নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
১ /
একটা মেয়ে অনেকগুলি তৈজসপত্র নিয়ে বাসায় ঢুকছে । কোন ফেরিওয়ালির মাইয়া টাইয়া হবে হয়তো !
ফাঁকে একটি গল্প সেরে নেই -
এক দর্শনের অধ্যাপক গেটের সামনে একটা বাচ্চাকে একা কাঁদতে দেখে বাসায় নিয়ে এলেন ।
গিন্নীকে বললেন , গেটের সামনে একা একা কাঁদছে , দেখে বড় মায়া হল তাই নিয়ে এলাম । আজ থেকে ও আমাদের তিনটার সাথে খাবে, খেলবে , ঘুমাবে ।
গিন্নী মুখ ঝামটা দিয়ে বললেন - মিনসে , চোখে কি ছানি পড়েছে যে , নিজের ছেলেকেও চিনতে পারছো না ?
না না আমার চোখের অবস্থা এত খারাপ নয় ! ভালো করে চেয়ে দেখি কোন ফেরিওয়ালির মাইয়া টাইয়া নয় , আমার নিজেরই মাইয়া।
তৈজসপত্র গুলো স্কুলের বিজয় দিবসের বিভিন্ন ইভেন্টে তার প্রাপ্ত পুরস্কার ।
মেয়েটার ছয়টা ইভেন্টে পুরষ্কার প্রাপ্তিতে তার মাতা,পিতা যখন আনন্দ প্রকাশ করছে , তখন পরিবারের আরেক সদস্য খাটের কোনে বসে বড়ই নিরানন্দ বোধ করছে ।
আদর প্রাপ্তির বেলায় পাল্লাটা সব সময় তার দিকেই ঝুঁকে থাকে । এখন পাশার দান উল্টে যাওয়ায় সে বড়ই হতাশ ।
তার মা জিজ্ঞেস করলো - কিরে ওশান এমনে রইসস কেন ? তোর কি হইছে ?
ছেলে আমার সোজা মানুষ ! তাই ''সোজা মাইনসের সোজা কথা'' -
- প্লেট কয়টা নিয়ে এত লাফালাফির কি আছে ? ঘরে কি প্লেট নাই ? ''
২ /
গত পরশু আমার মেয়েটা অষ্টম শ্রেণীতে জিপিএ ৫ পেয়েছে । আবারও পরিবারে আনন্দের আবহ । তার নানা মিষ্টি এনেছে ।
আদর বর্ষণ কেন্দ্রে ওশানের অবস্থান নড়বড়ে । বিরাট মুড নিয়ে হাঁটাহাঁটি করছে ।
তার মা ডাক দিল - ওশান কইরে -- নে মিষ্টি খা ।
ছেলে বড়ই নির্লিপ্ত !
বলল - এখানে মিষ্টি খাওয়ার মত কি হইছে ?
এক ক্লাসের অনেকেই জিপিএ ৫ পায় , রোল ১; এক ক্লাসে একজনেরই হয় ! আমার বেলায় তোমাদের খবর থাকেনা !
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব্বনাশ ! প্রামানিক ভাই আমার বাড়ি এসে বসে আছেন , আর আমি কিনা ফোনে কথা বলছি !
চা নাস্তা মিষ্টি সব হবে ভাইজান , চা দিয়ে শুরু ---
২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
সুমন কর বলেছেন: প্লেট কয়টা নিয়ে এত লাফালাফির কি আছে ? ঘরে কি প্লেট নাই ? '' ....
মজা পেলাম।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজা পেয়েছেন শুনে ভাল লাগলো , অনেক ধন্যবাদ সুমন কর ।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ওশানতো সেই পর্যায়ের ট্যালেন্টেড।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দোয়া রাইখেন দিশেহারা রাজপুত্র , আপনাকে ধন্যবাদ ।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: "প্লেট কয়টা নিয়ে এত লাফালাফির কি আছে ? ঘরে কি প্লেট নাই ? '' পুলাতো জেলাস!
"এক ক্লাসের অনেকেই জিপিএ ৫ পায়, রোল ১; এক ক্লাসে একজনেরই হয় ! আমার বেলায় তোমাদের খবর থাকেনা! সেইম কেস!
