সমস্যার মুখোমুখি হন, তাহলে অবশ্যই আমাদের ব্লগ টিমকে মেইল করতে পারেন - [email protected]

অথবা আমাকেও জানাতে পারেন, [email protected]

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাভা ভাইয়ের মন্তব্য ভালো লাগলো , তবে ফুল ভার্সনটা ফিরিয়ে দেয়া আমার মত আনেকেরই প্রাণের দাবী ।

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাভা ভাই , কমেন্টেটরদের নামের লিংকে ক্লিক করে তাদের ব্লগে যাওয়া যাচ্ছেনা ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

 বলেছেন: :|| :|| :||

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ।

৫| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১০

জাফরুল মবীন বলেছেন: ভাই গিয়াসলিটন অনুরোধ থাকবে আমাদেরকে ছেড়ে না যাওয়ার....



১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের ছেড়ে যাওয়ার প্রশ্নই আসেনা জাফরুল ভাই , সামুকে মৃধু হুমকি দিয়ে দাবী আদায় করা যায় কিনা দেখছি আরকি !
হাহাহা ।

৬| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৪

মামুন রশিদ বলেছেন: মোবাইল ভার্সনটা ঠিক হওয়া দরকার ।

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মামুন রশিদ ভাই , আমরাতো ছাই ফেলতে ভাঙ্গা কুলা টাইফ , আপনাদের কথাও যদি সামু না শোনে তাহলে অনশনে যাওয়া ছাড়াতো পথ দেখছিনা ।

৭| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

এহসান সাবির বলেছেন: কোথায় যাবেন আপনি আমাদের রেখে?

না চলে যাবেন তা হবে না.....

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এহসান সাবিরের আন্তরিক মন্তব্য ভালো লাগলো ।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০১

প্রবাসী পাঠক বলেছেন: বর্তমান মোবাইল ভার্শনটা অনেক বিরক্তিকর। কমেন্ট দশটা থাকলে শো করে একটা কিংবা দুইটা। আশা রাখি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রবাসী পাঠকের সাথে আমিও আশায় রইলাম ।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:০৮

সকাল হাসান বলেছেন: সামুর মোবাইল ইন্টারফেসটা এখন বিরক্তি করে ফেলেছে!

এখন ঢুকে কমেন্ট দেখা যায় না! এইসব তো পরের কথা!

মাঝে মাঝে লগ ইন করার অপশনটাও খুঁজে পাওয়া যায় না! :(

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা করি টেকনিক্যাল টিম বিষয় গুলি দেখবে ।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০০

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা এমুন করলে কিন্তু X(( বুইঝা লন ।

সমস্যা অনেকই দূর হয়েছে । ভবিষ্যতে আরও ভালো হবে আশাকরি । আর হতাশ হবেন না । নিয়মিত থাকুন । আমরা তো আছি ই :)

অনেক শুভকামনা :)

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই আপনাদের সাথে আছি ।

১১| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

জুন বলেছেন:
আমি থাকবো নাকি চলেই যাবো তুমি নতুন করে ভেবে দেখ --
এটাতো আমার বক্তব্য গিয়াসলিটন :|

আমি কি দোষ দেব পরের ছেলের গো :((

আমার অতি নিন্ম মানের লিখা , অতি অতি নিন্ম মানে রূপ নিয়েছে :(

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কথাটাই না হয় আমি আবার উপস্থাপন করলাম ।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

কলমের কালি শেষ বলেছেন: হুম । আস্তে আস্তে ঠিক হচ্ছে । ফিরে আসুন । :)

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক আছে ভাই জান ।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা চলে যাবেন কেন ভাইয়া? আমিও কয়েকদিন এইসব সমস্যা ফেস করেছি!

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের ছেড়ে যেতে পারছি কই ?

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৬

জোহরা উম্মে হাসান বলেছেন: ভালো লাগলো , অনেক কিছু জানতে পারলাম । শুভেচ্ছা অনেক !

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সিস জোহরা উম্মে হাসান ।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭

লিরিকস বলেছেন: আর ঐ নিক আমার পোস্টে যেয়ে অন্য একজন কে খারাপ বলেছে, তাই


আপনি ঠিকি বলেছেন, ঐ পোস্ট ড্রাফট করে ফেলবো।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু মনে করবেন না , এই ক্ষেত্রে আপনি দক্ষ সঞ্চালকের ভুমিকায় অবতীর্ণ হয়ে ওখানেই ব্যাপারটা শেষ করে ফেলতে পারতেন ।
সামুতে অতীতে অনেক অর্বাচীনের নানা দুষ্কর্মের তুলনায় এটা তেমন কোন বিষয় না । ধন্যবাদ ।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রূপকথায় গল্প খালি শুনেই গেলাম। সামুর স্বর্ণযুগের পরের কলিকালের মানুষ আমরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.