"এক দর্শনের অধ্যাপক গেটের সামনে একটা বাচ্চাকে একা কাঁদতে দেখে বাসায় নিয়ে এলেন ।
গিন্নীকে বললেন, গেটের সামনে একা একা কাঁদছে, দেখে বড় মায়া হল তাই নিয়ে এলাম । আজ থেকে ও আমাদের তিনটার সাথে খাবে, খেলবে , ঘুমাবে ।
গিন্নী মুখ ঝামটা দিয়ে বললেন - মিনসে , চোখে কি ছানি পড়েছে যে, নিজের ছেলেকেও চিনতে পারছো না ?
না না আমার চোখের অবস্থা এত খারাপ নয় ! ভালো করে চেয়ে দেখি কোন ফেরিওয়ালির মাইয়া টাইয়া নয় , আমার নিজেরই মাইয়া।
তৈজসপত্র গুলো স্কুলের বিজয় দিবসের বিভিন্ন ইভেন্টে তার প্রাপ্ত পুরস্কার ।" এইখানটাতেই বেশি মজা পেলাম ।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজা পাওয়ায় আনন্দিত হলাম , শুভ কামনা জানবেন রূপক বিধৌত সাধু ।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
প্রামানিক বলেছেন: আপনার মেয়ে জিপিএ ৫পেয়েছে, খালি চা খেতে চেয়ে ঠকাই হলো। আপনি দয়া করে চায়ের সাথে মিস্টিও দিয়েন।
আপনার মেয়ের জন্য রইল আমার প্রাণঢালা আশীর্বাদ।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠকবেন কেন ?
এই নিন একদম ছানা দিয়ে তৈরি মিষ্টি ।
সুগার লেভেল ঠিক আছেতো প্রামানিক ভাই , নইলে ভাবি আমায় আস্ত রাখবেনা
৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২
আরণ্যক রাখাল বলেছেন: ঘরে কি প্লেট নাই!
মজা পাইছি
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আরণ্যক রাখাল ।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
কালীদাস বলেছেন: আপনার মেয়েকে এবং পরিবারের সবাইকে অভিনন্দন
গ্রেডিং সিসটেমটা এমনভাবে করা হয়েছে যে লাস্টের স্টেটমেন্টটা বড় সত্য হয়ে কানে বাজে। কাউকে আলাদা করার উপায় নেই। আগের ব্রিটিশ নাম্বার সিসটেমই ভাল ছিল, অন্তত মেরিট লিস্টে কার পজিশন কত সেটা নিয়ে এমন কনফিউজিং অবস্হার সৃষ্টি হত না।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একদম সমস্যার গভীরে হাত দিয়ে ফেলেছেন কালীদাস ।
একটা স্কুলের ১২৮ জন পরীক্ষার্থী , সেখানে জিপিএ ৫ পেয়েছে ৭৮ জন ।
এখন আপনিই বলুন ফার্স্ট বয় আর ৭৮থ বয়ের মেরিট লেভেল বাস্তবে কি এক ?
চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
কল্লোল পথিক বলেছেন: আপনার সন্তান সহ সন্তানের বাবা মাকেও জানাই অভিনন্দন।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা কল্লোল পথিক ।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা এহসান সাবির ভাই ।
১০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
ঢাকাবাসী বলেছেন: ভারি মজা পেলুম।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পনাকে অনেক দিন পরে পেলাম ঢাকাবাসী , শুভ কামনা জানবেন ।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
প্রবাসী ভাবুক বলেছেন: - প্লেট কয়টা নিয়ে এত লাফালাফির কি আছে ? ঘরে কি প্লেট নাই ? ''
মস্তবড় একখান কথা বলেছে৷
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ প্রবাসী ।
১২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আগে ছেলে খবরই নেই। এ্যাঁ - একি সোজা কথা!
ক্লাশে সবার রোল কি এক হয়? জিপিএ ৫ তো লাখে লাখে হয়
দুজনকেই শুভেচ্ছা!
++++
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ছেলের দুঃখটা আপনি বুঝলেন ভৃগু ভাই , ধন্যবাদ জানবেন ।
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
জুন বলেছেন: প্লেট কয়টা নিয়ে এত লাফালাফির কি আছে ? ঘরে কি প্লেট নাই ?
হা হা হা দারুন বলেছে ভাতিজা আমাদের। আমার হয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে দেবেন গিয়াসলিটন।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা , ধন্যবাদ ।
১৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
প্রামানিক বলেছেন: এই মাত্র প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১২ এর ফলাফল দেখে জানতে পারলাম, আমার এক মাত্র মেয়ে জি পি এ ৫ পেয়েছে ।
আপনার মেয়ে ২০১২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জি পি এ ৫ পেয়েছিল। সেটা এখনও আমার মনে আছে। সেখানেও আশীর্বাদ করে এসেছি।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাই , আপনি আমার একজন আন্তরিক সুহৃদ , আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানবেন ।
অ ট - বই প্রকাশের কদ্দুর কি হল ভাই ?
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
ধমনী বলেছেন: দারুণ মজা পেলাম। দুজনের জন্যই স্নেহ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্য শুভকামনা ধমনী ভাই ।
১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯
ফেরদৌসা রুহী বলেছেন: মেয়েকে আর মেয়ের বাবা মাকে অনেক অনেক অভিনন্দন।
হুম ছেলে তো ঠিকই বলেছে, আমি ছেলের পক্ষে।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুম! মা খালারা সব সময় ছোটদের পক্ষ নেয় , আমরা বাপ বেটি এক পক্ষ
১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: না না আমার চোখের অবস্থা এত খারাপ নয় ! ভালো করে চেয়ে দেখি কোন ফেরিওয়ালির মাইয়া টাইয়া নয় , আমার নিজেরই মাইয়া।
তৈজসপত্র গুলো স্কুলের বিজয় দিবসের বিভিন্ন ইভেন্টে তার প্রাপ্ত পুরস্কার । --------
ভাই, ইহা কি আপনারাই কান্ড???
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন ।
১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭
দ্বিতীয় আমি - আমার ভিতরের লুকায়িত মানুষ বলেছেন: সেইরাম কারবার!
শুভেচ্ছা আপনার মেয়ের জন্য
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ব্লগে প্রথম এলেন , শুভেচ্ছার জন্য শুভেচ্ছা দ্বিতীয় আমি ।
১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩
কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই, লিটন ভাই-এর সন্তানদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর আশীর্বাদ!!
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
২০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২
প্রামানিক বলেছেন: কি বলেন কামরুন নাহার আপা, গিয়াস উদ্দিন লিটন একজন রসিক লোক তার সন্তানদের শুভেচ্ছা ও আশীর্বাদ না করে থাকা যায়- - -
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্টে আমার পোস্ট থেকে কোট করা অংশ পড়ে উনি ভেবেছেন , আপনার মেয়েও পঞ্চম শ্রেণীতে পাশ করেছে ।
প্রামানিক ভাই ও কামরুন নাহার বীথি , দুজনকেই শুভেচ্ছা ।
২১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
সুলতানা রহমান বলেছেন: আমার মিষ্টি কই? প্রথম মিষ্টি তো আমার পাওয়ার কথা।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুলতানা , মিষ্টির স্টক আনলিমিটেড ! আপনার গুলো আগেই সরিয়ে রেখেছি - নিন
২২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
আজিজার বলেছেন: ভাই এখন স্কুলের ফলাফলের যা অবস্থা বিশেষ করে জি পি এ ৫, অনেক বলতেই চায়না যে তার ছেলে বা মেয়ে জি পি এ ৫ পেয়েছে। শুভেচ্ছা আর আশীর্বাদ রইল আপনার মেয়ের জন্য সাথে অন্য সবার যারা অনেক পরিশ্রম করে সুন্দর ফলাফল করেছে।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভেচ্ছা আর আশীর্বাদ রইল আপনার মেয়ের জন্য সাথে অন্য সবার যারা অনেক পরিশ্রম করে সুন্দর ফলাফল করেছে।
আপনার মন্তব্য ভাল লাগলো ।
তবে সমস্যা হচ্ছে ত্রুটি পূর্ণ পরীক্ষা ব্যবস্থার কারণে 'পরিশ্রম করে সুন্দর ফলাফল'কারী দের সাথে অনেক 'পরিশ্রম না করে সুন্দর ফলাফল'কারীও মিশে গেছে ।
যাক সকলের জন্য শুভ কামনা ।
২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০
এরশাদ বাদশা বলেছেন: হা হা হা।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন এরশাদ বাদশা ।
২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
টোকাই রাজা বলেছেন: অনেক মজা পেলাম। নেন আমি একটা দিলাম,
ডাক্তার : আপনার তো জমজ বাচ্ছা হৈছে।
মহিলা : হবেই তো !! বাচ্চা পেটে নিয়া, চ্যলেন্জ-২, আশিকি-২, দাবাং-২, জান্নাত-২, পাগলু-২
ফিল্ম দেখছি তো তাই।
ডাক্তার : ভাগ্যিস আপনি বাচ্চা পেটে নিয়া,
খোকা-৪২০ ফিল্ম টা দেখেন নাই!
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্য একটা রিয়াললাইফ জোক -
২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭
দিগন্ত জর্জ বলেছেন: এক ক্লাসের অনেকেই জিপিএ ৫ পায় , রোল ১; এক ক্লাসে একজনেরই হয় ! আমার বেলায় তোমাদের খবর থাকেনা
হা হা হা.... ভাতিজা তো জিনিয়াস। শুভকামনা দুজনকেই।
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা দিগন্ত জর্জ ।
২৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
খোলা মনের কথা বলেছেন: সেই রকম টেলেন্ট মনে হচ্ছে। শুভ কামনা রইল আপনার ও আপনার পরিবারের উপর।
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ,শুভকামনা তো থাকছেই ।
২৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭
আমি স্বর্নলতা বলেছেন: হাহাহা! আপনার ছেলেরত অনেক বুদ্ধি দেখা যাচ্ছে।
আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন লেখিকার উপস্থিতি ভাল লাগলো , শুভকামনা জানবেন ।
২৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
রানা আমান বলেছেন: চমৎকার । খুব মজা পেলুম ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও খুব মজার মানুষ , ধন্যবাদ জানবেন রানা আমান ।
২৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লজিক। বয়স কত? ভারী ইঁচড়ে পাকা তো! শুভকামনা আপনার সন্তানদের জন্যে।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৭ + মাহবুব ভাই ।
আপনার জন্যও শুভ কামনা ।
৩০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
নীল বরফ বলেছেন: আপনার পর্যবেক্ষণ করার ক্ষমতা আর সেন্স অফ হিউমার সেই লেভেলের ভাই!। আমার কদমবুসি লন লাগে!।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি দেখছি ''পর্যবেক্ষণ করার ক্ষমতা আর সেন্স অফ হিউমার'' এর বিশাল ভক্ত ।
শুভ কামনা জানবেন ।
৩১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
আলোরিকা বলেছেন: বাচ্চা ভয়ংকর , কাচ্চা ভয়ংকর ! আপনার বুদ্ধিদীপ্ত ছানা - পোনাদের জন্য অনেক অনেক শুভ কামনা । অভিনন্দন ও শুভ নববর্ষ ভাইয়া
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলোরিকা , আপনিও ছানা - পোনা লিখলেন ?
এই নিয়ে দেখুন - Click This Link
৩২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
ফুয়াদ আল আবীর বলেছেন: পোলা বড়ই সেয়ানা...
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ যুগের পোলাপাইন
৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
সাহসী সন্তান বলেছেন: ইন্টারেস্টিং বিষয়! ঘটনার বর্ননা আগেই ফেবুতে পড়ছিলাম বলে মনে হচ্ছে?
তবে আমি আগেও বলেছি, এখনও বলছি! আমি কিন্তু ওশানের দলে.......?
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জি সাস ভাই , প্রথম অংশটি ফেবুতে লিখেছিলাম ।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন ।
৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
মনিরা সুলতানা বলেছেন: ভাতিজা অল ওয়েজ রক্স
আর লক্ষি মেয়ে টার জন্য শুভ কামনা
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
ছেলে মেয়ে দুটোর জন্য সব সময় , আপনার শুভ কামনা বর্ষণের জন্য ধন্যবাদ মনিরা সুলতানা ।
৩৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সত্যিই 'যাপিত রস... রম্য নয় ঘটনা বাস্তব'...
যুক্তি ফেলবার নয়।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন মইনুল ভাই ।
৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
তুষার আহাসান বলেছেন: মজার।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ তুষার আহাসান ।
৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
হা ...........হা.................হা...................
রিয়েল লাইফ জোক । না না আমার চোখের অবস্থা এত খারাপ নয় ! ভালো করে চেয়ে দেখি কোন ফেরিওয়ালির মাইয়া টাইয়া নয় , আমার নিজেরই মাইয়া।
আপনার ছেলেটিও আপনার মতোই হবে । মেয়েটির সাফল্যে গর্বিত পিতার মেয়েটিকে আশীর্বাদ রইলো ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশীর্বাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।
৩৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠে ও মন্তব্যে আনন্দিত সেলিম ভাই , শুভ কামনা জানবেন ।
৩৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লিটন ভাই... দয়া করে ওপরের মন্তব্যটি মুঝে দিন। এটি সুমন করের আড্ডা পোস্টে যাবে....
(এটাকে যাপিত রস বানাবেন না ভাই...! )
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তথাস্তু মইনুল ভাই ।
৪০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাঁচালেন! ধন্যবাদ...
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৪১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
পুলহ বলেছেন: নির্মল বিনোদন ভাই ! দোয়া করছি আপনার সন্তানেরা যেনো সারাজীবন এমনই সৃজনশীল থাকে
ভালো থাকবেন !
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, পুলহ ।
৪২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
চাঁদেরকণা বলেছেন: ঘরে কি প্লেট নাই?? হা হা হা!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন অতিথি চাঁদেরকণা , আপনার জন্য শুভ কামনা ।
৪৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১
রুদ্র জাহেদ বলেছেন:
- প্লেট কয়টা নিয়ে এত লাফালাফির কি আছে ? ঘরে কি প্লেট নাই ? ''...হা হা...দারুণ মজা পেলুম প্রিয় ব্লগার
ছোট ভাইয়ামনিদের জন্য শুভকামনা...
নতুন বছরের শুভেচ্ছা
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা রুদ্র জাহেদ ।
৪৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাতিজা ও ভাতিজীর জন্য অনেক দোয়া রইলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক প্রীতি জানবেন কান্ডারি অথর্ব ।
৪৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
এস কাজী বলেছেন: গিয়াস অভিনন্দন আপনাকেও। আফটার অল আপনার আর ভাবির অবদানও কিন্তু কম না আর ছোট্ট মনিদের জন্য আদর রইল
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ কাজী ভাই ।
৪৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
লিও কোড়াইয়া বলেছেন: ফেসবুকে পোস্টটা ছবিসহ দেখেছিলাম। বাবার মতন ছেলে মেয়েরাও জিনিয়াস হয়েছে। অনেক শুভকামনা ভাতিজা-ভাস্তির জন্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ লিও ।
কালকের ভূমিকম্পটা বুঝি মিস করলেন ভাইজান
৪৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
মিথুন আহমেদ বলেছেন: অনেক মজা পেলাম। ছোটমণিদের জন্য দোয়া এবং শুভ কামনা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা মিথুন ।
৪৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
গেম চেঞ্জার বলেছেন: আপনার ছেলেমেয়েদের জন্য শুভাশীষ থাকলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একাধিক ধন্যবাদ জানবেন গেম ভাই।
৪৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
গেম চেঞ্জার বলেছেন: আরেকখান কথা হইলো গিয়া
আপনার কির্তিমান পোলাডার লাইগা একমুঠো অতিরিক্ত আদর রইলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোলার পক্ষ থেকে আপনার জন্যও একমুঠো অতিরিক্ত ধন্যবাদ রইলো।
৫০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার বাবুদের জন্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার বাচ্ছাদের নিয়ে সব পোস্টই তোমার আশীর্বাদে সিক্ত ।
অনেক শুভ কামনা জেনো শায়মা ।
৫১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১
সেলিম আনোয়ার বলেছেন: মেধাবী বাবার মেধাবী সন্তান । মেয়ে জিপিএ ৫ পেয়েছে ।ছেলে কিন্তু আগেই বুঝিয়ে দিয়েছে জিপিএ ৫ পাওয়া তার জন্য কঠিন কিছু নয় । শুভকামনা তাদের জন্য ।আর তাদের গর্বিত পিতার জন্য ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছেলে সুক্ষভাবে তার রোল নাম্বারটাও দিয়ে দিয়েছে সেলিম ভাই
অনেক অনেক শুভকামনা জানবেন ভাই ।
৫২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সকলেই হেসে খুন
পড়ে রস যাপিত;
আমি মরি হিংসেতে
করবো কি পাপী তো।
নাতনীর রেজাল্টে
আনন্দে আটখানা;
রাজ্যের মিঠে সব
কিনে আনে বুড়ো নানা।
একবারো ভাবলোনা
দিল কতো পাষান;
জিপিএ৫ সবাই পায়
ফার্স্ট একা ওশান।
ভাতিজির রেজাল্টে
হনু মহাখুশি;
তারপরো বলি ভায়া
ওশানের লস্-ই।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোলা মাইয়া দুটারই
আনন্দের এক মোমেন্ট
আপনি এত দেরি করে
করতে এলেন কমেন্ট ?
এবার বলুন কেন এলেন
এত এত দেরিতে
লেট বুঝি হয়েছিল
গোয়ালন্দ ফেরিতে ?
আগে এলে পেতেন
কিছু মিষ্টি মণ্ডা মিঠাই
এখন আছে অবশিষ্ট
অল্প কিছু পিঠা'ই ।
আপনার সাথে আছে দেখি
ভগ্নী আমার সোহানী
নিন ভায়া দু গ্লাস
শরবতে রূহানী ।
৫৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০
সোহানী বলেছেন: ঠিকইতো বলেছে... ও ১ম হলো আর আপনারা কোন মিস্টিই বিতরণ করেননি ?????????? ঘোরতর অন্যায়.... আমি ওকে ১০০% সমর্থন দিচ্ছি............
মেয়েটিকে ভালোবাসা ও অনেক আদর পৈাছায়ে দিবেন....
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সোহানী , অনেক অনেক ধন্যবাদ ।
(ঊপরের কমেন্ট দ্র; )
৫৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২
মশিকুর বলেছেন:
পাশের হার আর জিপিএ ৫ দেখে মাঝে মাঝে আফসোস হয়, 'ভুল সময়ে জন্মাইছিলাম (নাকি)' যাহোক বেসিক ভাল থাকলে কোথাও আটকাবে না ইনশাআল্লাহ্ ভাতিজা তো পুরাই রক্স প্রথম কিন্তু একজনই হয়
আপনার চিক্রি-মিক্রি ভাল করুক এই দোয়া করি; ভাল থাইকেন
১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য ভাল লাগলো , ধন্যবাদ জানবেন মশিকুর ।
৫৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
অন্ধবিন্দু বলেছেন:
লিটন,
ঘরে প্লেট আছে, বাচ্চা-কাচ্চা-সন্তানও আছে। নাই কেবল সোজা মাইনসের সোজা কথা। আপনার যাপিত রস, রস হইলেও স্বাদটা কিন্তু তিতা। যেমন হয় সোজা কথা।
আশাকরি ভাল আছেন পরিবার-পরিজন নিয়ে।
প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগণদের নিয়ে পোস্ট চালিয়ে যাচ্ছেন। দেখে দেখে পরিবর্তন আসতেও পারে। আসছেও কিন্তু। ধন্যবাদ জানবেন।
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার চমৎকার মন্তব্য ও আপনাকে অনেক দিন পর পাওয়া দুটোই ভাল লাগলো , শুভ কামনা জানবেন অন্ধবিন্দু ।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
প্রামানিক বলেছেন: প্রথম হইছি আগে চা দেন ।